Mazbaul Alom

Mazbaul Alom যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা আমার পেজটাকে ফলো করে ভিডিও শেয়ার করতে পারবেন

20/07/2025

পারভেজ ইমনের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেলো পাকিস্তান

20/07/2025
19/07/2025

অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়
আর না থাকলে আপন মানুষও পরিচয় দিতে লজ্জা পায়।

19/07/2025

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়!!
১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।
২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।
৩) অশ্লীল ও খারাপ কথা বলা।
৪) কাউকে গালি দেয়া।
৫) কারও নিন্দা করা।
৬) অপবাদ দেয়া।
৭) চোগলখুরী করা।
৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।
৯) মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।
১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা।
১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।
১২) কারও গীবত করা।
১৩) খারাপ উপনামে ডাকা।
১৪) কাউকে অভিশাপ দেয়া।
১৫) কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।
১৬) মিথ্যা স্বপ্ন বলা।
১৭) অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।
১৮) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া।
১৯) জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।
নিম্নোক্ত হাদিসটি আমাদের সবসময় সামনে রাখা উচিত :
সাহাল ইবনে সায়াদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, 'যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।' (বুখারী : ৬৪৭৪)
মহান আল্লাহ্ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন।
আমিন।

19/07/2025

- সাউন্ড টা শুনলে কার কথা মনে পরে!

হরিপুর সেতুর হাতির  ঝিলে এক ঝলক প্রশান্তি #হরিপুর
18/07/2025

হরিপুর সেতুর হাতির ঝিলে এক ঝলক প্রশান্তি

#হরিপুর

হরিপুর ব্রিজ এর রাস্তার কাজতিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি আগামী ০২ আগস্ট ২০২৫, শনিবার সকাল...
18/07/2025

হরিপুর ব্রিজ এর রাস্তার কাজ
তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি আগামী ০২ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১১:০০ টায় শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

#চিলমারী #হরিপুর

17/07/2025

৬ষ্ঠ শ্রেণিতে ওঠার সঙ্গে সঙ্গেই আপনার সন্তানকে চোখে চোখে রাখুন, তাদের বেশি করে সময় দিন।
পরিস্থিতি ভয়াবহ।

17/07/2025

Tanzid Tamim r batting 💯💯

Six gula puari 💯🔥🔥💥

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mazbaul Alom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share