02/08/2025
Confession No: 366
Confession From:অপেক্ষায় থাকা একজন
Confession To: Md Omor Faruk Shah
College;Cantonment public school and College Bir Uttam shohid mahabub shananibash,parbatipur,Dinajpur
কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না,,
তোমার সাথে আমার পরিচয় কিছুদিনের, তাও ওইভাবে চেনো না, একটা হেল্প করার জন্য তোমাকে আমি মেসেজ দিছিলাম, কিন্তু তুমি আমাকে দুইদিন পর রিপ্লাই দিচ্ছ, কিন্তু তার আগে তুমি আমাকে চিনতে না, আমি ঠিকই তোমাকে চিনতাম, তুমি কলেজে কি করো না করো সব দেখতাম, মাঝে মাঝে তুমি ক্লাস বাং দিতা, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের সাইন্স ফায়ারে, আমি তোমাকে অনেক কাটা প্রশ্ন করছিলাম, কিন্তু তার মধ্যে তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তোমাকে প্রশ্ন করার পর বাইরে এসে আমি অনেক হাসছিলাম, তারপর থেকে তোমার বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করি, তোমার সাথে মাঝে মাঝেই আমার দেখা হতো কিন্তু তুমি বুঝতা না, আমি কিছুদিন পর জানতে পারি তুমি একটা মেয়ের সঙ্গে কথা বল, আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু প্রকাশ করতে পারিনি, তারপর তোমাকে ফলো করা বন্ধ করে দেই , আবার কিছুদিন পর শুনতে পাই তুমি ওই মেয়েটার সঙ্গে আর কথা বলোনা,তারপর থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু পারিনা ভয় লাগে জদি তুমি কোন কিছু বলো, তারণ্য উৎসবের দিন তোমার ওই মেয়েটার পাশে স্টল ছিল,ওইটা দেখার পর আমার মাথা গরম হয়ে গেছিল, তোমার সাথে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল কিন্তু তুমি আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছ, আবার আমি তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই চার দিন পর ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করছ , আমি অনেক হ্যাপি হয়েছিলাম। অনেক কিছু বলার ছিল কিন্তু লিখে প্রকাশ করা সম্ভব। বাট বলবো বলবো করে কখনোই বলা হয়নি ,, ভালোবাসি তোমায় ,,💝☺️😚
"আমি জানি, আগের কারো জন্য তুমি কষ্ট পেয়েছো। আমি তোমার সেই অতীত ভুলিয়ে দিতে চাই না-শুধু চাই, পাশে থাকতে যেন ভবিষ্যতে কেউ তোমায় কষ্ট না দিতে পারে। আর সেই কষ্ট হয়তো কাউকে বিশ্বাস করাটা কঠিন করে দিয়েছে। আমি বলছি না আমাকে এখনই বিশ্বাস করো... আমি শুধু চাই, ধীরে ধীরে তুমি নিজেই বোঝ, আমি হঠাৎ করে কিছু চাই না, শুধু সময় দাও আমাকে বুঝিয়ে দিতে, আমি কেমন মানুষ।"
"তুমি যেভাবে নিজেকে গুছিয়ে রাখো, তাতেই বোঝা যায় তুমি অনেক কিছু পার করে এসেছো। আমি পাশে থাকলে, আশা করি তোমার কাঁধে কিছুটা ভার কমে যাবে। আমি বলবো না সব ঠিক হয়ে যাবে'-শুধু বলবো, আমি পাশে থাকবো যতক্ষণ তুমি চাও।"
আমি তোমার পাশে দাঁড়াতে চাই, একদম চুপচাপ・・・ কেবল তখনই কথা বলবো, যখন তুমি শুনতে চাও। আমি কিছু দাবি করি না, শুধু চাই-তুমি জানো, আমি তোমার জন্য ভালো কিছু হতে চাই।"
ভালোবেসে ফেলেছি অনেক (ওমর)😣
ইতি
চেনা /অচেনা খুঁজে নিও ☹️