Md.Saifur Rahaman Saifullah

Md.Saifur Rahaman Saifullah আমার পরিবারে আসার জন্য আপনাকে স্বাগতম। ইনশাল্লাহ যেকোনো ধরনের সহযোগিতা ও অফুরন্ত ভালোবাসা থাকবে আপনার জন্য।
(1)

30/07/2025

Good morning🕊️🌼

Good night 😴
29/07/2025

Good night 😴

Good morning and stay safe with your family🕊️
29/07/2025

Good morning and stay safe with your family🕊️

🕊️ Good night 😴
28/07/2025

🕊️ Good night 😴

আসসালামু আলাইকুম। সবাইকে দুপুরের শুভেচ্ছা, শুভ দুপুর। সবাই কেমন আছেন।
28/07/2025

আসসালামু আলাইকুম। সবাইকে দুপুরের শুভেচ্ছা, শুভ দুপুর। সবাই কেমন আছেন।

🌅 সুপ্রভাত! 🌼 আজকের এই সকালটা শুধুই আরেকটি দিনের শুরু নয়, এটি আপনার জীবনের একটি "নতুন অধ্যায়"। প্রতিটি সূর্যোদয়ের সাথ...
28/07/2025

🌅 সুপ্রভাত! 🌼
আজকের এই সকালটা শুধুই আরেকটি দিনের শুরু নয়, এটি আপনার জীবনের একটি "নতুন অধ্যায়"। প্রতিটি সূর্যোদয়ের সাথে আমরা পাই নতুন সুযোগ, নতুন স্বপ্ন দেখার এবং নতুন লক্ষ্যে পৌঁছানোর সাহস।

💪 মনে রাখবেন:
- আপনার ছোট পদক্ষেপই একদিন বিশাল সাফল্যের গল্প হয়ে উঠবে।
- প্রতিকূলতা আসে শক্তিমানদের পরীক্ষা নিতে, হার মানাতে নয়।
- আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল তা-ই হতে পারে আপনার সবচেয়ে বড় অর্জন।

🌱 আজকের চ্যালেঞ্জ: "নিজেকে একটি ছোট লক্ষ্য দিন—যেকোনো ভালো কাজ, একটি ইতিবাচক চিন্তা, বা নিজের যত্ন নেওয়া। কারণ, আপনার মূল্য আপনি নিজেই নির্ধারণ করেন!"

🕊️সকালের পাখিরা যেমন ডাকে ভয় কাটিয়ে, তুমিও জাগো সকল সংশয় ছাড়িয়ে।🐧🐦

☀️শুভ দিন! ✨

#অনুপ্রেরণা #সকাল #সাফল্য

মন ছুঁয়ে যাওয়ার মতো এই নিশিঠানায়,  তোমার নাম লিখি মনে মনে...  🌙চাঁদের আলোয় মেশা এই আকাশ যেন বলে,  "তুমি আজ ঘুমোও গভী...
27/07/2025

মন ছুঁয়ে যাওয়ার মতো এই নিশিঠানায়,
তোমার নাম লিখি মনে মনে... 🌙
চাঁদের আলোয় মেশা এই আকাশ যেন বলে,
"তুমি আজ ঘুমোও গভীর স্বপ্নের কোলে..." 😴

💫 স্বপ্নে হোক ফুলেল ছোঁয়া,
হৃদয় জুড়ে থাক ভালোবাসার গন্ধ... 🌼

🌙 শুভরাত্রি...🌙

✨ সুপ্তিতে যেন মিষ্টি কোনো গল্প জড়িয়ে থাকে, আর সকাল হোক নতুন আশার আলোয় ভরে... 🕊️

আসসালামু ওয়ালাইকুম। সারাদিন কাজ শেষে বৃষ্টির তাড়া খাওয়া বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা।
27/07/2025

আসসালামু ওয়ালাইকুম। সারাদিন কাজ শেষে বৃষ্টির তাড়া খাওয়া বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা।

আসসালামু আলাইকুম।  Khadija Akter  আপুর ৫০ কে পরিবার উপলক্ষে সেলিব্রেশন লাইভ। আজকে রাত্রি ৮টা থেকে। সবাইকে আমন্ত্রণ রইল। ...
27/07/2025

আসসালামু আলাইকুম। Khadija Akter আপুর ৫০ কে পরিবার উপলক্ষে সেলিব্রেশন লাইভ। আজকে রাত্রি ৮টা থেকে। সবাইকে আমন্ত্রণ রইল।

🕊️শুভ সকাল! 🌼 গোলাপের সৌন্দর্য যেমন তার কাঁটার মধ্য দিয়েও উজ্জ্বল হয়, তেমনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও লুকিয়ে আছে...
27/07/2025

🕊️শুভ সকাল! 🌼

গোলাপের সৌন্দর্য যেমন তার কাঁটার মধ্য দিয়েও উজ্জ্বল হয়, তেমনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও লুকিয়ে আছে সুযোগের আভা। কষ্ট থাকবেই, কিন্তু তা জয় করেই তো আমরা খুঁজে পাই নিজেদের শক্তি! 💪

আজকের এই সকালে মনে রাখবেন—"কাঁটা ছাড়া গোলাপ হয় না, ঠিক যেমন সংগ্রাম ছাড়া সাফল্য আসে না।"🌺✨

জীবনের প্রতি পাপড়ি খুলে ধরুক নতুন আশা। শুভ সকাল! 🌹🌻

#শুভসকাল #অনুপ্রেরণা #গোলাপের_গল্প
#জীবনযুদ্ধ

সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর,  ক্লান্তি যখন ধীরে ধীরে নেমে আসে,  মনে জেগে ওঠে শান্তির এক পরশ—  মৃদু হাওয়ায়, পাখির ড...
26/07/2025

সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর,
ক্লান্তি যখন ধীরে ধীরে নেমে আসে,
মনে জেগে ওঠে শান্তির এক পরশ—
মৃদু হাওয়ায়, পাখির ডাকে,
আর আকাশের রাঙা আভায়।

এই সন্ধ্যায় সব ক্লান্তি যেন মুছে যায়,
জীবন ভরে উঠুক প্রশান্তির সুঘ্রাণে।
শুভ সন্ধ্যা জানাই আপনাদের সবাইকে!

🌿 শুভ সন্ধ্যা 🌿

Address

Paglarhat Bajar
Rangpur
007

Alerts

Be the first to know and let us send you an email when Md.Saifur Rahaman Saifullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share