Civil Engineering and Design Hub

Civil Engineering and Design Hub "Passionate about designing tomorrow’s world through Civil Engineering."

🔥 চাকরি হঠাৎ চলে গেলে কী করবেন? ইঞ্জিনিয়ারদের জন্য ৮টি লাইফ সেভিং টিপস!প্রাইভেট কোম্পানির চাকরি যেকোনো সময় চলে যেতে পার...
22/06/2025

🔥 চাকরি হঠাৎ চলে গেলে কী করবেন? ইঞ্জিনিয়ারদের জন্য ৮টি লাইফ সেভিং টিপস!
প্রাইভেট কোম্পানির চাকরি যেকোনো সময় চলে যেতে পারে — আপনি প্রস্তুত তো?

বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পেশায় চাকরির ঝুঁকি একটু বেশিই। হুট করে চাকরি চলে গেলে কী করবেন? নিচের বিষয়গুলো মাথায় রাখলেই সামাল দেওয়া সহজ হবে ⬇️

🔹 ১. ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন
৩-৫ মাসের ব্যয়ের সমপরিমাণ টাকা আলাদা রাখুন। যাতে হুট করে চাকরি চলে গেলে নতুন কিছু করার সময় পান।

🔹 ২. ডকুমেন্ট এক ফাইলে রাখুন
সার্টিফিকেট, অফার লেটার, এক্সপেরিয়েন্স লেটার — সব কাগজ স্ক্যান করে গুগল ড্রাইভে রাখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ

🔹 ৩. ব্যক্তিগত স্বাস্থ্যবীমা করুন
চাকরি চলে গেলে অফিসের বীমা বন্ধ হয়ে যায়। নিজের বীমা থাকলে পরিবার সুরক্ষিত। যদিও আমাদের দেশে এটা খুবই কম করা হয়।

🔹 ৪. চাকরির বাজারে চোখ-কান খোলা রাখুন
চাকরি থাকলেও LinkedIn, Bdjobs, প্রকৌশল গ্রুপে নিয়মিত চোখ রাখুন। এটার বিকল্প কিছু হতে পারে না। এসব বিষয়ে এবং সকল খবর পেতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাস রুম ফলো করতে পারেন।
Civil Engineering classroom

🔹 ৫. সিভি আপডেট রাখুন
ভালোভাবে গড়া সিভিই আপনার পরিচয়। তাই চাকরিতে থাকা অবস্থায় সবসময় আপডেট রাখতে হবে।

🔹 ৬. পাওনা বুঝে নিন
চাকরি চলে গেলে প্রাপ্য টাকা যেন মিস না হয় — লিখিতভাবে বুঝে নিন। অনেক কোম্পানি আছে আপনাকে গুজামি দিতে চেষ্টা করবে তবে আপনার পাওনা আপনি বুঝিনি কেন এমনকি লিখিত আকারে এসব বিষয়গুলো নিতে চেষ্টা করবেন।

🔹 ৭. স্কিল বাড়ান
ঘরে বসে সময় নষ্ট না করে কমিউনিকেশন, AutoCAD, প্রেজেন্টেশন বা সফট স্কিল শিখে ফেলুন। সম্ভব হয় নতুন নতুন টেকনোলজি শিখতে পারেন।

🔹 ৮. যোগাযোগ তৈরি করুন
যেখানে কাজ করতে চান, তাদের নজরে আসুন। LinkedIn-এ নিজেকে তুলে ধরুন। এই জিনিসটা আগে থেকেই করা উচিত চাকরি যাওয়ার অপেক্ষা করার দরকার নেই।

⚠️ এই পোস্টটা একদিন আপনার জীবন বাঁচাতে পারে। নিজের জন্য হলেও শেয়ার করে রাখুন। আর কাউকে যদি এই টিপসগুলো কাজে লাগে — তাহলে শেয়ার করাটা হবে উপকার।

#চাকরি_প্রস্তুতি
#জবলসটিপস
#ইঞ্জিনিয়ারিংচাকরি
িপস







#চাকরির_পরামর্শ
#ফ্রেশার_ইঞ্জিনিয়ার

16/06/2025

এত জুরে ডাকলাম শুনে না...😩🙃🤣

25/02/2025

💔

02/12/2024

See you not for mind 😎

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।* ১০০০ টি ইটে = ১১১.১১ cft...
21/11/2024

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)

===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 532.5 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
Civil Engineering and Design Hub

02/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

সিভিল ইঞ্জিনিয়ারিং এর এস্টিমেট সংক্রান্ত প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং উত্তর!‎‎১. একটি য়রের মেঝে 6 মিটার × 4 মিটার। নিরন...
12/04/2024

সিভিল ইঞ্জিনিয়ারিং এর এস্টিমেট সংক্রান্ত প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং উত্তর!‎‎
১. একটি য়রের মেঝে 6 মিটার × 4 মিটার। নিরনয় করতে হলে এক স্তর ইটের ফ্লাট সেলিং কাজের জন্য প্রয়োজনীয় ইট বালির পরিমান বের কর।
উত্তরঃ মালামাল নির্ণয়ঃ
কাজের পরিমান = 6 × 4 = 24 বর্গ মিটার।
ইটের পরিমান = 24 × 31 = 744 টি (প্রচলিত ইট)
এবং = 24 × 50 = 1200 টি (মেট্রিক ইট)
চিকন বালি = 24 × 0.15 = 3.60 ঘনমিটার (প্রতি বর্গমিটারে 0.15 ঘনমিটার হিসাবে)

২. 10m^3 R.C.C. কাজে 1:2:4 অনুপাতে 1% MS Rod ব্যবহার করা হইয়াছে। সকল প্রকার নির্মান সামগ্রীস পরিমান বের কর।
উত্তরঃ M.S Rod = 10 × 1.5 = 785 kg
= 7.85 Quintal
Dry volume = 10 × 1.5 = 15m^3
Sum of ratio = 1 + 2 + 4 = 7
So, Cement = 15×1/7 × 30 = 64.28 = 65 bag
Sand = 15×2/7 = 4.28m^3
Khoa = 15×4/7 = 8.57m^3 ×@30৩ = 2572 Nos

৩. যে কোন নির্মাণ প্রকল্পে ব্যয়ের শতকরা হিসাব লিখ।
উত্তরঃ শতকরা হিসাব নিম্নরুপ-
র্মিাণ সামগ্রীর ব্যয় বাবদ 60%
শ্রমিক মজুরি বাবদ 20%
যন্ত্রপাতি, মিকচার মেশিন ইত্যাদি বাবদ 3%
কার্য্ নির্বাহে স্টাফ ও প্রাতিষ্ঠানিক ব্যয় 4.5%
আবাসিক ও সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ 2.5%
ঠিকাদারের মুনাফা 10%
মোট = 100%

৪. Framed Structure Building বলতে কী বুঝায়?
উত্তরঃ সারিবদ্ধ কলাম, পিলার বা স্টেশনকে ফ্লোর এবং ছাদ সমতলে বিম দ্বারা দৃঢ়ভাবে আটকানো কাঠামোরে ফ্রেমড স্ট্রাকচার বলে।

৫. Load Bearing Wall বলতে কী বুঝায়?
উত্তরঃ যে সকল দেওয়াল কাঠামোর ভর বা লোড সরাসরি বহন করে থাকে তাদেরকে লোড বিয়ারিং বলে।

৬. দালানের অংশগুলো কি কি?
উত্তরঃ দালারেন মূলত দুটি অংশ, যেমন-
সাব-স্ট্রাকচার বা ভিত্তি
সুপার স্ট্রাকচার।

৭. দালানের প্রধান প্রধান অংশগুলি কী কী?
উত্তরঃ দালানের প্রধান প্রধান অংশগুলি হলো-
ভি্ত্তি
গাঁথুনীর কাজঃ
দেয়াল
দরজা-জানালা
ছাদ
মেঝে
সিড়ি

৮. Sub-Structure এর উপাংশগুলোর নাম লিখ।
উত্তরঃ Sub-Structure এর উপাংগুলো নিম্নরুপ-
Foundation Base
Foundation pile and pile cap (If Required)
Foundation Footing of Column base
Foundation Plinth and Floor
Foundation Beam (Grade Beam or Tie beam)

9. Super-Structure এর উপাংশগুলোর নাম লিখ।
উত্তরঃ Super-Structure এর উপাংগুলো নিম্নরুপ¬-
Plinth Level (Floor Level) to Window sill Level
Window sill level to Lintel Level
Lintel
Lintel Level to Roof Level
Roof/Floor Beam
Roof Level of Finished Level (Parapet Level)
Stair, porch etc.

১০. সাটারিং বা ফর্ম্ওয়ার্ক্ কী?
উত্তরঃ সাধারনভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকার-আকৃতিতে আনার জন্য কাঠ, প্লাইউড, প্লাস্টিক বা স্টিল দ্বারা যে অ্স্থায়ী কাঠামো নির্মান করা হয় তাকে অর্ম্ওয়ার্ক্ বলে।

সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু পূর্ণনাম নিচে দেওয়া হল• DPC-Damp proof course.• RCC-Reinforced cement concrete.• R.B.W- Reinf...
11/04/2024

সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু পূর্ণনাম নিচে দেওয়া হল

• DPC-Damp proof course.
• RCC-Reinforced cement concrete.
• R.B.W- Reinforced brick work.
• C.I.Sheet-Corrugated Iron sheet.
• C.I.Pipe -Cast iron pipe.
• NCF-Neat cement finishing.
• SWG-Standard wire gauge.
• MB-Measurement book.
• GP-Ground plane.
• VP-Vertical plane.
• HP-Horizontal plane.
• CP-Cement plaster.
• LC-Lime concrete.
• CC-Cement concrete.
• AC-Asbests cement.
• CS-Comparative statement.
• PERT-Programme Evaluation and Review Technique.
• CPM-Critical path method .
• USD-Ultimate strength design.
• W.S.D-Working stress design.
• BNBC-Bangladesh national building code.
• PL-Plinth level.
• GL-Ground level.
• EGL-Existing ground level.
• OGL-Original ground level .
• FGL-Formation ground level.
• HFL-Highest flood level.
• RL- Reduced level.
• A.C.I-American concrete institute.
• A.A.S.H.O- American Association of state highway official.
• A.R.E.A-American Railway engineering association.
• A.S.T.M-American society for testing materials .
• B.S.I-Bangladesh standard institute.
• B.S.T.I-Bangladesh standard testing institute.
• ISI-Indian standard institute.
• W.C-Water closet.
• B.M-Bending moment.
• L.L-Live load.
• D.L-Dead load.
• E.L-Environmental load.
• U.S.C-Ultimate stress of concrete.
• A.S.C-Allowable Stress of concrete.
• F.M-Findness modulas.
• B.M-Bench mark .
• PVC- Poly vinyl choloride .
• UPVC- Unplasticized Poly vinyl choloride.
• PPR - Poly Propylene Random

#সিভিল ইঞ্জিনিয়ার হলে শেয়ার দিয়ে টাইমলাইন রেখে দিন।

পেইজে #ফলো দিয়ে পাশে থাকুন ❤️❤️

Address

Rangpur
5721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering and Design Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category