
04/09/2024
তিস্তা পাড়ের মানুষের কান্না যেন শেষ হবার নয়। নদী তীরের মানুষ সারাক্ষণ আতংকে থাকেন কখন তার মাথা গোজার জায়গাটি নদী গ্রাস করে। আজ যারা নদীর তীরে অবস্থান করছেন, কাল তারা হয়তো চলে যাবেন অন্য কোন জায়গায়। নদী ভাঙার যে কষ্ট সেই কষ্ট অন্যরা বুঝতে চান না। বুকে দগদগে বেদনা নিয়ে মানুষগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এটাই তাদের সক্ষমতা। তবে যারা সহায় সম্বল হারিয়ে একেবারে নি:স্ব হয়ে যান তারা প্রথমে মুখ লুকিয়ে দিনমজুরী কাজে বেড়োলেও এক সময় ভুলে যান তার জমি জিরেত, ঘরবাড়ী, গবাদিপশু ও আরাম আয়েস করার জন্য সবকিছুই ছিল। শূন্য থেকে শুরু করা মানুষগুলিই প্রকৃত মানুষ। যারা জীবনের পরতে পরতে সবকিছুর অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমরা শুধু দেখে যেতে পারি। যাদের করার সুযোগ আছে তারা হাত গুটিয়ে বসে থাকলেই আমরা সরব হই। এভাবেই ঘূর্ণায়মান চাকার মতো চলছে জীবন চক্র। আর আমরা সেই চক্রের পুতুল।