Nivasha-niva

Nivasha-niva ��

একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না—যতক্ষণ না সে সত্যিই হারিয়ে যায...
05/04/2025

একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না—যতক্ষণ না সে সত্যিই হারিয়ে যায়।

প্রথম ধাপ: কাছে আসার প্রচেষ্টা

শুরুর দিকে সে আপনাকে তার মনের সব কথা বলতে শুরু করবে। তার অনুভূতিগুলো শেয়ার করবে, ছোট ছোট কথায় আপনাকে বুঝতে চাইবে। কখনো হয়তো তার ভালো লাগা, কষ্ট বা দুঃখের কথা আপনাকে জানাবে। সে চাইবে, আপনি তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন, বুঝুন, তাকে সময় দিন।

কিন্তু আপনি হয়তো খুব একটা পাত্তা দেবেন না। ভাববেন, এ তো স্বাভাবিক, মেয়েরা এমনই হয়। আপনি হয়তো ব্যস্ত থাকবেন, অথবা ভাববেন সে সব সময়ই তো আপনাকে বলবে, আজ না শুনলে কি হয়েছে! কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটাই প্রথম ধাপ—যেখানে সে আপনাকে তার জীবনের অংশ বানানোর চেষ্টা করছে।

দ্বিতীয় ধাপ: অভিমান আর আবেগের বিস্ফো**রণ

যখন সে দেখবে আপনি তার কথা, অনুভূতি, ইমোশন বুঝতে চাইছেন না বা তেমন গুরুত্ব দিচ্ছেন না, তখন সে অভিমান করতে শুরু করবে। অল্প কিছুতেই ইমোশনাল হয়ে পড়বে, আপনার কথায় কষ্ট পাবে। সে চাইবে, আপনি তাকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন।

এই সময়ে সে হয়তো ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করবে, আপনার কাছে বেশি সময় চাইবে, হয়তো কিছু না বলেই চুপচাপ বসে থাকবে আপনার মনোযোগের জন্য। আপনি ভাববেন, সে অহেতুক রাগারাগি করছে, আবেগপ্রবণ হয়ে পড়েছে। আপনি হয়তো তাকে আশ্বাস না দিয়েই নিজের মতো থাকবেন।

কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটি দ্বিতীয় ধাপ—যেখানে সে তার আশা-ভরসার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃতীয় ধাপ: ধৈর্যের শেষ সীমা

যখন তার অভিমানেও আপনার মন গলে না, তখন সে আর আগের মতো থাকবে না। এখন সে অল্পতেই বিরক্ত হয়ে যাবে, আপনাদের মধ্যে কথায় কথায় তর্ক হবে, ঝগড়া বাড়তে থাকবে। আপনাকে আর কিছু বোঝাতে চাইবে না, কারণ সে জানে, বোঝানোর কোনো মানেই হয় না।

এখন সে আপনার কথায় আর আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না। হয়তো কোনোদিন আপনি কিছু বলবেন, আর সে চুপচাপ শুনবে—না রাগবে, না হাসবে। তার আগ্রহ কমতে থাকবে, সে আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে না।

এটাই সবচেয়ে ভয়ানক সময়। কারণ এই চুপচাপ থাকা মানে, সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে।

শেষ ধাপ: নিঃশব্দ বিদায়

আপনি ভাববেন, হয়তো সব ঠিক হয়ে গেছে। যেহেতু সে আর অভিযোগ করছে না, রাগ করছে না, তাই সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু না, সে আসলে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।

তারপর একদিন, একদম সাধারণ একটা ব্যাপারে তর্ক হবে। আপনি ভাববেন, এ তো খুব ছোট একটা বিষয়, এ নিয়ে এত বড় প্রতিক্রিয়া কেমন করে! কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটা শেষ ফোঁটা ছিল তার ধৈর্যের কাপে।

সে আর এক মুহূর্তও থাকতে চাইবে না। সে চলে যাবে।

আপনি হতবাক হয়ে খুঁজবেন উত্তর—কেন গেল? কোথায় ভুল হলো? কী করতে পারতেন?

কিন্তু সেই উত্তর আর কোনোদিনও আপনার কাছে আসবে না। কারণ সে অনেক আগেই চলে গিয়েছিল, আপনি শুধু টের পাননি।

04/02/2025

🤐😶

17/10/2024

😑🤐

আমি পুরুষ  কে দেখেছি বার বার ভালোবাসি বলার পরও অন্য  নারীতে আসক্ত হতে। আমি পুরুষ  কে দেখেছি  এক নারীকে অপেক্ষা  করতে বলে...
11/05/2024

আমি পুরুষ কে দেখেছি বার বার ভালোবাসি বলার পরও অন্য নারীতে আসক্ত হতে। আমি পুরুষ কে দেখেছি এক নারীকে অপেক্ষা করতে বলে অন্য নারীকে বিয়ে করতে। আমি পুরুষকে দেখেছি শত বার ভালোবাসি বলার পরও পরিবারের অজুহাত দেখিয়ে মাঝপথে ছেড়ে যেতে!‘🙂

কাউকে ভালোবাসা ভুল না!
তবে কাউকে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করাটা অনেক বড় ভুল!💔😅

- আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি,  খোঁজ নিয়ে দেখেছি , সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব কিছু করেই দেখেছি...
10/05/2024

- আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি , সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব কিছু করেই দেখেছি, আর আমি বার বার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য, নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ংকর!❤️আমি হলাম অবহেলা পাওয়া মানুষ,তাই যে একটু মিষ্টি করে কথা বলে সুন্দর ব্যবহার করে আমার সাথে, তাকে আমি সব কিছু দিয়ে আগলে রাখার চেষ্টা করি আর সেটাই
আমার কষ্টের কারণ হয়ে যায়।😭😭

জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় স...
09/05/2024

জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। আর ফিরে আসলেও সে মানুষটাকে আর পূর্বের মতো ভালোবাসা যায় না। বিশ্বাস করা যায় না। প্রতিবার মনে হয় যদি আবার হারিয়ে যায়।
জীবনে একটা সময়ের পর আপনার আর কারও জন্য কাঁদতে ইচ্ছে করবে না। আপনি তখন সব কিছু সহ্য করে হাসতে শিখে যাবেন। আপনি তখন বুঝে যাবেন চোখের জল দিয়ে কাউকে আটকে রাখা যায় না। কিংবা চোখের জল দিয়ে কাউকে ফিরিয়েও আনা যায় না। চোখের জলের মূল্যটা সবাই দিতে পারে না। তাই আপনি তখন কাউকে পাওয়া- না পাওয়ার কষ্ট ভুলে হাসতে শিখে যাবেন।
জীবনে একটা সময়ের পর আর কারও কাছে বার বার অবহেলিত হয়েও একটুখানি ভালোবাসা চাইতে ইচ্ছে করবে না। আপনি তখন নিজেকে সম্মান দিতে শিখে যাবেন। আপনার তখন মনে হবে ভালোবেসে বার বার কারও কাছে অবহেলিত হওয়ার চেয়ে আত্নসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক বেশি সম্মানের।
সত্যিই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। 'আমি তোমাকে ছাড়া বাঁচব না; ম*রে যাবে' টাইপ এই পাগলামী গুলো একদিন বন্ধ হয়ে যায়। আপনি তখন বুঝে যাবেন- জীবনে কেউ কাউকে ছাড়া ম*রে যায় না। বেঁচে থাকে এবং খুব ভালো ভাবেই বেঁচে থাকে।
লেখক - মেহেদী হাসান শুভ্র
*কপি পোস্ট*

Address

Khulna
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nivasha-niva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share