সুন্দর জীবনের জন্য স্কাউটিং

সুন্দর জীবনের জন্য স্কাউটিং বাংলাদেশের ৬৪ জেলার স্কাউটিং সম্পর্কিত সকল তথ্য জানতে"পেইজ এ লাইক দিয়ে সঙ্গেই থাকুন"ধন্যবাদ।

📢 গবেষণার জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ! 📊বাংলাদেশের একদল গবেষক শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নতির ওপর স্কাউটিংয়ের প...
07/11/2024

📢 গবেষণার জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ! 📊
বাংলাদেশের একদল গবেষক শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নতির ওপর স্কাউটিংয়ের প্রভাব নিয়ে গবেষণা করছেন। এই জরিপে অংশগ্রহণ করতে পারবেন:
🏕️ স্কাউট সদস্য
🎓 সাধারণ শিক্ষার্থী
👩‍🏫 শিক্ষক
👨‍👩‍👧 অভিভাবক
🧑‍✈️ স্কাউট লিডাররা
আপনার মূল্যবান ৫ মিনিট সময় ব্যয় করে এই জরিপে অংশগ্রহণের মাধ্যমে আপনি এই গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। আপনার মতামত গবেষকদের জন্য অত্যন্ত মূল্যবান এবং সহায়ক হবে! 🌱💬
👉 জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন: https://forms.gle/QsY92giQgdAv4gpb7
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!

শোক সংবাদ:গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ স্কাউটস এর আওতাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সাবেক রোভার ও...
02/08/2024

শোক সংবাদ:
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ স্কাউটস এর আওতাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সাবেক রোভার ও ইউনিট লিডার মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত ১৮ জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সেবাদানকালে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর এই বীরোচিত শাহাদাতে বাংলাদেশ স্কাউটস গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বীর মুগ্ধের পরিবার ও পরিজনের প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা।

শাহাদাত বরণকারী বীর মুগ্ধের সদাপ্রস্তুত সেবাদানের মনোভাব, স্বতস্ফুর্ততা ও বীরত্ব আমাদের যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে।

জাতীয় সংকটে সেবাদানে সদা তৎপর স্কাউট প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণকারী, স্কাউট আন্দোলনের এই অনন্য নিবেদিত সেবাদানকারী বীরকে— স্কাউট সালাম। ⚜️

অভিনন্দন নব নির্বাচিত বাংলাদেশ স্কাউটসের সভাপতি, সহসভাপতি, প্রধান জাতীয় কমিশনার ও কোষাধ্যক্ষ মহোদয়।
06/07/2024

অভিনন্দন নব নির্বাচিত বাংলাদেশ স্কাউটসের সভাপতি, সহসভাপতি, প্রধান জাতীয় কমিশনার ও কোষাধ্যক্ষ মহোদয়।

28/06/2024

স্কাউটস এর জাতীয় কাউন্সিলে রোভার কিংবা লিডার হিসেবে সারাদেশের সকলের মতামত দেয়ার সুযোগ নেই, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা কিংবা প্রস্তাব তুলে ধরতে পারি।

কমেন্ট করে জানাতে পারেন আপনি কি চান? আপনার প্রস্তাব কি ?

27/06/2024

প্রিয় স্কাউটার, রোভার ও স্কাউট ভাই বোনেরা যারা এই পেইজটি ফলো করেন তারা একটু রেসপন্স করে জানান দিন। আপনাদের জন্য আসছে মজার আয়োজন।

বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে সকলকে ঈদ উল আযহা এর শুভেচ্ছা!ঈদ মোবারক ❣️Happy Eid-Al-Adha to all on behalf of Bangladesh ...
17/06/2024

বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে সকলকে ঈদ উল আযহা এর শুভেচ্ছা!
ঈদ মোবারক ❣️

Happy Eid-Al-Adha to all on behalf of Bangladesh Scouts.
𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 ❣️

বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে সকলকে ঈদ উল আযহা এর শুভেচ্ছা!
ঈদ মোবারক ❣️
Happy Eid-Al-Adha to all on behalf of Bangladesh Scouts.
𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 ❣️

"ঈদ মোবারক"সকলকে ঈদের শুভেচ্ছা জানাই 🎊
15/06/2024

"ঈদ মোবারক"

সকলকে ঈদের শুভেচ্ছা জানাই 🎊

"ঈদ মোবারক"সকলকে পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা 🎊
15/06/2024

"ঈদ মোবারক"

সকলকে পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা 🎊

⚜৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪!⚜️"স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন" প্রতিপাদ্য নিয়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশ স...
08/04/2024

⚜৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪!⚜️

"স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন" প্রতিপাদ্য নিয়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪।

স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২, সোমবার) উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে।

পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।

প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশ মাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।

বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।

সকলকে জানাই বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা!





Bangladesh Scouts 🇧🇩⚜️💝
07/04/2024

Bangladesh Scouts 🇧🇩⚜️💝

🎉 Let's Celebrate Bangladesh Scouts Day 2024! 🎉

Embracing the theme "Smart Scouting, Smart Citizenship," Bangladesh Scouts Day 2024 commemorates the spirit of service and dedication.

Scouting activities commenced in independent Bangladesh in 1972, with the formation of the Bangladesh Boy Scouts Association on April 8-9.

Recognized as the 105th member of the World Scout Organization on June 1, 1974, and later renamed Bangladesh Scouts on June 18, 1978, the organization has been integral to the nation's progress.

From its inception, Bangladesh Scouts has been at the forefront of every national endeavor, serving the country with devotion and pride.

Committed to making Bangladesh beautiful, prosperous, and smart, Bangladesh Scouts continues its relentless efforts.

Wishing everyone a happy Bangladesh Scouts Day!

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দর জীবনের জন্য স্কাউটিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দর জীবনের জন্য স্কাউটিং:

Share

"সুন্দর জীবনের জন্য স্কাউটিং" পেইজ এর যাত্রার শুরুর দিকের গল্প

দিনটি ছিল ১৮ই মে, ২০১৭ সাল। আমি তখন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর ৩য় বর্ষের ৬ষ্ঠ পর্বের ছাত্র। অত্র প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার মেট ছিলাম। বেশ কিছু দিন যাবত লক্ষ করছিলাম, দেশে স্কাউটিং এর এত প্রোগ্রাম হয় কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌছায় না। ইউনিটের সিনিয়ররাই বরাবরের মত সুযোগ পায়। অনুজদের সুযোগ ছিল খুবই কম৷ তখনই মাথায় চিন্তা আসলো এমন একটা মাধ্যম দরকার, যেখানে দেশের সবগুলো খবর একসাথে পাওয়া যাবে। যেখান থেকে জানা যাবে স্কাউটিং এর মৌলিক বিষয় গুলো। হাতে একটা এন্ড্রয়েড ফোন ছিল নামে মাত্র। যার সীমাবদ্ধতা ছিল অনেক বেশি। তখন ইউনিটের ছোট ভাই ওয়াকিল এর ফোনটি ছিল বেশ দারুন এবং আপডেট। তাকে বললাম, "ওয়াকিল, ভাইয়াকে একটা পেইজ খুলে দিবি?" সে কিন্তু তখনই ফেসবুক পেইজ সম্পর্কে দারুন অভিজ্ঞ। তারপর তাকে বললাম, "সুন্দর জীবনের জন্য স্কাউটিং" -এটা হবে পেইজের নাম। প্রথমে বলল, অন্য কোনো নাম হলে ভালো হতো! পরে আবার বলল, এটাই ভালো। শুরু হলো আমাদের যাত্রা। আমি, ওয়াকিল, আর সৌরভ তিন ভাইয়ের এই পেইজ নিয়ে পথচলা শুরু। সৌরভ পেইজের লোগো, কাবার সহ অনেকগুলো ডিজাইন করে পেইজটাকে ফুটিয়ে তুললো। পেইজের লাইক যখন ১০০০ পূর্ণ হলো, তখন আগষ্ট মাসের দিকে আমার ফেইসবুক আইডি থেকে পেইজের লোগো এবং লিংক দিয়ে পোস্ট করলাম, "৬৪ জেলা থেকে আমরা কমপক্ষে ১ জন করে Editor হিসেবে সুযোগ দিতে চাই, যারা নিজেদের জেলার বিভিন্ন স্কাউটিং বিষয়ক কার্যক্রম পেইজ এর মাধ্যমে তুলে ধরবেন"। খুবই বিস্মিত হয়েছিলাম সবার এত ভালো রেসপন্স পেয়ে। সবগুলো আবেদন খাতায় নোট করেছি। সবাইকে আলাদা আলাদা ভাবে কল দিয়ে মোটিভেট ও কাউন্সিলিং করে যুক্ত করেছি। প্রথমেই ৩৮ জেলা পেয়ে গেছিলাম। এরপর পর্যায়ক্রমে এখন ৬৪ জেলা হয়ে গেল। কাজ চলছিল দূর্বার গতিতে। প্রত্যেক Editor ছিল অনেক বেশি আন্তরিক। আমরা একটা পরিবার হয়ে উঠলাম। প্রচুর কল আসতে থাকে, Editor এর জন্য রিকোয়েস্ট আসতে থাকে। যারা আন্তরিকতা দেখিয়েছে, আমরা তাদের স্বাদরে গ্রহন করেছি। এখন পর্যন্ত ৬৪ জেলার প্রায় দেড় শতাধিক Editor নিয়ে, তিন বছর অতিক্রম করে আজ আমাদের চতুর্থ বছরের পথ চলা চলছে। এখন আমাদের বেশ পরিশ্রমী ৭ টি টিম রয়েছে - ডিজাইন মেকিং টিম, ভিডিও মেকিং টিম, পোস্ট এডিট টিম, রি-পোস্টিং টিম, কমেন্ট রিপ্লে টিম, মেসেজ রিপ্লে টিম ও উপস্থাপক টিম। সকল এডিটর এবং সাপোর্টার দের নিকট বিশেষ ভাবে আন্তরিকতা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আপনারা সকলেই এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ। নিবেদক, মোঃ ফিরোজ উদ্দিন, ফাউন্ডার, সুন্দর জীবনের জন্য স্কাউটিং।