Rima jannat

Rima jannat Personal Blog. Video aditor. Ranna video.

17/03/2025
একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়ে কে জিজ্ঞাসা করল আমাকে তোমার BF বানাবে? মেয়েটি মজার ছলে বলল BF মানে কি বোঝাতে চ...
22/02/2025

একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়ে কে জিজ্ঞাসা করল আমাকে তোমার BF বানাবে? মেয়েটি মজার ছলে বলল BF মানে কি বোঝাতে চাইছ সেটা তো আগে বলো! তখন ছেলেটি হেসে বলল কেনো Best Friend! এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল ।ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হওয়ার পর ছেলেটি আবার মেয়েটিকে বলল :আমাকে তোমার BF বানাবে? মেয়েটি বলল কেনো আমরা তো BF হয়েই আছি। ছেলেটি এবার বলে ওঠে না না এবার BF মানে Boy friend!

ছেলেটিকে মেয়েটির ভালো লেগে গেছিল তাই সে রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেম হল শেষে পরিনয়ও হয়ে গেল। কিছু মাস পর মেয়েটি ছেলেটি মানে তার স্বামী কে বলল তুমি বাবা হতে চলেছ। এটা শুনে তো ছেলেটি খুব খুশি হল। মেয়েটি মানে তার স্ত্রী কে বলল তাহলে আমি তোমার BF হতে চলেছি। মেয়েটি হেসে জিজ্ঞেস করে এবার এই BF মানে কি বোঝাতে চাইছ? ছেলেটা হেসে বলে কেন Baby's Father!

স্বামী স্ত্রী আর একটা ফুটফুটে বাচ্চা! সুন্দর সাজানো গোছানো সংসার। অন্য সংসার গুলোর মত এখানেও চলত ছোটোখাটো ঝগড়া মান অভিমান নানা খুনসুটি। একদিন স্বামী বলল শোনো :সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ। ভালো সময় যেমন আছে তেমনই খারাপ সময়ও আসবে! আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হলে তবেই আমরা হব BF! স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইল :এটা আবার কোন BF? স্বামী স্ত্রী সন্তান কে জড়িয়ে ধরে বলল Beautiful Family!

সংসারের বয়স তখন বছর দশেক হয়েছে। তখন হঠাৎ করেই একদিন স্বামী বলল :তোমার সব চাওয়া পাওয়া হয়তো সব সময় আমি পূরন করতে পারব না! কিন্তু আমি তোমাকে খুব খুব খুব ভালোবাসি। তুমিও আমাকে ভালোবেসে আমার BF হয়েই থেকো! স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে এবারের এই BF এর মানে কি? স্বামী হেসে উত্তর দেয় :Be Forever! স্ত্রী স্বামীর এইরকম পাগলামো উত্তর শুনে স্বামীকে জড়িয়ে ধরে একটু আদর এঁকে দেয় স্বামীর কপাল ঠোঁট গাল ঘাড় গলা বুকে। সময় গড়িয়ে যায়, সন্তান ও বড়ো হতে থাকে। ধীরে ধীরে স্বামী স্ত্রী বুড়ো হতে থাকে। কবে যে শৈশব কৈশোর যৌবন পার করে বুড়ো হতে চলল কেউ বুঝতেই পারল না।

একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে তার বৃদ্ধা স্ত্রী। স্ত্রীর হাত ধরে স্বামী বলল:মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে, এবার বোধহয় সূর্যাস্তের পালা। আমি জানি না স্বামী হিসেবে তোমার প্রতি আর বাবা হিসেবে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি।

"একসময় ভাবতাম, আকুল হয়ে কাউকে চাইলে বোধহয় পাওয়া যায়। লোকে বলতো, চেষ্টায় নাকি সব হয়। আমিও মনেপ্রাণে বিশ্বাস করতাম, সত্যিক...
21/02/2025

"একসময় ভাবতাম, আকুল হয়ে কাউকে চাইলে বোধহয় পাওয়া যায়। লোকে বলতো, চেষ্টায় নাকি সব হয়। আমিও মনেপ্রাণে বিশ্বাস করতাম, সত্যিকারের চাওয়া-পাওয়ার হিসেব বোধহয় মিলেই যায় একদিন।

তীব্র আকুতি নিয়ে কাউকে চেয়েছিলাম। চেষ্টার কমতি ছিলো না একটুও। তবুও স্রষ্টা আমার প্রার্থনা শোনেন নি। পৃথিবী আমারে শূন্য হাতে ফিরিয়ে দিয়ে শিখিয়েছিলো অনেক কিছু।

আমরা এমন মানুষের কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করি, যে মানুষটার আসলে কিছু দেওয়ার ইচ্ছা নেই। দিনশেষে মানুষটা কষ্ট দেয় না, কষ্ট দেয় একপাক্ষিক অনুভূতিটা!

যে মানুষটা কখনোই আসবে না, তার জন্য ব্যাকুল হয়ে করা অপেক্ষার কোনো শেষ নেই। আর যে অপেক্ষার কোনো শেষ নেই, সেই অপেক্ষা শুরু করাটাই ছিলো ভুল।

ভুল মানুষের জন্য অনিঃশেষ অপেক্ষাটা যত দীর্ঘ হয়, কষ্টের তীব্রতাও ততই বাড়তে থাকে। ভুল দরজায় কড়া নাড়তে নাড়তে একদিন টের পাই, ঐ ঘরটাতে আমাদের মাথা গোজার ঠাঁই নেই, কখনো ছিলোও না।

কোনো একদিন তাই সব ভালোবাসা ভুলে ফিরে আসতে হয়। কিন্তু একবার যার বুকের ভেতর অমন বেপরোয়া ভাঙচুর হয়ে গেলো, সেই হেরে যাওয়া এলোমেলো মানুষটা কি আর আগের মতো থাকে?

নক্ষত্রের মতো মানুষও জ্বলজ্বল করতে থাকে চোখের সামনে। অথচ সে ঝরে গেছে, বিলীন হয়ে গেছে সেই কবে - সে খবর কেউ জানে না!"💔

Self Confidence

একটা মেয়ে একবার আপনাকে ভালোবেসে ফেললে আপনার সব ভুল মেনে নিয়েও থেকে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকবে।আপনি যত অব...
19/02/2025

একটা মেয়ে একবার আপনাকে ভালোবেসে ফেললে আপনার সব ভুল মেনে নিয়েও থেকে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকবে।

আপনি যত অবহেলা করবেন ঠিক তত গুন তাদের ভালবাসার গভীরতা উপলব্ধি করতে পারবেন। মেয়েরা অবহেলা মেনে নিতে পারে না, অবহেলা এড়ানোর বিপরীতে আপনাকে ভালবাসা প্রকাশ করবে।

নিজেকে হিরো ভেবে অবহেলার তীব্রতা আরো বাড়িয়ে দিবেন না,যেটা বিষাক্ত গ্ৰহন করা যায় না। কে জানে হয়তো সত্যিকারের ভালবাসা খুঁজেও পাবেন না। সব ছেলেরা মেয়েদের সত্যিকারের ভালবাসা পায় না। আপনি পেলে যত্ন নিয়েন। ভালবাসা সুন্দর এই প্রবাদ টা যেন আজীবন কাল বেঁচে থাকে।

Rima jannat
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!আফসোস তো সে করবে,যে আপন...
17/02/2025

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!

আফসোস তো সে করবে,যে আপনার কাছ থেকে এত ভালোবাসা,যত্ন,আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে!

ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয়।যাতে মানুষটা অন্তত দেখতে পারে;পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা,বুঝতে পারে কিনা।

আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না,ঠিক তখন চরম আফসোস করবে!নিজেকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলবে।

আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না এটা নিশ্চিত থাকুন।হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে আপনার জন্য।

পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ!যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে,সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না! কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ,তা অনেক মানুষেরই অজানা।

যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন,যত্ন নিতেন,আগলে রাখতেন;তাকে না পাওয়াটাই বেশ ভালো!
নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়,তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না,ভালো থাকতে পারেন না,ভালো থাকার কথাও না!

মনে রাখবেনঃ
যাকে প্রচন্ড ভালোবাসা যায়,তার থেকে–যে প্রচন্ড ভালোবাসে;তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে!

আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন,নিজেকে তীলে তীলে শেষ করে দিচ্ছেন;সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা,যত্ন এবং আদরের কথা মনে করে।
বিশ্বাস করুন,অবশ্যই পাবে!

ভালোবাসা আর সময়;কখনোই কারো কাছে তার দেনা-পাওনা বাকি রাখে না।সময় মতো সুদে-আসলে সব শোধ করে দেয়!

অতঃপর আপনি?
একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নিবেন,গুছিয়ে নিবেন।কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নিবেন!

আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয়,বরং তার জন্য-যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম-বাসনায় আর নয়তো চাহিদায়!

লেখাঃ rima jannat

আমি তোমার নাম কাউকে বলি নি।কাউকে বলি নি তুমি আমার মন কতটা ভেঙেছিলে, কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে।আমি কাউকে জানাই নি, ...
16/02/2025

আমি তোমার নাম কাউকে বলি নি।
কাউকে বলি নি তুমি আমার মন কতটা ভেঙেছিলে, কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে।

আমি কাউকে জানাই নি, তোমার রেখে যাওয়া শূন্যতা আমার বুকের ভিতর কেমন করে একটা দগদগে ক্ষত করে দিয়েছে৷ যা এখনো আগের মতনই আছে। এক ফোঁটাও সারে নি।
তবুও মিথ্যে বলি। কেউ জিজ্ঞেস করলে মুচকি হেসে বলি, “আমি ভালো আছি।”
কিন্তু এই মিথ্যেটা বলার সময় মনে হয় একটা ভারী পাথর বুকের ওপর চেপে বসে আছে। আমি সরাতে চাই কিন্তু উপায় আমার জানা নাই।

আমি কাউকে বলি নি, আমার নির্ঘুম রাতের কথা। কেমন করে আমি অন্ধকারে ভয় পাই, অজানা আতংকে আঁতকে উঠি, চোখ ভিজে যায়, স্মৃতি তাজা হয়ে ওঠে কেমন নিঃশ্বাস কেড়ে নেয়।

আমি কাউকে জানাই নি, তোমার রেখে যাওয়া প্রতিটা কথা, প্রতিটা আশ্বাস কেমন করে আমার ভাঙা হৃদয়ে বারবার ফিরে আসে। কেউ জানে না...
ভেবেছিলাম ভুলে যাবো। কিন্তু ভোলা তো একটা অভ্যাস। যা আমি কোনোদিনই শিখতে পারিনি তোমার মায়া, তোমার মিথ্যা মায়া আমাকে ভালো থাকতে দিচ্ছে না আমি ভালো থাকতে পারছি না আমি ভুলতে চাই তোমাকে🖤🖤🖤

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ...
15/02/2025

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...||🤍

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে,ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না।

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।🙂💔
©

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে.....,ধীরে ধীরে নিজেকে গুটিয়...
15/02/2025

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে.....,
ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন.....,
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়....,
নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয়...... , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না,
কে পাত্তা দিল কে পাত্তা দিল না,
তাতে তার কিছুই যায় আসে না.....।

তারপর একদিন সব সয়ে যায়!
চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাশা, তাচ্ছিল্য সব সয়ে যায়।
নারী ধীরে ধীরে সব মানিয়ে নেয়।
এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতি গুলো মরে যায়, আর মানুষটা পাষাণে পরিণত হয়।
ভালো-খারাপ, দিন-রাত সব একই লাগে।
আবেগের আনাগোনা বন্ধ হয়।
শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর।
সয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয়..!!

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়.....,
চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না...

আমি এমন পুরুষ দেখেছি, যে ভালোবাসার নাম করে এক মেয়েকে বিয়ে করে তার সাথে কিছুদিন সংসার করার পর যখন একটা বাচ্চা হয়, তখন ছেড়...
14/02/2025

আমি এমন পুরুষ দেখেছি, যে ভালোবাসার নাম করে এক মেয়েকে বিয়ে করে তার সাথে কিছুদিন সংসার করার পর যখন একটা বাচ্চা হয়, তখন ছেড়ে চলে যায়, একরাশ যন্ত্রণা ও তীব্র কলঙ্ক মেখে। আমি এমন পুরুষও দেখেছি যে শুধুমাত্র ভালোবাসার খাতিরে সেই ছেড়ে যাওয়া মেয়েটাকেই তার সন্তানসহ, সমাজ এবং পরিবার সবার বিরুদ্ধে গিয়ে আপন করে নেয় তার সমস্ত কলঙ্কে নিজের নাম দিয়ে।

আমি এমন প্রেমিকের গল্প শুনেছি যে তার জন্য ধর্ম, পরিবার সব ছেড়ে আসা প্রেমিকার দেহটাকে নিজের হাতে টুক|রো টুক|রো করেছিল। আর প্রমাণ লুকোতে দিনের পর দিন তা ফেলে এসেছে বনে-জঙ্গলে। এমন প্রেমিক পুরুষের গল্পও আমার অজানা নয়, যে তার ক্যান্সারে আক্রান্ত প্রেমিকার ছায়া হয়ে সবর্দা লেপ্টে ছিল। সময় সংক্ষিপ্ত জেনেও, তার সাথে জুড়ে দিয়েছিল নিজের নামটাকে।

এমন বহু পুরুষকেও আমার চেনা যে দিনের পর দিন প্রেম করে শেষে এসে মেয়েটার গায়ের রঙ চাপা বলে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পরিবারের মত নেই অজুহাত দেখিয়ে বিয়ে করে নিয়েছে অন্যকে। আমার এমন পুরুষের গল্পও শোনা, যে ভালোবেসে একজন এসিডদগ্ধ মেয়েকে বিয়ে করেছিল। যাদের সংসারের সময় এখন হাতে গোনার মতো নয়। বরং ঘরজুড়ে তাদের এসেছে নতুন সদস্য।

এমন পুরুষদের গল্পও অহরহ ঘটে যায় আমাদের শহর বা এলাকায়, যারা নাকি ভালোবাসার নাম করে গ্রামের সহজসরল মেয়েদেরকে শহরে এনে অল্প কিছু টাকার বিনিময়ে পতি|তালয়ে বিক্রি করে দেয়। আবার এমন পুরুষেরও গল্পও ভেসে বেড়ায়, যারা সেই বিক্রি হওয়া মেয়েদের সুন্দর জীবন দেয়ার জন্য, সমাজের তোয়াক্কা না করে তাদের বিয়ে করে।

সমস্যা পুরুষ নিয়ে না কাপুরুষ নিয়ে। পুরুষ'রা প্রতারণা করে না। বরং তারা জানে কী করে দায়িত্ব নিতে হয়, ভালো রাখতে হয়। যারা কাপুরুষ তাদের কাছে তো এসব আশা করা যায় না। তারা জানে শুধু প্রতারণা করতে এবং ব্যবহার করতে। তাদেরকে দিয়ে সকল পুরুষকে বিচার করতে নেই। না তারা পুরুষ, না মানুষ। বরং মানুষের খোলসে লুকায়িত অমানুষ শুধু। রিমা জান্নাত

Address

Rangpur

Telephone

+8801878161591

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rima jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rima jannat:

Share