Rangpur All School And College Crush Confession

Rangpur All School And College Crush Confession ভালোবাসার ফেরিওয়ালা ❤️

Confession no: 389কালকে আনুমানিক রাত আটটার দিকে আমি এবং আমার ফ্রেন্ড যখন আরএমসি শপিং কমপ্লেক্সে যাই হঠাৎ লিফটে থাকা দুইট...
06/09/2025

Confession no: 389

কালকে আনুমানিক রাত আটটার দিকে আমি এবং আমার ফ্রেন্ড যখন আরএমসি শপিং কমপ্লেক্সে যাই হঠাৎ লিফটে থাকা দুইটা ছেলে আমাদের দিকে অবাক ভাবে একটু তাকিয়ে ছিল,পরে আমরা ৬তলায় গিয়ে বসি এবং ওরাও হচ্ছে আমাদের পিছনে গিয়ে বসে, আর বারবার আমার দিকে লুক দিচ্ছিলো,তারপর আমাদের একটা জরুরি কাজের জন্য বের হয়ে আসি পরে আর খুঁজে পাই নি🥹🥹

Confession no:388Confession from:আগন্তুক Confession to:Aruhi Jannat Asaওহে প্রেয়সী আমি আজীবনের জন্য ডুবে যেতে চাই তোমার ...
05/09/2025

Confession no:388
Confession from:আগন্তুক
Confession to:Aruhi Jannat Asa
ওহে প্রেয়সী আমি আজীবনের জন্য ডুবে যেতে চাই তোমার সরলতায়।তোমার চাহনি,স্নিগ্ধ চুল,মায়াবী হাসি আমার হ্রদয়ের কম্পন বাড়িয়ে দেয় বহুগুনে।হয়তো কিছুদিন পরে হৃদ*রো*গে আক্রান্ত হয়ে যাবো যার ঔষধ কেবলমাত্র তুমি🥺।আমার মনের ঘরে তোমার মনটাকে আগলে রাখার দায়িত্ব দিয়ে আমার বেকারত্ব দুর করে দাও😁।আর কিছু বলবো না কারন বিধাতা চাইলে আমাদের মিলন নিশ্চিত

ইতি
আগেই তো বলে দিছি আগন্তুক 🙄

Confession no: 387Nam: boishakhi Jannat Bristy Class: Intermediate 1st year(hsc 27)College: Carmichael college Rangpur প...
05/09/2025

Confession no: 387
Nam: boishakhi Jannat Bristy
Class: Intermediate 1st year(hsc 27)
College: Carmichael college Rangpur

প্রিয় ফুল,

উজানগামী আকাশযানে চেপে পাড়ি দিয়েছি নীল জলরাশি, হলুদ রোদে ধূসর ধরাতলে পা রেখে এসে দাঁড়িয়েছি উত্তরের সর্বোচ্চ বিন্দুতে। সন্ধ্যা ভাটার টানে উত্তরের পর্বতমালা আজ রক্তিম পলাশ।শরতের এই উষ্ণ সন্ধ্যায় কান না পাইতা, শুনো আমার মনের যতো বাতচিৎ।যেইভাবে কেউ বৃষ্টির শব্দ শুনে,আমারেও প্লিজ শুনো।আমারে শুইনা যাও।আমার ৩৭ ট্রিলিয়ন কোষে তোমার ছিপছিপে শ্বেত গড়ন সর্বদা দৃশ্যমান।
জানোই তো মানুষ ভালোবাসার কাঙাল।প্লাস্টিকের পুতুলকে যেমন ভালোবাসে সদ্য কৈশোরে পা দেয়া বালিকা। ভালোবেসে আমরা মস্তান হতে পারি না। কিন্তু কাল যদি হয় রোজ কেয়ামত, এই চাঁদ খুঁজবে না উত্তর।

ইতি
ইউ নো হু

Confession no: 386From: তোমার ছোট্ট মনের অবান্তর স্বপ্নTo: আমার প্রিয় তুমি 💌অন্য কারো মায়ার উষ্ণ চাদরে নিজেকে এত সহজে ...
02/09/2025

Confession no: 386
From: তোমার ছোট্ট মনের অবান্তর স্বপ্ন
To: আমার প্রিয় তুমি 💌

অন্য কারো মায়ার উষ্ণ চাদরে নিজেকে এত সহজে খুঁজে পেয়েছি, ভাবতে পারিনি এমনও হতে পারে 🤗। তোমাকে না দেখলে হয়তো কখনো বুঝতাম না, তুমি কতটা আমার মনকে স্পর্শ করতে পারো 😊🖤

প্রথম দেখার পর থেকে তুমি আমার একরাশ অনুভূতির মাঝে স্থির হয়ে আছো 🥺🤍।

তবে একথা জানি—আমি তোমাকে অনেক ভালোবাসি 😇। এবং ভালোবেসেই বুঝেছি, তুমি আমার কল্পনার জগতে চিরস্থায়ী মায়ার সাগর তৈরি করে দিয়েছো 💘।

তোমার ছবির সেই সরল মধুর হাসিতে আমি মুগ্ধ 😍💗।“তোমার প্রতি কতজন ক্রাশ খেয়েছে জানি না… তবু আমি তোমারই হয়ে গেছি ।। আমি জানি না তোমার মুগ্ধতায় কেউ আছে কিনা। তবে থাকলে সে ভাগ্যবতী ।তবে জানি, তোমার সব মিলে আমার মনকে এক অমলিন ভালোবাসার জগতে নিয়ে গেছে 🧠💖।

Confession no: 385প্রথমবার আমাদের দেখা হয়েছিল সিদ্দিক মেমোরিয়াল স্কুলের সামনে  রাস্তার ভিডিও করতে করতে মোবাইল স্ক্রিনে...
28/08/2025

Confession no: 385

প্রথমবার আমাদের দেখা হয়েছিল সিদ্দিক মেমোরিয়াল স্কুলের সামনে

রাস্তার ভিডিও করতে করতে মোবাইল স্ক্রিনে চলে এসেছে


তারপর ভিডিও এডিট করতে গিয়ে তাকে দেখলাম

তাকে যদি কেউ চিনে থাকেন একটু জানাবেন 🥹

Confession no: 384From: তোমার পুরোনো ভালোবাসাTo: মুফতাসীমা তাসনিম (বোঁটা)🌺তুমি কি ভেবেছ আমি তোমাকে ভুলে গেছি?হাহ! কেউ কি...
27/08/2025

Confession no: 384
From: তোমার পুরোনো ভালোবাসা
To: মুফতাসীমা তাসনিম (বোঁটা)🌺

তুমি কি ভেবেছ আমি তোমাকে ভুলে গেছি?
হাহ! কেউ কি নিজের জীবনের সবচেয়ে বড় কমেডি শো ভুলে যায়?

তুমি এসেছিলে ভালোবাসা নিয়ে, অথচ চলে গেলে একসাথে চার-পাঁচটা রিলেশন চালানোর "অ্যাওয়ার্ড" নিয়ে। কী অসাধারণ টাইম ম্যানেজমেন্ট, কী দারুণ অভিনয়! সত্যি বলতে—নোবেল প্রাইজ পাওয়ার মতো ট্যালেন্ট ছিল তোমার।

আমাকে ভালোবেসেছিলে? না, আমাকে ব্যবহার করেছিলে দর্শক হিসেবে—যাতে তোমার নাটকটা সফল হয়।
আর আমি? আমি সেই বোকা দর্শক, যাকে টিকিট ছিঁড়ে বের করে দিলে, কিন্তু শো-এর শেষ দৃশ্য ভুলতে দিলা না।

তুমি আমার জীবনের সবচেয়ে মধুর ভালোবাসা, আর সবচেয়ে বিষাক্ত প্রতারণা। আজ তোমাকে মনে পড়ে হাসি পায়—ভাবি, এত কম দামে কি এমন অভিনয় পাওয়া যায়?

তুমি রয়ে গেলে স্মৃতিতে, তবে বড় হরফে লেখা—
“প্রতারিত ভালোবাসার ভিআইপি এডিশন – ৪/৫ রিলেশন একসাথে চালানোর মাস্টারপিস।”

ইতি,
তোমার পুরোনো ভালোবাসা 🥰

27/08/2025

Confession no 383
has been removed

Confession no:382Hey purple pookie 🥺🎀তোমাকে লিফটে দেখেই এত্তো ভাল্লাগছে মানে কি বলবো থ হয়ে তাকায়াই ছিলাম তোমার দিকেকে গো...
25/08/2025

Confession no:382

Hey purple pookie 🥺🎀

তোমাকে লিফটে দেখেই এত্তো ভাল্লাগছে মানে কি বলবো
থ হয়ে তাকায়াই ছিলাম তোমার দিকে
কে গো তুমি??

কেউ চিনে থাকলে একটু pookie টারে মেনশন দিয়ে দিয়েন😪

Confession no: 381প্রথমবার আমাদের দেখা হয়েছিল প্রাইভেটে। শুরুতে তার চাঞ্চল্যতা আমার মোটেই ভালো লাগেনি। মনে হতো, এত দুষ্...
23/08/2025

Confession no: 381

প্রথমবার আমাদের দেখা হয়েছিল প্রাইভেটে। শুরুতে তার চাঞ্চল্যতা আমার মোটেই ভালো লাগেনি। মনে হতো, এত দুষ্টুমি কেন করে! কিন্তু অজান্তেই সেই চাঞ্চল্যতা আমার মনে দাগ কেটে গেল। কবে যে বিরক্তি থেকে ভালো লাগায় রূপ নিল, আমি নিজেই বুঝতে পারিনি।

দু-একদিন প্রাইভেটে দেখা হতো, মাঝেমধ্যে রাস্তাতেও চোখাচোখি হয়ে যেত। সে হয়তো ভেবেছে আমি খেয়াল করিনি, কিন্তু আমি জানতাম সেও আমাকে দু-একবার দেখেছে। তার সেই সরল দুষ্টুমি আর প্রাণোচ্ছল চাঞ্চল্যতা আমাকে একেবারে মুগ্ধ করেছে।

Confession no: 380Forom,,ভিলেনTo,, প্রিয় মাধুবিলতা 🌺 তুমি কি সত্যিই ভাবো, আমি তোমাকে ভুলে যাবো?তোমাকে ভোলা কি এতটাই সহজ...
22/08/2025

Confession no: 380
Forom,,ভিলেন
To,, প্রিয় মাধুবিলতা 🌺

তুমি কি সত্যিই ভাবো, আমি তোমাকে ভুলে যাবো?

তোমাকে ভোলা কি এতটাই সহজ?

তুমি কি আমার কাছে এতটাই সস্তা? না, কখনোই না... কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায়, যেটা আজও সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর। তুমি ছিলে আমার হাসির কারণ, চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয়। তোমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আজও মনে পড়ে, যেন ঠিক এখনো পাশে আছো।

ভুলে যাওয়া যদি হতো, তবে এতদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত... কিন্তু না, এখনো মাঝরাতে ঘুম ভঙে যায়, মনে পড়ে যায় তোমার সেই হেসে ওঠা চহারা, তোমার বলা সেসব ছোট ছোট কথা। তুমি কোনো ভুল ছিলে না, তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব। হয়তো তুমি থাকো না পাশে, কিন্তু বিশ্বাস করো.. তুমি আছো আমার প্রতিটা দুঃখের, ভালোবাসার, আর স্বপ্নের ভতর। তুমি কি ভাবো, তোমাকে ভোলা এতটাই সহজ? না... তুমি হলে আমার হৃদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম, যেটা কোনো দিন মুছে ফেলা যায় না...

ইতি
ভিলেন ,
তুমাকে_খুব_ভালোবাসি

21/08/2025

Confession no 379
has been removed

Confession no: 378From : some one from Bangladesh To: sei talented meye tiFacebook scroll korte korte tumar chobi ta sam...
19/08/2025

Confession no: 378
From : some one from Bangladesh
To: sei talented meye ti

Facebook scroll korte korte tumar chobi ta samone asche. Chok bes kicu kon lege chilo tumar d**e. Tumi oporub sundor ma sha allah. I do not believe in love at first sight. But i am confident j amie tumake janle tumake valo bese felbo. Cring kisu korte na ceye o hoy to ba kore fellm. Premik na hoi at least prichito na hole sara jibon ar upsos takbe. Hoy to ba r maddhome tumake kuje pabo

Address

Rangpur Division
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur All School And College Crush Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category