Jannatul's Diary

Jannatul's Diary Assalamu Alaikum, Welcome to my personal page.

26/03/2024

আজকে যিকির করেছেন? না করলে আসেন একসাথে করি ❤️

SubhanAllah ×3
Alhamdulillah x3
Allahu akbar ×3
La illaha illAllah ×3
Subhanallahi Wa Bihamdi x3
Subhan Allahil Azeem x3
Allahumma Inni As'aluka Al
Jannah ×3
Allahumma Ajirni Minan
Naar x3
La Hawla Wala Quwwata illa Billa ×3

's diary ❤️‍🩹

20/03/2024

Have Sabr and Tawakkul in His timing. ♥️

One day Allah will grant you so much happiness that you will forget about all of the pain you have endured.

Have sabr, your time to be happy is coming. In’Sha’Allah.

29/02/2024

আগামী চার বছর অর্থাৎ পরবর্তী অধিবর্ষ পর্যন্ত হয়তো আমার জীবনে অনেক পরিবর্তন আসবে, আমার পড়াশোনার গন্ডি শেষ হবে।জীবনে বিস্তর পরিবর্তন আসবে, আমার সব পরিকল্পনা গুলোর কিছুটা হয়তো বাস্তবায়ন হবে।হয়তো একটা সুন্দর চাকরি হবে নয়তো নিজের ইচ্ছে মতো একটা বিজনেস শুরু করবো। নয়তো বন্দী হয়ে যাবো একঘেয়ে সংসারে ।
যদি অগাধ অবসর থাকে একটা লাইব্রেরী দিবো অনেক বই থাকবে, নাহলে এক্টা ছোট্ট বাগান করবো।গাছের সাথে কথা বলতে বলতেই বাকি বছরগুলো চলে যাবে।
তখন নিজেকে বদলে দিবো শখের সব রান্না করে বেলকনিতে রোদে বসে খাবো আর আকাশ দেখবো, পছন্দের সব জিনিস খাওয়ার আনন্দে আরো কয়েকবছর বেঁচে থাকবো....
বেঁচে থাকবো বিস্তর পরিবারে নয়তো একাকীত্বে.. জীবনে অনেক ওঠানামা আসবে, অনেকে পছন্দের তালিকা থেকে দূর হয়ে যাবে, আমিও অনেকের পছন্দের থাকবো না, কিন্তু হতাশ হতে দিবো না নিজেকে। কারণ আমি নিজেকে ভালবাসি। আবার নতুন অনেকেই আমার আপন হবে ।
আর যাই হোক জীবনে কিছু অর্জন তো হবেই।
আর কিছুই অর্জন না হলে মনে জোর রাখব আর নিজেকে বুঝাবো সবার জন্য সব নয়। কিছু অপূর্ণ ইচ্ছে না হয় রয়েই যাবে কিন্তু দিনশেষে মুখে একটা হাসি রাখবো আর বলবো আলহামদুলিল্লাহ।❤️‍🔥❤️‍🩹
২৯.০২.২৪ (লিপ ইয়ার)

🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
18/02/2024

🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

- I'm Muslim, I'm waiting for 11 March (Ramadan). ❤️Not For 14 February (Valentine's Day)
14/02/2024

- I'm Muslim, I'm waiting for 11 March (Ramadan). ❤️
Not For 14 February (Valentine's Day)

যে আপনাকে ঠকালো তার নৈতিকতাই ঠকানো বা প্রতারনা করা।তাই এসব মানুষকে গিয়ে জিজ্ঞাসা করতে হবেনা যে কেনো ঠকাইলো এটা সম্পূর্ণ ...
14/02/2024

যে আপনাকে ঠকালো তার নৈতিকতাই ঠকানো বা প্রতারনা করা।তাই এসব মানুষকে গিয়ে জিজ্ঞাসা করতে হবেনা যে কেনো ঠকাইলো এটা সম্পূর্ণ অর্থহীন। তাই আপনার সৃষ্টিকর্তার নিকট সবকিছু সপে জীবনে ভালো ভাবে বাঁচুন।কষ্ট হবে দুঃখ হবেই,কিন্ত জীবনে বাঁচতে হবে এবং ভালো ভাবেই জীবনটাকে উপভোগ করতে হবে।জীবনে এমন দুই একটা ঝড় আসবেই,এই ঝড়ে যারা যুদ্ধ করে টিকে থাকবে তারাই জীবন উপভোগ করতে পারবে।আর প্রতিশোধ এর চিন্তা মাথা থেকে ঝেরে ফেলে দেন।আপনার সৃষ্টিকর্তা আপনার ভালো চায় বলেই ওইসব মানুষের আসল রুপ আপনার সামনে নিয়ে এসেছে।
দ্যি ইউনিভার্স হেজ এনাদার প্ল্যান সো কিপ ট্রায়িং টু লিভ গুড,এভ্রিথিং উইল বি ফাইন।টাইম হিলস এভ্রিথিং।
এন্ড আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং।
লাইফ ইজ বিউটিফুল।

❤️‍🩹

14/02/2024

গত বছর ভ্যালেন্টাইন ডে টা অফিসে বসে কাটিয়েছিলাম।

এবারের টাও তাই।

কিন্তু কি আকাশ পাতাল পার্থক্য!

ঠিক এক বছর আগের এই দিনটা আমার জীবনের সবচেয়ে কষ্টকর একটা দিন ছিলো। আমি অফিসে বসে কাজ করছিলাম আর দুই চোখ বেয়ে পানি পড়ছিলো অবিরাম। হৃদয়টা মনে হচ্ছিলো কেউ ধারলো একটা ছোড়া দিয়ে ফেঁড়ে ফেলছে!

অথচ একবছর পর আমি আজ শান্ত, সুস্থির ভাবে বসে কাজ করছি। আমার কলিগ, সুপারিয়র স্যার সবার সাথে মাঝে মাঝে অল্প হাসিখুশি গল্পও করছি। আলহামদুলিল্লাহ, ভিতরে কোন কষ্টের অনুভূতি নেই। সব ভোঁতা হয়ে গেছে।

অথচ মাত্র ৩৬৫ দিন আগেই নিজেকে শেষ করে দেওয়ার তীব্র ইচ্ছা হচ্ছিলো। আমি বহু কষ্টে নিজেকে সেদিন সামলিয়েছিলাম। জানিনা এত শক্তি কোত্থেকে পেয়েছিলাম। হয়তো আমার আম্মুর কথা চিন্তা করেই নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম।

আমি জানি, অনেক মানুষ আমার চেয়েও অনেক খারাপ পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন। বেঁচে থাকা অসম্ভব মনে হচ্ছে। দম আটকে আসছে, দুনিয়া ছোট ছোট হতে হতে চেপে মেরে ফেলছে। আমি জানিনা, এক্সাক্টলি কতটা কষ্ট আপনারা সহ্য করছেন, কিন্তু বিশ্বাস করেন, আমি রিলেট করতে পারি।

যাস্ট সময়টা পাস হতে দিন। যাস্ট মনটা অন্যদিকে নিন। যাস্ট যেই মানুষগুলো আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে— হোক পরিবারের সদস্য বা অনেক দূরের কোন বন্ধু— তাদের সাথে সময় কাটান। খুব মজার একটা মুভি দেখুন, ইউটিউবে গিয়ে ফানি ভিডিও দেখুন। সময় এক সময় সব কষ্ট মুছে দিবে, ভোঁতা হয়ে যাবে তীব্র যন্ত্রণাও।

আর যাদের মাথায় সুইসাইডাল থট আসে, তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলি— আপনার কাছে যদি মৃত্যু একটা ডিজায়ারেবল অপশন হয়, তাহলে আপনি তো যা খুশি তাই করতে পারেন। তাই না? মানে সর্বোচ্চ খারাপ কি ঘটতে পারে? মৃত্যুর চেয়ে তো খারাপ কিছু না। আর সেটা তো আপনি চানই। তো মরার আগে নিজেকে হ্যাপি করাতে যা করা লাগে (আইন না ভেঙ্গে/অন্যের ক্ষতি না করে) করুন না। কে কি বললো তা পাত্তা দিবেন কেন? আপনি তো অলরেডি মৃত, কে আপনার কিছু করতে পারবে?

আজকের এই ভ্যালেন্টাইন ডে তে আপনি নতুন করে জন্ম নিন, আজকে নিজের জন্য থেকে বাঁচা শুরু করুন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু ইউ! ❤

লেখা: মো: আসিফ উর রহমান

13/02/2024

: বিয়ে কবে করবে?
: ইনশাআল্লাহ উত্তম সময়ে!
: তো তোমার উত্তম সময়টা কবে আসবে?
:‌ সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানেন!
: মানে বুঝলাম না?
: আমি শুধু এতটুকু জানি যে,রব্বে করিম আমাকে উত্তম সময় উত্তম ভাবে উত্তম জীবনসঙ্গী দান করবেন!আর আলহামদুলিল্লাহ এতটুকু সু‌সংবাদই আমার জন্য যথেষ্ট!

"যে সৎকর্ম করবে সে পুরুষ বা নারী যদি সে বিশ্বাসী হয়, তবে আমি তাকে উত্তম জীবন দান করব!"

(সূরা নাহল: ৯৭) ♥

- আরিফ আজাদ!

তুই কাপ-পিরিচ তুই কাপ-পিরিচের মত থাকবি তুই ক্যান এত সুন্দর হবি?🫠
12/02/2024

তুই কাপ-পিরিচ তুই কাপ-পিরিচের মত থাকবি তুই ক্যান এত সুন্দর হবি?🫠

12/02/2024

খারাপ সময়টাও আল্লাহর দেওয়া নিয়ামত, মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তাই হতাশ না হয়ে ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করি ও সব-সময় শুকরিয়া আদায় করি!
আলহামদুলিল্লাহ...!❤️

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatul's Diary:

Share