10/07/2025
🦷টপিক:
🎯দাঁতের সঠিক ব্রাশ ও পেস্ট বেছে নিন।
👉দাঁতের যত্ন নিচ্ছেন কিন্তু সঠিক ব্রাশ ও পেস্ট কি বেছে নিয়েছেন? বেশিরভাগ দাঁতের সমস্যা শুরুই হয় ভুল ব্রাশ বা পেস্ট থেকে। চলুন জেনে নেই কোনটা আপনার দাঁতের জন্য উপযুক্ত আর কোনটা আপনার দাঁতের ক্ষতি করছে!
👉সঠিক ব্রাশ কিভাবে বেছে নেবেন? 🪥
🔸সফট ব্রিসল - মাড়ির ক্ষতি না করে এনামেল সুরক্ষিত রাখে।
🔸ছোট হেড ও বাঁকা নেক- দাঁতের পেছনে ভালোভাবে পৌঁছায়।
🔸ইলেকট্রিক ব্রাশ- যাদের হাতে শক্তি কম বা ব্রাশ করতে কষ্ট হয়।
🔸প্রতি তিন মাসে একবার ব্রাশ পরিবর্তন করা উচিত।
🔸হার্ডব্রাশ বা বেশি চাপ দিয়ে ব্রাশ করলে এনামেল ক্ষয় হয় ও মাড়ি সরে যায়।
👉সঠিক পেস্ট কিভাবে বেছে নেবেন?
🔸সেনসিটিভ দাঁত- সেনসিটিভ পেস্ট নাইট্রেট বা আরজিনিন যুক্ত।
🔸হলদেটে দাঁত -ফ্লোরাইড+ মাইল্ড হোয়াইটেনিং ।
🔸বাচ্চাদের জন্য - ফ্লোরাইড ফ্রি মাইল্ড পেস্ট।
🔸মাড়ির সমস্যা - অ্যান্টিসেপটিক ও গাম-কেয়ার পেস্ট।
🔸সাধারণ সুস্থ দাঁতের জন্য - ফ্লোরাইট পেস্ট উইথ ক্যাভিটি প্রটেকশন।
🔸অতিরিক্ত ফোম বা শক্ত গন্ধ মানেই ভালো পেস্ট না।
🔸Charcoal,salt বা lemon বেশি ব্যবহারে এনামেল ক্ষতি হতে পারে।
🩺ডক্টর'স টিপ:
প্রতিদিন সঠিক ব্রাশ ও পেস্ট ব্যবহার করলে দাঁতের স্কেলিং, ফিলিং, এমনকি রুট ক্যানেল পর্যন্ত অনেক খরচ ও কষ্ট এড়ানো যায়।
আপনার দাঁত যদি সেনসিটিভ, হলুদ বা দুর্বল হয় - সাধারণ পেস্ট ব্যবহার না করে উপযুক্ত পেস্ট ব্যবহার করুন।
📣সচেতন বার্তা:
যে দাঁত দিয়ে আপনি হাসেন, কথা বলেন ,খাওয়া-দাওয়া করেন - সেই দাঁতের যত্নে সঠিক ব্রাশ ও পেস্ট না হলে, প্রতিদিনের যত্নও হতে পারে ক্ষতির কারণ ।ভুল পন্য নয়, জেনে বুঝে পছন্দ করুন।