Bangladesh: The Era of Gen-Z

Bangladesh: The Era of Gen-Z Please keep support ❤️

04/12/2024

💥এখন থেকে বিসিএস সহ সকল আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা; সিদ্ধান্ত চূড়ান্ত!!
আলহামদুলিল্লাহ।

03/12/2024

অক্সফোর্ড বর্ষসেরা শব্দ-২০২৪ নির্বাচিত হয়েছে 'Brain Rot'
যার অর্থ: মাত্রাতিরিক্ত অনলাইন আসক্তির ফলে হওয়া বুদ্ধিবৃত্তিক অবক্ষয়।

শহীদদের রক্ত বৃথা যায় না বিসিএস ভাইভার নম্বর ১০০ এবং আবেদন ফি ৩৫০ টাকা নির্ধারণ।
02/12/2024

শহীদদের রক্ত বৃথা যায় না
বিসিএস ভাইভার নম্বর ১০০ এবং আবেদন ফি ৩৫০ টাকা নির্ধারণ।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেদনা জাগানো এক সিনেমার নাম ‘রুম নম্বর ২০১১
30/11/2024

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেদনা জাগানো এক সিনেমার নাম ‘রুম নম্বর ২০১১

শ-হী-দ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাস...
27/11/2024

শ-হী-দ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দো-লনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চা-পা দিয়ে হ★ত্যা চে-ষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে এই গাড়িতে উনারা ছিলেন না।

26/11/2024

আমরা মন্দির পাহারা দিলাম …
আর আপনারা মসজিদ ভেঙে দিলেন …
আমাদের ভাইকে হ/ত্যা করলেন …

এই মার্জিয়া হচ্ছে মুনতাহার মামাত বোন আগে একসময় ২৫০ টাকার বিনিময়ে মুনতাহাকে প্রাইভেট পড়াতো এবং বিভিন্ন জায়গায় বেড়াতে ন...
10/11/2024

এই মার্জিয়া হচ্ছে মুনতাহার মামাত বোন আগে একসময় ২৫০ টাকার বিনিময়ে মুনতাহাকে প্রাইভেট পড়াতো এবং বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত, একদিন মার্জিয়া মুনতাহার কিছু কাপড় চু রি করতে গিয়ে ধরা পড়ছিলো মুনতাহার বাবার হাতে এরপর থেকে মুনতাহাকে প্রাইভেট পড়াতে বারণ করা হয় মার্জিয়া কে,

তখন থেকেই মার্জিয়া জেদেরবশত চক আঁকতে থাকে কিভাবে মুনতাহাকে অ*প*হর*ণ করা যায় এবং শেষ পর্যন্ত মে রে ই ফেললো, মুনতাহা গত ৭/৮ দিন থেকে নিখোঁজ এইটা সবাই জানেন, গতকাল রাতে সাংবাদিক ভাই এসে মুনতাহার পরিবার এবং মার্জিয়ার পরিবার সহ অনেককে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে মার্জিয়ার কথাবার্তা ও আচার ব্যবহারে সন্দেহ হয় পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশ এসে মার্জিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, মার্জিয়া এবং মার্জিয়ার মা মিলে কিন্তু আগেই মুনতাহাকে মে রে তাদের ঘরের পিছনে খালে পুতে দেয় পরে রাত ৩ টার দিকে মার্জিয়ার মা ওই খাল থেকে মুনতাহার লা*শ পুকুরে ফেলতে গিয়ে পাশের বাড়ির একজন চাচার কাছে ধরা পড়ে সাথে সাথে চাচা চিৎকার করে লোকজন জড়ো করেন এবং শেষ পর্যন্ত মুনতাহার মৃতদেহ উদ্ধার করা হয়।

আমরা এদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি।
©

08/11/2024

লোক টা মজা করে বলল,
আমার স্ত্রীর দুটি নামাজের ওড়না আছে,
একটা নিজের টাকায় কিনেছে।
আরেকটা আমি কিনে দিয়েছি।

একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম, যেদিন আমাদের দুজনের ঝগড়া হয়, সেদিন আমার কিনে দেয়া ওড়না ব্যবহারে থাকলেও, নামাজ পড়ার সময় সে আমার দেয়া ওড়নাটা খুলে, নিজের ওড়না পরে নামাজ পড়ে। অনেক কৌশল খাঁটিয়ে কারণটা বের করেছি।

স্ত্রীর বক্তব্য অনেকটা এমন।

যে আমার সাথে ঝগড়া করে, তার দেয়া ওড়না পরে নামাজ পড়ে,তাকে কেন সওয়াবের ভাগিদার বানাবো?

~শায়েখ আতিক উল্লাহ হাফি.

07/11/2024

আবারো সিটিসেল ফিরছে ২৫ পয়সা কলরেট নিয়ে
সূত্র: বাংলাভিশন
সেই সাথে পূরনো গ্রাহকরা তাদের আগের নাম্বার ই থাকবে।

মুভি দেখার সময় মেসেঞ্জারের নোটিফিকেশন অফ করে রেখেছিলাম যাতে কোনো ডিস্টার্ব না হয় 🌚ওমা অনলাইন এসে দেখি কোন মেসেজই আসে নাই...
05/11/2024

মুভি দেখার সময় মেসেঞ্জারের নোটিফিকেশন অফ করে রেখেছিলাম যাতে কোনো ডিস্টার্ব না হয় 🌚

ওমা অনলাইন এসে দেখি কোন মেসেজই আসে নাই 🙂

©

ড. জোসেফ মার্ফির লেখা "The Power of Your Subconscious Mind" বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক প...
04/11/2024

ড. জোসেফ মার্ফির লেখা "The Power of Your Subconscious Mind" বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা সম্পর্কে আলোকপাত করে। প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে, অবচেতন মন কতটা প্রভাবশালী এবং এর শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা আমাদের জীবনকে নিজেদের ইচ্ছেমতো রূপ দিতে পারি। লেখক আমাদের ভাবতে শেখান যে, সাফল্য ও ব্যর্থতা আসলে আমাদের চিন্তা ও বিশ্বাসের ফসল।

বইটির মূল বক্তব্য হলো—অবচেতন মন কখনও ঘুমায় না, এটি সর্বদা কাজ করে। আমরা যদি আমাদের চিন্তা ও বিশ্বাসকে ইতিবাচকভাবে পরিচালনা করতে পারি, তাহলে তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। এই বিষয়ে মার্ফি বলেন, "Your subconscious mind never sleeps. It is always on the job."
(তোমার অবচেতন মন কখনও ঘুমায় না। এটি সবসময় কাজ করে।)

মার্ফি আরও ব্যাখ্যা করেন যে, জীবনে সাফল্য পেতে হলে প্রথমেই নিজেকে বিশ্বাস করতে হবে। তিনি বলেন, "Change your thoughts, and you change your destiny."
(তোমার চিন্তা পরিবর্তন করো, তাহলে তোমার ভাগ্যও পরিবর্তিত হবে।)
এই লাইনটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের মনের চিন্তাগুলোই আমাদের ভবিষ্যত তৈরি করে। নেতিবাচক চিন্তা আমাদের বাধা দেয়, আর ইতিবাচক চিন্তা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।

বইটির আরেকটি আকর্ষণীয় লাইন হলো, "The only path by which another person can upset you is through your own thought."
(অন্য কেউ তোমাকে কষ্ট দিতে পারে কেবল তোমার নিজস্ব চিন্তার মাধ্যমেই।)
এটি আমাদের বুঝতে সাহায্য করে যে, বাইরের পরিস্থিতি নয় বরং আমাদের নিজস্ব প্রতিক্রিয়াই আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই উপলব্ধি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনকে সহজতর করে তোলে।

বইটি অত্যন্ত সহজ ভাষায় লেখা, যা পাঠককে ভাবতে শেখায় এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে উদ্বুদ্ধ করে। উদাহরণ হিসেবে, অবচেতন মনের সাহায্যে রোগমুক্তির কথা বলা হয়েছে। মার্ফি বলেন, "You can discover the miracle-working power of your subconscious by plainly stating to your subconscious prior to sleep that you wish a certain specific thing to be accomplished."
(তুমি ঘুমানোর আগে অবচেতন মনের কাছে সুনির্দিষ্টভাবে কিছু বললে, তা কাজ করে যায়।)

সব মিলিয়ে, "The Power of Your Subconscious Mind" এমন একটি বই, যা আমাদের

04/11/2024

বাতিল করা হচ্ছে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম।
৭ দিনেই পাসপোর্ট হাতে পাবে সবাই 😊

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh: The Era of Gen-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share