প্রবচন

প্রবচন একটি সৃজনশীল মিডিয়া

01/02/2025
স'ন্ত্রা'সী সংগঠন ইস'কন বিভিন্নভাবে আমাদের সা'ম্প্র'দায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে কোন অ...
29/11/2024

স'ন্ত্রা'সী সংগঠন ইস'কন বিভিন্নভাবে আমাদের সা'ম্প্র'দায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে কোন অসাম্প্রদায়িক শক্তিকে আমরা দেখতে চাই না। অনতিবিলম্বে ইস'কনের সব ধরনের কর্মকাণ্ড নি'ষি'দ্ধ করতে হবে। শ'হি'দ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হ'ত্যা'কা'ণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁ'সি কার্যকর করতে হবে৷ অন্যথায় ছাত্র জমিয়ত বাংলাদেশ এদেশের তৌহিদী জনতাকে নিয়ে আবারো রাজপথে নেমে আসবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা গণ'অ'ভ্যু'ত্থান সুরক্ষায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও ইস'কন কতৃক এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হ'ত্যা'র বিচার এবং স'ন্ত্রা'সী সংগঠন ইস'কন নি'ষি'দ্ধের দাবীতে আয়োজিত বি'ক্ষো'ভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈ'রা'চার হাসিনা দেশ থেকে পা'লাতে বাধ্য হয়েছে। পতিত স্বৈ'রা'চার সরকার গণ-অভ্যু'ত্থা'নের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গেলেও প্রতিনিয়ত তার দোসররা দেশের বিরুদ্ধে গভীর ষ'ড়'য'ন্ত্রে লিপ্ত।

নেতৃবৃন্দ বলেন, প্রাচীনকাল থেকেই সা'ম্প্রদা'য়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের নজির স্থাপন করেছে বাংলাদেশ। খেত- খামার, কল-কারখানা, অফিস-আদালত সবখানে কাঁধে কাঁধ মিলিয়ে নানা সম্প্রদায় কাজ করেছে। একে অন্যের দুঃখে-আনন্দে শরিক হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর সংহতি ও ঐক্য জাতীয় ইতিহাসে গৌরবময় ঐতিহ্য ও ইতিহাস হয়ে আছে। আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযু'দ্ধ এবং ২০২৪ সালের তরুণদের গণঅ'ভ্যুত্থান তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রখ্যাত ইসলামি আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষ...
17/11/2024

প্রখ্যাত ইসলামি আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে। জানা গেছে তিনি এখন আশঙ্কামুক্ত, তবে চোখের আঘাতের জন্য উন্নত চিকিৎসা গ্রহণ করছেন।

Address

Rangpur
5402

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবচন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবচন:

Share

Category