BRUR Insiders

BRUR Insiders BRUR Insiders এর মাধ্যমে আপনার পছন্দের কনটেন্ট( Photos/Videos/ Memes)সবার কাছে পৌঁছে দিতে চাইলে হোয়াটসঅ্যাপে নোক করুন।
(13)

10/07/2025

আমার ব্যাচের সহ পুরা ১২তম ব্যাচে এমন অনেক বন্ধু বান্ধবী পাইছি যারা রংপুরেরই, বাবার টাকা পয়সার অভাব নেই তারাও CZM খায়,, যাকাতের টাকা কারা নিতে পারবে তারা কি সেটা জানে না?? অবশ্যই জানে, মিথ্যা তথ্য দিয়ে হাতিয়ে নেয়া গরিব বন্ধুদের হকের টাকার জবাব এপারে না দিক, ওপারে দিতে হবে।।

সুরা তাওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযোগী, তারা হলেন:

১. ফকির: যার বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য। ২. মিসকিন: এমন অভাবী, যার রোজগার তার নিজের এবং তার ওপরে নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। ৩. জাকাত সংগ্রহ ও বিতরণকাজে নিয়োজিত কর্মচারী, যাদের আমিলিন বলে। ৪. নব্য মুসলিম যার ইমান পরিণত হওয়ার পথে আছে অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোনো অমুসলিম। ৫. মুক্তিপণ ধার্যকৃত দাস বা রিকাব। ৬. ঋণী ব্যক্তি যিনি জাকাতের অর্থে ঋণ পরিশোধ করতে চান। ৭. আল্লাহর পথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত ব্যক্তি (মুজাহিদ)। ৮. বিপদগ্রস্ত মুসাফির।

যারা নিয়েছিস তারা এই ৮ টি ক্যাটাগরিতে অবশ্যই পড়ে।তা না হলে আবেদনের সাহস পেত না।।।

একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইন্টারভিউয়ের করুণ গল্প (পড়তে ৫ মিনিট সময় লাগবে)

জুন ২০২৫-এর শেষ সপ্তাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কলা অনুষদের ২০২৪-২৫ সেশনের এক ছাত্রীর ইন্টারভিউ নিচ্ছিলাম। কথোপকথনের মধ্য দিয়ে উঠে এলো তার জীবনসংগ্রামের মর্মস্পর্শী চিত্র:

বিশেষ দ্রষ্টব্য – কথায় আঞ্চলিকতা ছিলো ,তাই কিছুটা পরিমার্জিত।

আমি: কেমন আছো?
ছাত্রী: ভালো আছি স্যার।

আমি: তোমার বাসা কোথায়?
ছাত্রী: বেনাপোল, যশোর

আমি: বাবা কী করেন?
ছাত্রী: ভ্যান চালান।

আমি: কী ধরনের ভ্যান? অটো না প্যাডেল ভ্যান?
ছাত্রী: পায়ে চালান স্যার।

আমি: দিনে কত টাকা পান?
ছাত্রী: সবদিন সমান না স্যার। কখনো ১৫০, কখনো ২০০ টাকা।

আমি: কয় ভাইবোন?
ছাত্রী: ৩ ভাইবোন, আমিই বড়।

আমি: কোথায় থাকো?
ছাত্রী: মেসে থাকি স্যার। হলে সিট থার্ড ইয়ারের আগে পাবো না।

আমি: মেসে ভাড়া কত?
ছাত্রী: ৫৫০ টাকা। ২ মাসের টাকা বাকী আছে স্যার।

আমি: কী বলো! রাজশাহীতে মেয়েদের মেসের ভাড়া তো কমপক্ষে ১২০০ থেকে ১৫০০ টাকা, সেটাও টিনের ঘর। তুমি কিভাবে ৫৫০ টাকায় থাকো?
ছাত্রী: স্যার, আমি আসলে মেসের ছাদে একটা টিনের রুমে থাকি, যেখানে পুরানো ভাঙা জিনিস রাখে। তার পাশে একটা চৌকি পেতে থাকি।

আমি: খাওয়া-দাওয়া কোথায় করো? রান্না করো নাকি মেসে খাও?
ছাত্রী: স্যার, নিজে রান্না করি খাই।

আমি: কাল কী রান্না করেছ?
ছাত্রী: আজকে ২ দিন রান্না করিনি স্যার।

আমি: তাহলে আজ কী খেয়েছ? (তখন দুপুর ৩টা)
ছাত্রী: কিছু খাইনি স্যার।

আমি: গতকাল রাতে কী খেয়েছ?
ছাত্রী: কিছু না। গতকাল বিকেলে চা আর বিস্কুট খেয়েছি। রাতে খাইনি।

আমি: গতকাল দুপুরে?
ছাত্রী: কিছু না স্যার।

আমি: গতকাল সকালে?
ছাত্রী: স্যার, আগের দিনে ভাত রান্না করেছিলাম, কিছু ভাত রেখেছিলাম। সকালে দেখি পচে গেছে। ওই ভাতটা একটা ঝাল (কাঁচা মরিচ) দিয়ে খেয়েছি।

আমি: এখন গিয়ে কী খাবে?
ছাত্রী: চা আর বিস্কুট।

আমি: কেন? অসুস্থ হবে না?
ছাত্রী: স্যার, আমি বেশিরভাগ দিনে তাই খাই। আমাদের একটা চায়ের দোকান ছিলো, এইগুলো খেয়েই আমরা দিন পার করতাম। তাই অভ্যাস হয়ে গেছে।

আমি: প্রতিমাসে থাকা খাওয়া ও।পড়াশোনায় তোমার কত টাকা লাগে?
ছাত্রী: ১৫০০ থেকে ১৮০০ টাকা।

আমি: বাবা কত দেয় মাসে?
ছাত্রী: যখন যা লাগে দেয়।

আমি: একসাথে দেয়?
ছাত্রী: না। কখনো ২০০ টাকা, কখনো ১০০ টাকা করে পাঠায়।

আমি: শেষ কবে ভালো করে (পেট ভরে) খেয়েছ?
ছাত্রী: স্যার, পেট ভরে খেলে আমার পেটে ব্যথা হয়, বমি হয়। তাই খাই না। 😢

আমি: তোমার মা-বাবা কেমন আছে?
ছাত্রী: মা-বাবা দুইজনই অনেক অসুস্থ। নিজেরা ডাক্তারের কাছে যায় না, ওষুধ খায় না। ভালো একটা তরকারি-মাছ কিনে না। 😭

আমি: তুমি পড়াশোনা কেন করছ? পড়াশোনা না করে বিয়ে-শাদি করলে বাবার একটু চাপ কমতো।
ছাত্রী: স্যার, আমার বাবার স্বপ্ন যেন আমি ভালো কিছু করি। উনি বলেছেন, রক্ত বিক্রি করে হলেও আমাকে পড়াবেন।😭

এরপর আমি ছাত্রীর বাবাকে কল করি

বাবার সাথে ফোনালাপ:
আমি: সালাম, আপনি কেমন আছেন? আমি আপনার মেয়ের বিশ্ববিদ্যালয় থেকে কথা বলার জন্য ফোন দিয়েছি।
বাবা: জ্বি, আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ রাখছেন ভালো।

আমি: আপনি কোথায় আছেন?
বাবা: আমি রাস্তায়, ভ্যানে, বাড়ি যাচ্ছি।

আমি: আপনি কী করেন?
বাবা: আমি ভ্যান চালাই।

আমি: পায়ের ভ্যান নাকি মোটর ভ্যান?
বাবা: পায়ের ভ্যান। এতো টাকা পামু কই মোটর লাগাইতে? এমনি কিস্তির টাকা শেষ হয় না।

আমি: আপনি কি ভ্যানে মাল টানেন নাকি মানুষ?
বাবা: মানুষ স্যার। কিন্তু এখন আর লোকজন আমার ভ্যানে উঠতে চায় না। রোদে গরম লাগে, বৃষ্টিতে ভিজে যায়।

আমি: আজকে কত টাকা রোজগার হল?
বাবা: ১৩০ টাকা। সেটা দিয়ে গরুর গোস্ত কিনছি। অনেক দিন বাসায় বাচ্চারা গোস্ত নিয়ে যেতে বলে, পারিনি তাই আজকে কিনলাম।

আমি: কতটুকু দিলো ১৩০ টাকার?
বাবা: ১২০ টাকার কিনেছি, ১০ টাকার মসলা। মোট ৪ টুকরা হলো, তার মধ্যে ১টা হাড়। বাসায় সবাই এক টুকরা করে পাবে। সাথে আলু দিয়ে জোল হবে।

আমি আর কান্না চেপে রাখতে না পেরে কল কেটে দিলাম, কিছু না বলেই। সেদিন রাতে আল্লাহর কাছে অভিযোগ নিয়ে অনেক কেঁদেছি।

© Ratan Mia

একটা পাবলিক ইউনিভার্সিটির সেমিস্টার ফি এত বেশি—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।১৬তম ব্যাচের ফি বাড়ানোর সমস্যার এখনও পর্য...
10/07/2025

একটা পাবলিক ইউনিভার্সিটির সেমিস্টার ফি এত বেশি—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
১৬তম ব্যাচের ফি বাড়ানোর সমস্যার এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি—এটা সত্যিই হতাশাজনক!
শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করে এভাবে আর কতদিন চলবে?

পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই তো স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ! তাহলে এই ফি বাড়িয়ে শিক্ষার্থীদের উপর এমন বোঝা চাপানো কেন?
প্রশাসনের উচিত অবিলম্বে এই বিষয়টির গ্রহণযোগ্য সমাধান দেওয়া।

09/07/2025

যেখানে ছাত্রসংসদের কোনো নিশানা নাই, নামধারী সমন্বয়করা প্রশাসন থেকে ফায়দা লুট করছে এবং গোপনে এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে তারা কিভাবে বুঝবে কোনটা লেজুড়বৃত্তিক রাজনীতি আর কোনটা নয়!!

~ Md Ruhul Amin (MKT-12)

09/07/2025

একটা মানুষ কতটা মানসিক সিক হইলে মিলিটারি গ্রেডের অস্ত্র তার নিজ দেশের জনগণের উপর নির্বিচারে ব্যবহার করার জন্য বলে!!

08/07/2025

"নীলে আঁকা স্বপ্ন,
মেঘে ঢাকা কল্পনা,
আর সন্ধ্যার আকাশে হারিয়ে যাওয়া কিছু না বলা কথা।
আকাশ বদলায়, আমিও বদলাই—অভিমানে, আবেগে, নীরবতায়।"🤍

📸𝐏𝐡𝐨𝐭𝐨: হোসনেআরা খুশি
🎥𝐄𝐝𝐢𝐭: Kapil Ahmed Bijoy

08/07/2025

আমারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের রেক দিতে পারবে না.. ✊

~ ১৭তম আবর্তন

রৌদ্রজ্জ্বল, বেরোবি ক্যাম্পাস!♨️☘️📸: হোসনেআরা খুশি
08/07/2025

রৌদ্রজ্জ্বল, বেরোবি ক্যাম্পাস!♨️☘️

📸: হোসনেআরা খুশি

🎓 বেরোবি পরিবারের জন্য গর্বের মুহূর্ত! 🇧🇩➡️🇺🇸টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র-এ পিএইচডি প্রোগ্রামে নতুন এক একাডে...
07/07/2025

🎓 বেরোবি পরিবারের জন্য গর্বের মুহূর্ত! 🇧🇩➡️🇺🇸

টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র-এ পিএইচডি প্রোগ্রামে নতুন এক একাডেমিক যাত্রা শুরু করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী কমরুল হাসান রনি-কে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉

তিনি নেক্সট সল্যুশন ল্যাব-এ অ্যাসোসিয়েট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং ইতোমধ্যেই ৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে নিজেকে প্রমাণ করেছেন।

📚 গবেষণার আগ্রহের ক্ষেত্রসমূহ:
🔹 কম্পিউটার ভিশন
🔹 মেশিন লার্নিং
🔹 বায়োমেট্রিকস
🔹 জেনারেটিভ এআই
🔹 হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন

প্রযুক্তি জগতে গবেষণার মাধ্যমে বিশ্বব্যাপী অবদান রাখার এই যাত্রায় আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। 🌍💻

তথ্যসূত্র:
ফরিদুল ইসলাম
৯ম ব্যাচ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


🎓 শুভ কামনা ও গর্বের অনুভূতি 🎓মোঃ আরাফাত রহমানরসায়ন বিভাগ, ব্যাচ: ৬ষ্ঠবিশ্ববিদ্যালয় ব্যাচ: ৮মবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ...
06/07/2025

🎓 শুভ কামনা ও গর্বের অনুভূতি 🎓

মোঃ আরাফাত রহমান
রসায়ন বিভাগ, ব্যাচ: ৬ষ্ঠ
বিশ্ববিদ্যালয় ব্যাচ: ৮ম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

যুক্তরাষ্ট্রের Georgia Southern University-তে
Applied Physical Science (Material Science and Coating Technology) বিষয়ে
মাস্টার্সের জন্য পূর্ণাঙ্গ ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছে।

তিনি সেখানে Research ও Teaching Assistant হিসেবে যুক্ত থাকবেন।

বেরোবির জন্য এটি গর্বের মুহূর্ত।
আরাফাত ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

তথ্যসূত্র : Md Rashed Mondal ভাই

Varsity Bus❎ Couple Bus✅📸Siam Hossain
06/07/2025

Varsity Bus❎
Couple Bus✅

📸Siam Hossain

BRUR 🤍 📸Rihan✦(MIS- Batch16th)
05/07/2025

BRUR 🤍

📸Rihan✦(MIS- Batch16th)

Address

Park Mor, Shaheed Abu Sayeed Chattar
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRUR Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share