Marzan Hossen

Marzan Hossen https://www.facebook.com/Marzanhossen1.bd
ফলো করুন।

মৃত্যু – যার কোনো নির্দিষ্ট সময় নেই!"পোস্ট কন্টেন্ট:মৃত্যু এমন একটি সত্য, যা কখনো মিথ্যা হয় না।এটি ধনী-গরিব, রাজা-প্রজা,...
25/05/2025

মৃত্যু – যার কোনো নির্দিষ্ট সময় নেই!"

পোস্ট কন্টেন্ট:
মৃত্যু এমন একটি সত্য, যা কখনো মিথ্যা হয় না।
এটি ধনী-গরিব, রাজা-প্রজা, শিশু-বৃদ্ধ—সবার জন্য অবধারিত।

আল্লাহ তায়ালা বলেন:
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।”
(সূরা আল-ইমরান, আয়াত: ১৮৫)

একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না।
তবু আজ আমরা ভুলে আছি!
দুনিয়ার মোহে, লাইক-কমেন্টে, সম্পদের পেছনে ছুটে চলেছি...

ভেবে দেখুন, আপনি যদি এখনই চলে যান— আপনি প্রস্তুত তো?
নামাজ ঠিক আছে?
আত্মীয়-স্বজনের হক আদায় করেছি?
তাওবা করেছি?
সতর্ক থাকুন, প্রস্তুত হোন।
কারণ, মৃত্যু দরজায় কড়া নাড়বে না, হঠাৎই হাজির হবে!

---

#মৃত্যু #তাওবা #আখিরাত #ইসলামিক_পোস্ট #হৃদয়_ছোঁয়া
اللهم احسن خاتمتنا
“হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি উত্তম করুন।”

14, February 😜
01/02/2025

14, February 😜

Logo Design এর উপরে মার্কেটপ্লেসে 130,000+ কাজ রয়েছে🍂🫰।বসে না থেকে আপনিও স্কিল অর্জন করে আজ ই কাজে নেমে পড়ুন। সবার জন্য ...
14/07/2024

Logo Design এর উপরে মার্কেটপ্লেসে 130,000+ কাজ রয়েছে🍂🫰।
বসে না থেকে আপনিও স্কিল অর্জন করে আজ ই কাজে নেমে পড়ুন।
সবার জন্য শুভকামনা 🍂🥀🫶।

10/06/2024

◾যোগ্যতার ৪টি উপাদান: ১। জ্ঞান ২। দক্ষতা ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি
১. জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২. দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩. দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪. মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।
🍀যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।

10/06/2024

যাদের জন্ম ১৯৯২-২০০২ এর মধ্যে, তারাই শেষ জেনারেশন যাদের শৈশব সুন্দর ও স্মৃতিমধুর ছিলো!'🖤🌸

10/06/2024

আজকে যারা আপনাকে ইগনোর করতাছে, নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে তারা একদিন আপনার সাথে দেখা করার জন্য তাদের Appointment Letter নিতে হয়💪💪

Focus On your Goal💪
Dreams Come True In sha Allah 🤲

Address

Kurigram
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Marzan Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marzan Hossen:

Share