Career Club by Taslima Ma'am

Career Club by Taslima Ma'am Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Career Club by Taslima Ma'am, Digital creator, Kurigram, Rangpur.

"কেবল নিজের ইচ্ছেশক্তিই ভাল কিছুর পথ দেখাতে পার, আর ভাল কিছু করতে হলে জ্ঞান অর্জন জরুরী।"

জ্ঞান অর্জনের ছোট্ট একটি প্লাটফর্ম, সকল (৯ম থেকে ২০ গ্রেড) সরকারি/বেসরকারি চাকুরির প্রস্তুতির জন্য।

তাছলিমা রেজওয়ান
প্রভাষক-বাংলা
মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা

12/10/2025

বর্তমান প্রশ্নমান অনুযায়ী পর্যাপ্ত পড়শুনা ছাড়া অন্ধকারে ঢিল মেরে পাশ করার সপ্ন কেউ দেখিয়েন না।
সুযোগ আছে অনেক পরীক্ষা সামনে ❤️

12/10/2025

উত্তরাঞ্চলে জবের চাহিদা বেশি তাই প্রতিযোগীও বেশী।

তারা পড়াশুনাও করে বেশী৷

06/10/2025

১৯ তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন। ৪/৫ মাস হাতে সময় পাবেন তাই দ্রুত পড়াশুনা শুরু করুন।

নিবন্ধন এর পাশাপাশি প্রাইমারী নিয়ে চিন্তা ভাবনা করুন।

আমার পেইজ এ আমি ৮ মাস আগেই ভিডিও করেছিলাম আপনাদের জন্য,

সেখানে বলেছি ১৯ তম সার্কুলার আসবে ২০২৫ সালের শেষের দিকে / ২৬ সালের শুরুর দিকে

আমার পেইজ এ সঠিক তথ্য দেয়ার চেষ্টা করি।

এই পেইজ কোনরকম অর্থ ইনকাম বা পেইজ মনিটাইজেশনের জন্য চালানো হয়না।

এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন সাথে উত্তর জানতে পারবেন।

এখানে ফ্রি লাইভ করে সকল কে ভাইভার প্রিপারেশন এ সাহায্য করা হয় যা অন্য পেইজ এ কোর্স করে মানুষ জানতে পারে।

আপনার সুন্দর কমেন্ট আমাকে আপনাদের জন্য কাজ করতে অনেক উৎসাহিত করে,অনুপ্রাণিত করে তোলে।

আপনাদের বেকারত্ব ঘুছাতে আমার সামান্য প্রচেষ্টা। বাকিটা আল্লাহর রহমত ও আপনাদের ডেডিকেশন।

আমার জন্য সকলে দোয়া করবেন।

ধন্যবাদ
তাছলিমা রেজওয়ান
বাংলা প্রভাষক

04/10/2025

১৯ তম নিবন্ধনধারীরা বই সংগ্রহ শুরু করুন।
জেনারেল ১০০ মার্কস শেষ করে ফেলুন দ্রুত।

04/10/2025

১৯ তম শিক্ষক নিবন্ধন এর জন্য মাদ্রাসা,জেনারেল স্কুল, কলেজ আলাদা করে দিলে ভাল হত।
নিজের পছন্দসই প্রতিষ্ঠান বেছে নেয়া যেত

01/10/2025

২০০ মার্কের নিবন্ধন প্রিলীতে প্রশ্ন ফাঁসজনিত সুযোগ থাকতে পারে, এই কারণে অনেক মেধাবী টিকতে অনেক ভাল মার্কসের প্রয়োজন হবে।

01/10/2025

যারা শুধুমাত্র প্রাইমারি ও নিবন্ধন টার্গেট করবেন তারা এবার এভারেজ একটা প্রস্তুতি নেবেন।
সামান্য প্রস্তুতিতে সময় নষ্ট

01/10/2025

সবাই গুছিয়ে প্রস্তুতি নেয়া শুরু করুন।
একটু কষ্ট করলে বিনা পয়সায়
একটা জব পাবেন ইনশাআল্লাহ

প্রবেশ পত্র ২ টা তুলে, পরীক্ষার কেন্দ্রে একটা প্রবেশ পত্রে রাফ করতে যারা অভ্যস্ত,তারা সাবধান থাকবেন৷ বিশেষ করে ম্যাথ সলু...
29/09/2025

প্রবেশ পত্র ২ টা তুলে, পরীক্ষার কেন্দ্রে একটা প্রবেশ পত্রে রাফ করতে যারা অভ্যস্ত,তারা সাবধান থাকবেন৷

বিশেষ করে ম্যাথ সলুশন করা বা কোন বানান সঠিক কিনা লিখে যাচাই করার চেষ্টা করা থেজে বিরত থাকবেন।

৪৭ বিসিএস এ প্রিলীমিনারি উত্তীর্ণদের জানাই অভিনন্দন।

অল্প সময়ে শর্টকাট আর টেকনিকের মাধ্যমে লিখিত সিলেবাস শেষ করবেন এই প্রত্যাশা করি। দ্রুত আপনার সপ্নের সোনার হরিণ জয় করে নিন।

ধন্যবাদ
তাছলিমা রেজওয়ান
বাংলা প্রভাষক

আজকের ৪৭ তম বিসিএস প্রিলিমিনারীর প্রশ্ন।তারিখ :১৯/০৯/২০২৫
19/09/2025

আজকের ৪৭ তম বিসিএস প্রিলিমিনারীর প্রশ্ন।
তারিখ :১৯/০৯/২০২৫

22/08/2025

আপুরা জয়েন করে মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। এর জন্য প্রয়োজন ডাক্তারের দেয়া প্রত্যয়ন।সেখানে ছুটির শুরু ও শেষের তারিখ লেখা থাকবে।

আমার প্রতিষ্ঠান এ নবাগত শিক্ষকদের স্বাগতম।
21/08/2025

আমার প্রতিষ্ঠান এ নবাগত শিক্ষকদের স্বাগতম।

Address

Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Career Club by Taslima Ma'am posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share