Habib TV

Habib TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habib TV, Video Creator, পাগলাপীর, সদর, রংপুর, Rangpur.

যারা (সেইলোক) যদি আমি তাদেরকে পৃথিবীর মধ্যে ক্ষমতা দেই। তারা নামাজ প্রতিষ্ঠা করে,ও তারা যাকাত দেয়,আর তারা সৎকাজের নির্দেশ দেয়,ও তারা অসৎ কাজের নিষেধ করে। আর সব ব্যাপারে ফায়সালা আল্লাহরই হাতে।সূরা হাজ্ব_৪১ আস-সালামুয়ালাইকুম
"Habib TV" পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে

ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে "Habib TV " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

16/08/2025

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩কুরআন পড়ি জীবন গড়ি🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩📢📢📢📢📢📢📣🔔🔔🔔🔔🔔 সূরা আল-হিজর (সুরা ১৫)-এর 📞📞📞📞📞📞📞📞📞আয়াতের আরবি বাংলা অনুবাদ 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️উপস্থাপন করা হলো:☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️🕊️🕊️🕊️🕊️👉👉👉👉👉👉👉👉👉👳‍♀️👳‍♀️👳‍♀️👳‍♀️👳‍♀️🕊️🕊️🕊️🕊️🕊️
​ আয়াত ৯১-১০০ (আরবি ও বাংলা অনুবাদ)
নিচে সূরা الحجر (অয়াত ৯১–৯৯) এর আল-আরাবি ইবারাত, বাংলা অনুবাদ (Saheeh International অর্থে), ও বিভিন্ন তাফসির (ব্যাখ্যা) সংক্ষেপে উপস্থাপন করা হলো:

---

আয়াত ৯১–৯৯

আরবি (সূরা আল-হিজর, আয়াত ৯১–৯৯):

الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ (৯১)
فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ (৯২)
عَمَّا كَانُوا يَعْمَلُونَ (৯৩)
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ (৯৪)
إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ (৯৫)
الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَسَوْفَ يَعْلَمُونَ (৯৬)
وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ (৯৭)
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ (৯৮)
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ (৯৯)

বাংলা (Saheeh International):

৯১: যারা কোরআনকে টুকরো-টুকরো করেছে;

৯২: হে আপনার প্রভুর নামে, নিশ্চয়ই আমরা তাদের সবাইকে একসঙ্গে প্রশ্ন করব;

৯৩: যে কাজগুলো তারা করত সে সম্পর্কে;

৯৪: অনুরোধকৃত বিষয়ে ঘোষণা কর ও কাফেরদের থেকে মুখ ফিরিয়ে নাও;

৯৫: নিশ্চয়ই আমরা তোমাকে ব্যঙ্গকারীদের বিরুদ্ধে যথেষ্ট করে দিয়েছি;

৯৬: যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য অবলম্বন করে, শীঘ্রই তারা জানবে;

৯৭: আমরাও জানি যে তোমার বুক তাদের কথা শুনে সংকীর্ণ হয়ে যায়;

৯৮: অতএব, তোমার রবের প্রশংসা কর এবং সজ্জদাকারীদের অন্তর্ভুক্ত হও;

৯৯: এবং তোমার রবকে উপাসনা কর যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত সত্য (অর্থাৎ মৃত্যু) আসে।

---

তাফসির (ব্যাখ্যা ও বিশ্লেষণ):

আয়াত ৯১: "যারা কোরআনকে টুকরো-টুকরো করেছে"

বিভিন্ন অংশে কোরআনের গ্রহণ: যারা শাস্ত্রকে নিজেদের স্বার্থ অনুযায়ী গ্রহণ বা প্রত্যাখ্যান করে, সেসবকে এভাবে বিবৃত করা হয়েছে—কিছু অংশ তারা গ্রহণ করে, কিছু অগ্রহণ করে ।

মূলব্যাখ্যা: “তারা ভাগ করেছে, অর্থাৎ কিছু বিশ্বাস করল, কিছু ফলাই করল” ।

আরও ব্যাখ্যা: “অংশ-অংশ করে ভেঙেছে, ব্যক্তিগত স্বার্থে গ্রহণ বা প্রত্যাখ্যান” ।

মৌখিক কটূক্তি

14/08/2025

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩কুরআন পড়ি জীবন গড়ি🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩📢📢📢📢📢📢📣🔔🔔🔔🔔🔔 সূরা আল-হিজর (সুরা ১৫)-এর 📞📞📞📞📞📞📞📞📞আয়াতের আরবি বাংলা অনুবাদ 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️উপস্থাপন করা হলো:☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️🕊️🕊️🕊️🕊️👉👉👉👉👉👉👉👉👉👳‍♀️👳‍♀️👳‍♀️👳‍♀️👳‍♀️🕊️🕊️🕊️🕊️🕊️
​ আয়াত ৭১–৮০ (আরবি ও বাংলা অনুবাদ)

٧١ قَالَ هَـٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَٰعِلِينَ
٧٢ لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
٧٣ فَلَمَّا أَصَابَهُمُ الْأَذَىٰ قُلْنَا اهْلِكُوا۟ أَزْوَٰجَهُم مِّنْهُمْ إِنَّهُۥ كَانَ بِأَمْرِنَا مَسْطُورًا
٧٤ وَمَا تَجِدُ أَحْوَٰجَهُمْ عِندَنَا مِن مَّسْئُولِينَ
٧٥ ۞ وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَٰنٍ مُّبِينٍ
٧٦ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِهِۦ فَاسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا عَالِينَ
٧٧ فَلَمَّا جَٰٓءَهُمْ نَجَّيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ بِرَحْمَتِنَا وَقَتَلْنَآ الْمَتَٰكِينَ
٧٨ وَقَطَّعْنَا مَا كَانَ فِيٓ أَيْدِيهِم مِّنْ زِينَةٍۢ وَسَلَفْنَٰهُمْ فِي ذِرْبٍۢ مُّعَلَّقٍۢ
٧٩ وَكَذَٰلِكَ نَجْزِى الْمُجْرِمِينَ
٨٠ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ الْأُخْرَىٰٓ أَنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ

---

​ বাংলা অনুবাদ (সাহিহ ইন্টারন্যাশনাল ব্যাখ্যাভিত্তিক)

৭১. তিনি বললেন, “ওহে আমার প্রজন্ম! এই হলো আমার কন্যাসন্তান — যদি তুমি বিবাহযোগ্যভাবে (শালীন ভাবেই) কাজ করতে ইচ্ছুক।”
৭২. “দেওয়া হল তোমার জীবনের গুণে, অবশ্যই তারা তাদের মোহে (অধিকারহীন প্রবৃত্তিতে) তর্ক করে, সমগ্র বিভ্রান্তির আবর্তে ভাসছে।”
৭৩. তবে যখন শাস্তির হিংসা এসে আঘাত করলো, তখন আমরা বললাম: “তাদের অংশীদারদের (স্ত্রী ও সঙ্গীদের) ধ্বংস করো, নিশ্চয় তা সকলই আল্লাহর নির্দেশে লিপিবদ্ধ।”
৭৪. “উপলব্ধি করো — তাদের (সহজে পাওয়া বস্তু বা উপহার) কেউই আমাদের কাছে দিশেহারা হবে না।”
৭৫. “আমরা অবশ্যই মোশেকে প্রমাণসম্বলিত নিদর্শন ও সুস্পষ্ট বলিদানে পাঠিয়েছি।”
৭৬. “যাবে ফারাওহ ও তার শীর্ষদের দিকে, তিনি গরীয়হীন ছিল এবং তারা উচ্চমহল্লার লোক।”
৭৭. “এবং যখন তারা এগিয়ে এলো, তখন আমরা করুণা প্রদর্শন করে মোশেকে ও যাঁরা তার সঙ্গে ছিল তাঁদের উদ্ধার করলাম ও ধনাঢ্যগরদের মেরুদণ্ড ভেঙে দিলাম।”
৭৮. “আমাদের শাস্তির আওতায় আমরা তাদের হাতে থাকা সংগীতবস্তু ও অলংকার ভেঙে দিয়েছিলাম এবং নিরুদ্দেশ করেছিলাম

31/07/2025

হাতি+ বাঘ Tiger with elephant

31/07/2025

হাতি আর বাঘের লড়াই
Tiger with elephant #পাগলাপীর #উপজেলা #রংপুর #সদর

23/07/2025
21/07/2025

আসসালামু আলাইকুম,,,, আগামীকাল ২২/৭/২০২৫ রোজ মঙ্গলবার মমিনপুর মোক্তার পাড়ায় শাহ আলম ভাইয়ের কবর যিয়ারত করতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর আগমন। মমিনপুর স্কুল এন্ড কলেজ। সময়ঃ বিকাল ৩.৩০ মিনিট। সকল জনশক্তিকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করা হলো। শায়খ হাবিবুর রহমান ছিদ্দিকী।সভাপতি,, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। রংপুর সদর উপজেলা।

 #আলহামদুলিল্লাহ,,,,,, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে কাকরাইল, শাহবাগ, ফার্মেগেট, পল্টন, কারওয়ান বাজার ও বায়তুল মোকাররম,,,রম...
19/07/2025

#আলহামদুলিল্লাহ,,,,,, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে কাকরাইল, শাহবাগ, ফার্মেগেট, পল্টন, কারওয়ান বাজার ও বায়তুল মোকাররম,,,রমনাপার্ক,, মানিক মিয়া এভিনিউ,,বিভিন্ন রোড লোকে লোকারন্য। পুরো ঢাকা দক্ষিণ মহানগরী জনসমুদ্রে পরিণত হয়েছে।

#দাঁড়িপাল্লা।,,,
#জামায়াতে

#ইসলামী

#রংপুর
#সদর
#উপজেলা
#পাগলাপীর
#শায়খ হাবিবুর রহমান ছিদ্দিকী।

আলহামদুলিল্লাহ,,,,,, আমীরে জামায়াত, ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরেও বসে বসে লাখ লাখ জনতার সামনে কথা বললেন।
19/07/2025

আলহামদুলিল্লাহ,,,,,, আমীরে জামায়াত, ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরেও বসে বসে লাখ লাখ জনতার সামনে কথা বললেন।

আলহামদুলিল্লাহ,,, জাতীয় সমাবেশ, লাখ লাখ লোকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়েছে।
19/07/2025

আলহামদুলিল্লাহ,,, জাতীয় সমাবেশ, লাখ লাখ লোকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়েছে।

নেতা ঘুমাই লন্ডনে কর্মী চিল্লাই পল্টনে।এই স্লোগান জামায়াত ইসলামির ডিকশনারিতে নাই।যে মুফতি আমির হামজার তাফসির শোনার জন্য,...
19/07/2025

নেতা ঘুমাই লন্ডনে কর্মী চিল্লাই পল্টনে।

এই স্লোগান জামায়াত ইসলামির ডিকশনারিতে নাই।
যে মুফতি আমির হামজার তাফসির শোনার জন্য,
মানুষ একদিন আগে এসে ময়দানে ঘুমিয়ে থাকে।
সেই মুফতি আমির হামজা।
একদিন আগে এসে জামায়াত ইসলামির সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ঘুমিয়ে আছে।🇧🇩🤲❤️

একটা হয় কেন জানেন,
জামায়েত ইসলামির রাজনীতির মধ্যে ভোগের কোন সিস্টেম নাই।🤲

লাইক&ফলো👇

18/07/2025

জাতীয় সমাবেশে যোগ দিতে রওনা দিলাম দোয়া করবেন।

Address

পাগলাপীর, সদর, রংপুর
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Habib TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share