
19/10/2024
#ধানের_ব্যাকটেরিয়াল_পেনিকেল_ব্লাইট
মাঠে এই মুহুত্বে ধানের এই সমস্যাটি দেখা যাচ্ছে।
এই রোগটির নাম #ব্যাকটেরিয়াল_পেনিকেল_ব্লাইট(BPB). অনেকেই এই রোগের জন্য কীটনশাক ও ছত্রাকনাশক স্প্রে করছেন কিন্তু কাজ হচ্ছেনা,ধানে কোন দানা নেই ধান চিটা হয়েগেছে,অনেক কৃষক হতাশায় ভুগছেন।
যাদের ধানে এই মুহুত্বে এমন সমস্যা দেখা দিয়েছে তাদের করার কিছু নেই ক্ষতি মেনে নেয়া ছাড়া, যাদের ধানে সমস্যা দেখা যাইনাই তারা দ্রুত ব্যবস্থা নিন।
পরের বার যেন ধানে এই সমস্যাটি না হয় সেই জন্য এই কাজ গুলো আগে অবশ্যই করবেন,,
৬০ গ্রাম এমওপি + ২.৫ গ্রাম চিলেটেড দস্তা + ৬০ গ্রাম থিওভিট/কুমুলাস ডি এফ বা ৮০% সালফার আছে এমন কোনো সালফার পণ্য ১০ লিটার পানিতে মিশিয়ে কাইচ থোড় অবস্থায় শেষ বিকেলে স্প্রে করবেন।
ব্যাকটেরিসাইড- কাসুগামাইসিন + বিসমারথিওজল (কাইসিন, কিমিয়া, ব্যাকটোবান, ব্যাকট্রল, টিমসেন ইত্যাদি) অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন।অথবা
কপারঅক্সিক্লোরাইড (কপার ব্লু), কাসুগামাইসিন (কাসুমিন ২%) বিসমার্থিওজল (ব্যকট্রোবান), ক্লোরোআইসোব্রমাইন সায়ানুরিক এসিড (ব্যকটাফ) (বাংলাদেশের বাজারে পাওয়া যায়)
এ জাতীয় বালাইনাশক প্রয়োগ করে এই রোগ নিয়ন্ত্রন করা যায়।
মোঃ নাজমুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর ।