
25/05/2025
মৃত্যু – যার কোনো নির্দিষ্ট সময় নেই!"
পোস্ট কন্টেন্ট:
মৃত্যু এমন একটি সত্য, যা কখনো মিথ্যা হয় না।
এটি ধনী-গরিব, রাজা-প্রজা, শিশু-বৃদ্ধ—সবার জন্য অবধারিত।
আল্লাহ তায়ালা বলেন:
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।”
(সূরা আল-ইমরান, আয়াত: ১৮৫)
একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না।
তবু আজ আমরা ভুলে আছি!
দুনিয়ার মোহে, লাইক-কমেন্টে, সম্পদের পেছনে ছুটে চলেছি...
ভেবে দেখুন, আপনি যদি এখনই চলে যান— আপনি প্রস্তুত তো?
নামাজ ঠিক আছে?
আত্মীয়-স্বজনের হক আদায় করেছি?
তাওবা করেছি?
সতর্ক থাকুন, প্রস্তুত হোন।
কারণ, মৃত্যু দরজায় কড়া নাড়বে না, হঠাৎই হাজির হবে!
---
#মৃত্যু #তাওবা #আখিরাত #ইসলামিক_পোস্ট #হৃদয়_ছোঁয়া
اللهم احسن خاتمتنا
“হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি উত্তম করুন।”