Television Reporters Forum-TRF, Kurigram

Television Reporters Forum-TRF, Kurigram টেলিভিশন সাংবাদিকদের কল্যাণার্থে
টে?

তিস্তা পাড়ের মানুষের কান্না যেন শেষ হবার নয়। নদী তীরের মানুষ সারাক্ষণ আতংকে থাকেন কখন তার মাথা গোজার জায়গাটি নদী গ্রাস ক...
04/09/2024

তিস্তা পাড়ের মানুষের কান্না যেন শেষ হবার নয়। নদী তীরের মানুষ সারাক্ষণ আতংকে থাকেন কখন তার মাথা গোজার জায়গাটি নদী গ্রাস করে। আজ যারা নদীর তীরে অবস্থান করছেন, কাল তারা হয়তো চলে যাবেন অন্য কোন জায়গায়। নদী ভাঙার যে কষ্ট সেই কষ্ট অন্যরা বুঝতে চান না। বুকে দগদগে বেদনা নিয়ে মানুষগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এটাই তাদের সক্ষমতা। তবে যারা সহায় সম্বল হারিয়ে একেবারে নি:স্ব হয়ে যান তারা প্রথমে মুখ লুকিয়ে দিনমজুরী কাজে বেড়োলেও এক সময় ভুলে যান তার জমি জিরেত, ঘরবাড়ী, গবাদিপশু ও আরাম আয়েস করার জন্য সবকিছুই ছিল। শূন্য থেকে শুরু করা মানুষগুলিই প্রকৃত মানুষ। যারা জীবনের পরতে পরতে সবকিছুর অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমরা শুধু দেখে যেতে পারি। যাদের করার সুযোগ আছে তারা হাত গুটিয়ে বসে থাকলেই আমরা সরব হই। এভাবেই ঘূর্ণায়মান চাকার মতো চলছে জীবন চক্র। আর আমরা সেই চক্রের পুতুল।

কিছু মানুষের সাথে কথা বলতে গেলে থমকে যেতে হয়। অভাব, দুর্ভোগ, যন্ত্রণা, কষ্ট সব শব্দগুলো যেন আমাদেরকে কোনঠাসা করে ফেলে। ক...
13/07/2024

কিছু মানুষের সাথে কথা বলতে গেলে থমকে যেতে হয়। অভাব, দুর্ভোগ, যন্ত্রণা, কষ্ট সব শব্দগুলো যেন আমাদেরকে কোনঠাসা করে ফেলে। কষ্টের কথা জানতে গিয়ে নিজেরাই কষ্টকর ঘটনায় জর্জরিত হয়ে পরি। অসহায়ভাবে তাদের কথা শুনি। পাশে দাঁড়াতে না পারার যন্ত্রণায় ভুগি। অভাব-অভিযোগের প্রতিউত্তর খুঁজে পাইনা। অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে থাকি। আসলেই আমরা শুধু যন্ত্রণায় ঘা দিতে যেন এসেছি। খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করা মানে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত দেয়া। সেটাই করি। সেটা করতেই প্রতিদিন চর থেকে চরাঞ্চেলে ছুটে চলি।
গত ১২দিন ধরে বাড়ি ছাড়া অসহায় পরিবারগুলো অপরিচিত নৌকা দেখলেই ছুটে আসেন। যখন জানতে পারেন সাংবাদিক তখন বিরক্ত হন। তাদের ধারণ এরা ভিডিও করে নিয়ে গিয়ে অনেক টাকা পয়সা পান। ফলে সাংবাদিকদের এড়িয়ে চলেন।
সেদিক থেকে স্বপ্নারানী যেন কাছের কোন মানুষ। কি খেয়েছেন প্রশ্ন করতে আপনজনের মতো বললেন, বাবা একজনের কাছ থাকি আধসের চাউল আর কাডলের বিচি নিছি। তাকে ভর্তা করি আধেকটা খাইছি। বাকীটা আইতোত খামো।
কি সহজভাবে উত্তরা দিলেন তিনি। আমি বিনীতভাবে বললাম, আপনার পাশে দাঁড়িয়ে একটা ছবি নেই। তিনি হেসে বললেন, নেও বাবা। তাতে কি! আসলেই তো, তাতে কি! তিনি কি খেলন আর নাই বা খেলেন তাতে সাংবাদিকদের কি যায় আসে। আমরা খবর জানতে ও খবর তৈরী করতে যাই। আমরা তো রোবট। গায়ের চামড়া অনেক শক্ত। আমরা স্বপ্নারানীর মতো অতো সহজ সরল না।
ছবিটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর গুজিমারী চর থেকে নেয়া হয়েছে। স্বপ্নারানীর স্বামী জওহরলাল পেশায় একজন মুচি। সারাজীবন মানুষের জুতো পরিস্কার করে দিয়েছেন। শেষ জীবনে হার্টের অসুখে বিছানা নিয়েছেন। ফলে দুই ছেলের দিকে তাকিয়ে তাদের পেটের ভাতের সংকুলান হয়। পেলে খান না পেলে আধপেটায় দিন কাটাতে হয়।

11/06/2024

হাতের নাগালে পেয়েও প্রোটিয়াসদের বধ করা গেল না। আমি কারো দোষ দেখছি না। এটাই ক্রিকেট। এটাই ক্রিকেটের সৌন্দর্য। বোলারদের জন্য স্বর্গ পিচে, ছক্কার আশা করবেন, সেটাই আশায় গুড়েবালি ছাড়া আর কিছু নয়। ব্যাটাররা তাদের সেরাটা দিয়েই লড়াইটা শেষ করেছে। মাহমুদুল্লার ছক্কাটা হয়ে গেলে। আনন্দে সকলকে হয়তো ক্ষমা করে দিতেন কিন্তু এই পিচে সবটাই আপনার মনমতো হবে না। জাকিরের দুর্ভাগ্য সে পরিবেশটা ঠিকমতো সামলাতে পারেনি। তাবদ বাঘাবাঘা ব্যাটসম্যানরাও কিন্তু এই পিচে গোল্লা মারছে। ব্যাটসম্যানদের দোষ কি। দোষ যদি দিতেই হয় গ্রাউন্ডস পিচকে দিন। কারণ এই পিচে অসম্ভব কিছু আশা করাটাই বৃথা। দক্ষিণ আফ্রিকার কপাল তারা হারতে হারতে জিতে গেল। ওদেরকেও ধন্যবাদ দিন। দিন শেষে আমরা একটা ভালো ক্রিকেট উপহার পেয়েছি। দেশ হারাতে যে কষ্টটা পেয়েছি তা কোন শব্দ দিয়েই পুরণ করার নয়! তাই বলছি আগামি খেলাতে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে পারে আসুন সেই প্রার্থনা। কারণ বাংলাদেশের জয় মানে অন্য সবকিছু ছাপিয়ে দেশ মাতৃকার জয়। এগিয়ে যাও টাইগাররা। তোমাদের পাশে রয়েছে ১৮ কোটি বাঙালি।

এবারের বিশ্বকাপের শুরুটা গলির ক্রিকেটের মতো মনে হচ্ছিল। এত কম রান। স্বল্প সংখ্যক দর্শক! আইপিএল'র পর খেলাটা মনোপুতই হচ্ছি...
10/06/2024

এবারের বিশ্বকাপের শুরুটা গলির ক্রিকেটের মতো মনে হচ্ছিল। এত কম রান। স্বল্প সংখ্যক দর্শক! আইপিএল'র পর খেলাটা মনোপুতই হচ্ছিল না। কিন্তু দিনে দিনে জানান দিচ্ছিল এটা আসলেই বিশ্ব ক্রিকেটর লড়াই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া এত বড় স্কোর অন্য ম্যাচগুলোতে না থাকলেও ক্রিকেটের যে টান টান উত্তেজনা তা যেন ক্রমেই রক্তে বান ডাকছিল। বাংলাদেশ শ্রীলংকার খেলায় বাংলাদেশ জয় পাওয়ার পর যেন দেশের দর্শকরা এই ক্রিকেট নিয়ে নতুন করে নড়েচরে বসল। তারপর শুরু হলো ভারত ও পাকিস্থানের মহারণ ম্যাচ। দু'দলের খেলা পাগোল দর্শক-সমর্থকরা আয়েশ করে সোফায় বসে খেলা উপভোগ করছিল। শুরুতে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান রিসভ পন্থের লড়াইটা ভারতীয় সমর্থকদের মনে দারুণ একটা আশার আলো দেখাচ্ছিল। দলে তখনো ব্যাটসম্যানদের বিরাট লাইন পরে ছিল। কিন্তু এর নাম ক্রিকেট। আর প্রতিদ্বন্দ্বির নাম যখন পাকিস্তান। যা ভাবা হয়েছিল, ঠিক তার উল্টোটাই হয়ে গেল। ১১৯ রানেই প্যাকেট ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ। আমার দেখা এটাই মনে হয় ভারতের সর্বকালের সেরা টি-২০ ক্রিকেট দল। কিন্তু দলটির এমন বাজে ব্যাটিং দেখে আমিও হতাশ হয়ে পরেছিলাম। ব্যাকফুটে থাকা পাকিস্তানও স্বল্প রানে ভারতকে আটকে রেখে স্বস্তি পাচ্ছিল। কারণ এটা ছিল পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই। শুরুটা তাদের খুব ভালোই ছিল। মনে হচ্ছিল একপেশে ম্যাচ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু দিন শেষে ভারতীয় পেশাররা যে লড়াইটা করল তা দেখে মনে হচ্ছিল আসলেই এটি ভারতের ইতিহাসে সেরা টি-২০ দল। একজন ফ্লপ করলে আরেকজন জেগে উঠবে। হোক বোলিং অথবা ব্যাটিং ডিপারমেন্টে। মনে হচ্ছে এই দলটি প্রতিটি দেশকেই ভোগাবে। চ্যাম্পিয়ন হতে পারবে কিনা জানিনা, তবে সমর্থকদের মনের আশা অনেকটা পুরণ করতে পারবে। পাকিস্তানের জন্য সমবেদনা ছাড়া আর বা কিই করা যেতে পারে। আমিরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল সমর্থকরা। বাবরও খুব ভালো ফর্মে ছিল। এমন পরিসংখ্যানে পাকিস্তান ব্যাকফুটে থাকলেও হিসাব নিকাশ বদলে গেলে তারাও লড়াইয়ে ফিরে আসতে পারে। আর ভাংগাচোড়াভাবে পাকিস্তান ফিরে আসতে পারলে তারা কি করতে পারে তা সবার জানা। এই দলটি সম্পূর্ণ আনপ্রোটিকটেবল! রাখাল থেকে রাজা হওয়ার যোগ্যতা রাখে। আগামিকাল প্রোটিয়ার্সদের সাথে বাংলাদেশের ম্যাচ। আমি ধরেই নিয়েছি বাংলাদেশ হেরে যাবে। কারণ প্রিভিয়াস ম্যাচগুলো কিন্তু তাই বলছে। তারপরও শ্রীলংকাকে হারানোর পর এক চিলতে আশা বুকের কোনে জমা রেখেছি। জানিনা খেলা শেষে কি পরিণতি অপেক্ষা করছে। তবে গলির ক্রিকেট যেন এখন বিশ্বকাপে রুপ নিয়েছে। দর্শক-সমর্থকরা নড়েচরে বসেছে। বাংলাদেশ টিমের প্রতি ভালোবাসা রইল। কৃতজ্ঞতা রইল মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি। স্যালুট তোমাকে ভাই। তুমি আমাদের নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছো। এখন তোমার স্বপ্নটা বাংলাদেশের বুক ছুঁয়ে গেছে।

কুড়িগ্রামে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল:কুড়িগ্রাম সদর: মঞ্জুরুল ইসলাম রতন (আনারস)। প্রাপ্ত ভোট: ৫২,০৪৪টি। ...
21/05/2024

কুড়িগ্রামে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল:
কুড়িগ্রাম সদর: মঞ্জুরুল ইসলাম রতন (আনারস)। প্রাপ্ত ভোট: ৫২,০৪৪টি। পরাজিত প্রার্থী: আমান উদ্দিন আহমেদ মঞ্জু (মটর সাইকেল): প্রাপ্ত ভোট: ২৯,০৮৩টি।
উলিপুর উপজেলা: সাজাদুর রহমান তালুকদার সাজু (আনারস)। প্রাপ্ত ভোট: ৫০,৪৬৪টি। পরাজিত প্রার্থী: গোলাম হোসেন মন্টু (মটর সাইকেল): প্রাপ্ত ভোট: ১৫,০৮৪টি।
রাজারহাট উপজেলা: জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (মটর সাইকেল)। প্রাপ্ত ভোট: ৩৮০২৩টি। পরাজিত প্রার্থী: আবু নুর মো. আক্তারুজ্জামান (মটর সাইকেল): প্রাপ্ত ভোট: ১৮,৫৫৭টি।

08/05/2024

কুড়িগ্রামের ৩টি উপজেলার ফলাফল, চিলমারীতে মো: রুকুনুজ্জামান, রৌমারীতে মো: শহিদুল ইসলাম শালু এবং চর রাজিবপুরে মো: শফিউল আলম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

09/12/2023

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৯-১২-২০২৩
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, মানববন্ধন ও আলোচনার মধ্যদিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক চত্বরে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা সচেতন নাগরিক কমিটি সনাক যৌথভাবে মানববন্ধন আয়োজন করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, দুদক কুড়িগ্রামের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক প্রমুখ। #

09/12/2023

১০জন নারীকে জয়িতা হিসাবে সংবর্ধনা
কুড়িগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৯-১২-২০২৩
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যাালি, আলোচনাসভা এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেছা প্রমুখ। #

কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ...
30/09/2023

কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড. মো: ফরিদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা।

ইনল্যান্ড মাষ্টার অফিসার রেজাউল করিম আজ কুঞ্জলতা ফেরীকে নিয়ে চিলমারী বন্দর থেকে রৌমারীর উদ্দেশ্যে যাত্রা করবেন। শুভকামনা...
20/09/2023

ইনল্যান্ড মাষ্টার অফিসার রেজাউল করিম আজ কুঞ্জলতা ফেরীকে নিয়ে চিলমারী বন্দর থেকে রৌমারীর উদ্দেশ্যে যাত্রা করবেন। শুভকামনা রইল যাত্রীদের জন্য।

কুড়িগ্রাম প্রেসক্লাবে নতুন ভবন নির্মানের কাজ উদ্বোধন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা পরিষদের  সম্মানিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী...
19/09/2023

কুড়িগ্রাম প্রেসক্লাবে নতুন ভবন নির্মানের কাজ উদ্বোধন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো: জাফর আলী। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলা পরিষদ বিভাগ ভবন নির্মানে আর্থিকভাবে সহযোগিতা করছে। আরও ধন্যবাদ কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসেদুল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে যারা অনুষ্ঠানে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীগণকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।

Address

Rangpur
KURIGRAM-5600

Alerts

Be the first to know and let us send you an email when Television Reporters Forum-TRF, Kurigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share