14/12/2024
সবচেয়ে ভাল ও প্রাকৃতিকভাবে গুনগতমাণ অক্ষুণ্য রাখার অলিভ তৈল, ভিটামিন ই ও মধু সমৃদ্ধ।সবচেয়ে ভাল ও প্রাকৃতিকভাবে গুনগতমাণ অক্ষুণ্য রাখার অলিভ তৈল, ভিটামিন ই ও মধু সমৃদ্ধ।
HGW
OLIVE SOAP
NET WEIGHT: 100g
ভূমধ্যসাগরীয় এলাকার মধ্যে লেবাননকে অলিভ ওয়েল উৎপাদনের স্বর্গরাজ্য ও মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন গ্রীক সভ্যতার লোকেরা অলিভ অয়েল এর খাদ্য হিসেবে পুষ্টিগুণ ও ত্বক পরিষ্কার ও আর্দ্র করার সর্বোচ্চ গুনাবলী থাকার কারণে গোসল ও ত্বকের যত্নে ব্যবহার করত।How Soap Works
Soap is consisting of a long hydrophobic (oil-loving) "tail" and a hydrophilic (water-loving) "head".
Sebum is the medical term for skin oil.
Sebaceous glands (স্নেহ গ্রন্থি সমূহ) এর মাধ্যমে
natural skin oil-(Sebum) ত্বক এর প্রতিটি
লোমকূপ দিয়ে সুক্ষ ভারসাম্যে প্রবাহের মাধ্যমে কমনীয়তা ও সুস্থতা নিশ্চিত করে। তবে অতিরিক্ত Sebum oil- over growth of skin cells (দলার ন্যায় আঠালো চর্বি জাতীয় পদার্থ) নির্গত হওয়া, সূর্যের অতি বেগুনী রশ্নি UVA-causes wrinkle (বলিরেখা), UVB- causes production of melanin (ত্বকে কালচে বাদামী রং)এক নজরে উপকারিতা সমূহ:
লোপকূপ পরিষ্কার, কালো দাগ (blackheads) ও ব্রণ নিরাময়ে সহায়ক। ত্বকের গভীরে ও উপরে জমে থাকা (free radicals) সরিয়ে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে। সব ধরনের ত্বকের জন্য নিরাপদ, শুষ্ক, স্পর্শকাতর ত্বক এর জন্য বিশেষভাবে নিরাপদ। মুখমন্ডলী, সমস্ত শরীর, দাঁড়ি কামানো ক্রীম, বাচ্চা, গর্ভবতী-বুকের দুধ খাওয়ানো মা, সবার জন্য বিশেষভাবে উপযোগী।বায়ু দূষণ, সুক্ষভাবে মেকআপ পরিষ্কার না করা, অতিরিক্ত তৈলাক্ত ত্বক, সঠিক ত্বক পরিষ্কারের পণ্য ব্যবহার না করার কারণে লোমকূপ সমূহ বন্ধ হয়, ফলসরূপ মুখের ত্বকে লালচে ভাব, ক্ষত, ব্রণ ব্যাকটিরিয়া ইত্যাদি তৈরীর ক্ষেত্র প্রস্তুত হয়। প্রাকৃতিকভাবে লোমকূপ সমূহ খুলে দেওয়ার মাধ্যমে ত্বক উজ্জ্বল, কোমল, আর্দ্র ও সুস্থ রাখার চমৎকার সমাধান HGW এর অলিভ সাবান