28/04/2025
বিসমিল্লাহির রাহমানির রাহীম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে
*বিশাল শ্রমিক সমাবেশ*
তারিখ: ১মে-২০২৫, বৃহস্পতিবার
সময়: সকাল ৯:০০ টা
স্থান: পুরানা পল্টন মোড়, ঢাকা
*প্রধান অতিথি*
*ডা. শফিকুর রহমান*
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
*বিশেষ অতিথিবৃন্দ*
★ *অধ্যাপক মুজিবুর রহমান,* সাবেক এমপি
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
★ *অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,* সাবেক এমপি
সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
*বক্তব্য রাখবেন*
কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ
*সভাপতি*
*জনাব আ ন ম শামসুল ইসলাম,* সাবেক এমপি
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
*১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ডাক ২০২৫*
• ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে।
• বন্ধকৃত পাটকলসহ সকল বন্ধ কল-কারখানা অবিলম্বে চালু করতে হবে।
• নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
• জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে।
• পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে।
• শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার
নিশ্চিত করতে হবে।
• বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে।
• সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত
করতে হবে।
• অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে।
• সকল ধরণের শিল্প কল-কারখানায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে।