Md Belal Miah Guk

Md Belal Miah Guk Emailঃbelalmiah1990@gmail,com
★ডান চোখ হতে বাম চোখের দূরত্ব★ ★যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে,★
★★★বিশ্বনবী হযরত মুহাম্মদ★★★

21/09/2025

আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়, এই সুজগে শীত নাকি দারুন মজা পায়।Happy Winter Season..!!

21/09/2025

ঈদ গেল শীত এলো, খুশির জোয়ার ফিরে এলো। শীতের এখন নতুন রূপ, কুয়াশা হলোঅপরূপ। তুমি আমার আপনজন, তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।Happy Winter Season..!!

শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরানকথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে...
21/09/2025

শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরানকথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।Happy Winter Season..!!

21/09/2025
21/09/2025

শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।Happy Winter Season..!!

21/09/2025

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটোদাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমিআছি তোমার পাশে সারাক্ষন…!!Happy Winter Season..!!

21/09/2025

এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে । সাথে রেখো শুধু তারে, ভালোবাসো তুমি যারে । এখুনো শুধু তার কাম, জানি আমি তার নাম । সেই তোমারসম্বল, তার নাম কম্বল । …Happy Winter Season..!!

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিরাজগঞ্জ জোনের কামারখন্দ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক জন...
20/07/2025

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিরাজগঞ্জ জোনের কামারখন্দ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মুরাদ হোসেন অদ্য ১৯ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৪:৩০ মিনিটে চান্দাইকোনা কর্মী সমন্বয় মিটিং শেষে অফিসে ফেরার পথে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও মানবিক কর্মকর্তা হিসেবে আমাদের সবার কাছে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজা আগামীকাল সকাল ১১:০০ টায় তাঁর নিজ বাড়ি কলমপুন্ডুরী, সিংড়া-তে অনুষ্ঠিত হবে।

তাঁর এই অকাল মৃত্যুতে গাক পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
আল্লাহ যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন!

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)
পরিবার

20/07/2025

যারা বুদ্ধিমান শুধু তারাই উত্তর দিবেন, দুটি ছবি দেওয়া আছে, ছবি দুটিতে ৬টি পার্থক্য রয়েছে, বুদ্ধিমানরা উত্তর দিবেন ৬টি পার্থক্য কি কি

Address

Pirgonj Rangpur
Rangpur
5730

Alerts

Be the first to know and let us send you an email when Md Belal Miah Guk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share