Akhi Akhter

Akhi Akhter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akhi Akhter, Digital creator, Pirgaccha, Rangpur, Rangpur.

স্যার বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক...
05/10/2024

স্যার বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়; বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ? - তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, #না বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়।

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো।


ভার্চুয়াল লাইফে নিজেকে প্রকাশ করার কোন দরকার নেই। যেখানে নেট অফ করলে আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠি...
03/10/2024

ভার্চুয়াল লাইফে নিজেকে প্রকাশ করার কোন দরকার নেই।
যেখানে নেট অফ করলে আপনাকে কেউ চিনবে না।
রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করুন।
যেন মানুষ আপনাকে ডাটা অন করে খুঁজে নেয় 🥰 ❤️🥀

মানুষ তার কর্মে বাচে🎆আলহামদুলিল্লাহ,  জীবনের প্রথম এরকম একটি প্রোগ্রাম করলাম ।  প্রোগ্রামটি এত বেশি চমৎকার ছিলো যে বলে ব...
02/10/2024

মানুষ তার কর্মে বাচে🎆

আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম এরকম একটি প্রোগ্রাম করলাম । প্রোগ্রামটি এত বেশি চমৎকার ছিলো যে বলে বুঝানো অসম্ভব । ধন্যবাদ Dream Touch Community কে যে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের উপহার দেয়ার জন্য ।

#কাজেরপরিবর্তন

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
30/09/2024

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল।

আমরা আমাদের জীবনে অযথা সময় নষ্ট করতেছিঘরে বসে অনলাইনের মাধ্যমে অল্প সময় কাজ করে নিজেই ইনকাম করে সফলতা লাভ করতে পারবেনখুব...
29/09/2024

আমরা আমাদের জীবনে অযথা সময় নষ্ট করতেছি
ঘরে বসে অনলাইনের মাধ্যমে অল্প সময় কাজ করে নিজেই ইনকাম করে সফলতা লাভ করতে পারবেন
খুব সহজেই
প্রতিদিন ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন
৩০ সেপ্টেম্বরের মধ্যে জয়েন হতে পারলে বোনাস পাবেন
যারা কাজ করতে আগ্রহী তারা ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ

ডিজিটাল মার্কেটিং আসলে কি 🤔?ডিজিটাল মার্কেটিং হলো বিপণন কৌশল যেখানে ইন্টারনেট ও অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার...
27/09/2024

ডিজিটাল মার্কেটিং আসলে কি 🤔?

ডিজিটাল মার্কেটিং হলো বিপণন কৌশল যেখানে ইন্টারনেট ও অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, আমরা যে পণ্য বা সেবা বিক্রি করতে চাই, তা ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া হলো ডিজিটাল মার্কেটিং।
এখানে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন :-
ফেসবুক বা গুগলে এ বিজ্ঞাপন দেওয়া, ইমেইলের মাধ্যমে মানুষের কাছে পণ্য বা সেবার তথ্য পাঠানো, ইউটিউবে ভিডিও বানিয়ে প্রচার করা ইত্যাদি।

ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্য কি?
ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো অনলাইনে বেশি মানুষের কাছে পৌঁছানো এবং তাদের আকৃষ্ট করে পণ্য বা সেবা বিক্রি করা।

ডিজিটাল মার্কেটিং এর মূল উপাদান গুলো হলো :
▫️সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)।
▫️সামাজিক মাধ্যম মার্কেটিং (SMM)।
▫️ইমেইল মার্কেটিং।
▫️কনটেন্ট মার্কেটিং।
▫️পে-পার -ক্লিক (PPC) ইত্যাদি


ডিজিটাল মার্কেটিং এর অনেক উপকারিতা রয়েছে, যা ব্যবসা এবং ব্র্যান্ডকে দ্রুত এবং কার্যকর ভাবে বৃদ্ধি করতে সহায়তা করে।ডিজিটাল মার্কেটিং শিখে একজন ব্যক্তি যা যা হতে পারে,
১.ডিজিটাল মার্কেটিং ম্যানেজার।
২. SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) বিশেষজ্ঞ।
৩.ই-কমার্স মার্কেটার।
৪.ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার।
৫.ওয়েব অ্যানালিটিক্স বিশেষজ্ঞ।
৬.PPC(Pay-Per-Click) ইত্যাদি।

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠ...
26/09/2024

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক
একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে।
এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যাবে।
বিষয়টি হলো- লোকটি হাতির পেছনে হাত রাখাতে
হাতিটি বুঝতে পারছে তাকে সাপোর্ট দেয়ার জন্য কেউ আছে। এই ভরসায় হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে সমর্থ হবে। এটাই প্রেরণা। জীবনে প্রত্যেক টা সফল মানুষের পিছনে একটা গল্প থাকে।

আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা ব্যর্থ হয়েছেন, কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিলো না; উঠে দাঁড়ানোর জন্যেও কারো হাত লাগে।

আমরা অন্যকে সহযোগিতা করতে সক্ষম নাও থাকতে পারি;
তবে কারো কঠিন সময়ে তার পাশে থেকে উৎসাহ নিশ্চয়ই দিতে পারি। ভালোবাসা, ইতিবাচক সহযোগিতা এবং ভরসার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হয়, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নেই।


আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণকরে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া।সময় মতো সব হয়...
25/09/2024

আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ

করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া।

সময় মতো সব হয় না..

কিন্তু সময় কে সঠিক কাজে লাগালে সময় কখনো মানুষকে ঠকায় না! আজ যা পাওয়ার কথা ছিলো, তা হয়তো কুড়ি বছর পর পেয়ে যাবে- কুড়ি গুণ বেশি🥰

আমাদের আসেপাশে  দুই ধরনের  মানুষ  পাবেন -১:যারা  বাবার টাকায় নিজেদের  স্বপ্ন  পূরণ  করে। ২:  আবার অন্যজন যারা  নিজেদের  ...
23/09/2024

আমাদের আসেপাশে দুই ধরনের মানুষ পাবেন -

১:যারা বাবার টাকায় নিজেদের স্বপ্ন পূরণ করে।
২: আবার অন্যজন যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে।😅😅😅😅

আপনি যতদিন পর্যন্ত Comfort Zone থেকে বের না হবেন ততদিন পর্যন্ত কোনো Growth হবে না।আমরা Life এ সবসময় Comfort Zone খুঁজি, ...
23/09/2024

আপনি যতদিন পর্যন্ত Comfort Zone থেকে বের না হবেন ততদিন পর্যন্ত কোনো Growth হবে না।

আমরা Life এ সবসময় Comfort Zone খুঁজি, Stability খুঁজি, কিন্তু Unsability Means You Are Growing.

আপনি যদি এখন কোনো কিছু Start করতে চান বা কোনো কিছু Plan করা আছে তাহলে Just Start It!

আপনি কখনো Comfort Zone থেকে না বের হয়ে সেটা করতে পারবেন না ।

আপনি যদি ঐ Plan টা Execute করতে চান Then You have to work for it.

আমাদের কাজ আমাদের হয়ে অন্য কেউ করে দিবে না।

আমার ফ্রিল্যান্সিং  প্ল্যাটফর্মে  কজা করার মূল লক্ষ্য হলো স্বপ্ন পূরণের জন্য স্বাধীনতা ✌️💪১। অর্থনৈতিক স্বাধীনতা ২।সময়ে...
23/09/2024

আমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কজা করার মূল লক্ষ্য হলো স্বপ্ন পূরণের জন্য স্বাধীনতা ✌️💪
১। অর্থনৈতিক স্বাধীনতা
২।সময়ের স্বাধীনতা
৩। সামাজিক মর্যাদা
৪। কাজের স্বাধীনতা
৫। সবশেষে আত্মকর্মসংস্থান
Akhi Akhter

আত্মবিশ্বাস রাখতে হবে নিজের ওপর, দক্ষতা অর্জন করতে হবে যে কোনো কাজের ওপর, নিজেকে পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তনের দ্বা...
22/09/2024

আত্মবিশ্বাস রাখতে হবে নিজের ওপর, দক্ষতা অর্জন করতে হবে যে কোনো কাজের ওপর, নিজেকে পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তনের দ্বারাই সফলতা আসবে ইন শা আল্লাহ 💝

Address

Pirgaccha, Rangpur
Rangpur

Telephone

+8801880493014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share