কৃষিকর্মী ও কৃষকের কথা।

কৃষিকর্মী ও কৃষকের কথা। কৃষিকর্মী ও কৃষকের সাক্ষাৎকার পোস্ট করার মাধ্যমে তথ্যের আদান প্রদান। � উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মিঠাপুকুর, রংপুর

 #ধানের_ব্যাকটেরিয়াল_পেনিকেল_ব্লাইট মাঠে এই মুহুত্বে ধানের এই সমস্যাটি দেখা যাচ্ছে।এই রোগটির নাম  #ব্যাকটেরিয়াল_পেনিকেল_...
19/10/2024

#ধানের_ব্যাকটেরিয়াল_পেনিকেল_ব্লাইট

মাঠে এই মুহুত্বে ধানের এই সমস্যাটি দেখা যাচ্ছে।
এই রোগটির নাম #ব্যাকটেরিয়াল_পেনিকেল_ব্লাইট(BPB). অনেকেই এই রোগের জন্য কীটনশাক ও ছত্রাকনাশক স্প্রে করছেন কিন্তু কাজ হচ্ছেনা,ধানে কোন দানা নেই ধান চিটা হয়েগেছে,অনেক কৃষক হতাশায় ভুগছেন।
যাদের ধানে এই মুহুত্বে এমন সমস্যা দেখা দিয়েছে তাদের করার কিছু নেই ক্ষতি মেনে নেয়া ছাড়া, যাদের ধানে সমস্যা দেখা যাইনাই তারা দ্রুত ব্যবস্থা নিন।
পরের বার যেন ধানে এই সমস্যাটি না হয় সেই জন্য এই কাজ গুলো আগে অবশ্যই করবেন,,

৬০ গ্রাম এমওপি + ২.৫ গ্রাম চিলেটেড দস্তা + ৬০ গ্রাম থিওভিট/কুমুলাস ডি এফ বা ৮০% সালফার আছে এমন কোনো সালফার পণ্য ১০ লিটার পানিতে মিশিয়ে কাইচ থোড় অবস্থায় শেষ বিকেলে স্প্রে করবেন।

ব্যাকটেরিসাইড- কাসুগামাইসিন + বিসমারথিওজল (কাইসিন, কিমিয়া, ব্যাকটোবান, ব্যাকট্রল, টিমসেন ইত্যাদি) অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন।অথবা

কপারঅক্সিক্লোরাইড (কপার ব্লু), কাসুগামাইসিন (কাসুমিন ২%) বিসমার্থিওজল (ব্যকট্রোবান), ক্লোরোআইসোব্রমাইন সায়ানুরিক এসিড (ব্যকটাফ) (বাংলাদেশের বাজারে পাওয়া যায়)
এ জাতীয় বালাইনাশক প্রয়োগ করে এই রোগ নিয়ন্ত্রন করা যায়।

মোঃ নাজমুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর ।

কৃষির মৌসুম
19/10/2024

কৃষির মৌসুম

18/10/2024
এই সমস্যার সমাধান কি
18/10/2024

এই সমস্যার সমাধান কি

বীজের শ্রেনিবিন্যাস
17/10/2024

বীজের শ্রেনিবিন্যাস

15/09/2024

ব্লাস্ট রোগ দমনে।

09/09/2024

ধান ক্ষেতে পার্চিং করা বিষয় কৃষকের মতামত।

09/09/2024

ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিনের ব্যবহার।

07/07/2024

গোলাম আযম সোহাগ ভাইয়ের ব্যানানা ম্যাংগো আমের বাগান থেকে।
রানীপুকুর ইউনিয়ন, সোহাগ ০১৭৯৮০১৯৩৯৭
বিস্তারিত জানতে পুরো ভিডিও টি দেখুন।

06/07/2024

ব্যানানা ম্যাংগো - খাওয়ার মজাই আলাদা।

সর্তকতা অবলম্বন রাসেল ভাইপারঃএই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ...
19/06/2024

সর্তকতা অবলম্বন
রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

17/05/2024

রিপার বাইন্ডার মেশিন দিয়ে একই সাথে ধান কাটা ও আঁটি বাধা।

07/04/2024

ধেয়ে আসছে তাপপ্রবাহ।

Address

Dhap
Rangpur
5400

Telephone

+8801723302645

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষিকর্মী ও কৃষকের কথা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share