Thoughts of Limon

Thoughts  of Limon আমি বাংলাদেশের গর্বিত নাগরিক।
I am a proud citizen of Bangladesh.

তরমুজ (Watermelon) হলো একপ্রকার গ্রীষ্মকালীন ফল, যা মূলত মিষ্টি ও রসালো হওয়ার জন্য জনপ্রিয়। এটি কিউকারবিটাসি (Cucurbitac...
20/03/2025

তরমুজ (Watermelon) হলো একপ্রকার গ্রীষ্মকালীন ফল, যা মূলত মিষ্টি ও রসালো হওয়ার জন্য জনপ্রিয়। এটি কিউকারবিটাসি (Cucurbitaceae) পরিবারভুক্ত এবং এর বৈজ্ঞানিক নাম Citrullus lanatus।

তরমুজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

১. পুষ্টিগুণ:

তরমুজে প্রায় ৯২% পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

এতে ভিটামিন A, C, এবং B6 থাকে, যা ত্বক, চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য উপকারী।

পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট (যেমন: লাইকোপিন) সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২. স্বাস্থ্য উপকারিতা:

শরীর ঠান্ডা রাখে: গরমের দিনে তরমুজ খেলে শরীর ঠান্ডা ও সতেজ থাকে।

হজমে সহায়তা করে: এতে থাকা ফাইবার পরিপাকক্রিয়াকে ভালো রাখে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ত্বকের জন্য ভালো: ভিটামিন C ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

৩. চাষাবাদ:

উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় তরমুজের চাষ ভালো হয়।

বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত।

বীজ বপনের ৭০-৯০ দিনের মধ্যে তরমুজ পরিপক্ক হয় এবং তোলার উপযুক্ত হয়।

৪. বাংলাদেশে তরমুজ চাষ:

বাংলাদেশে মূলত উপকূলীয় অঞ্চল (পটুয়াখালী, কক্সবাজার, খুলনা) এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় ব্যাপকভাবে তরমুজ চাষ হয়। মার্চ থেকে জুন মাস পর্যন্ত এটি বেশি পাওয়া যায়।

৫. কীভাবে ভালো তরমুজ চিনবেন?

তরমুজের গায়ে সমান সবুজ রঙ এবং হলুদ দাগ থাকলে বুঝতে হবে এটি পাকা।

টোকা দিলে ফাঁকা ও গভীর শব্দ হলে তরমুজ মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

তরমুজের গায়ে দাগ বা ফাটল থাকলে সেটি কেনা এড়িয়ে চলা ভালো।

#তরমুজ

16/03/2025

01/03/2025

রোজা হলো নিয়তের সঙ্গে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। যুগে যুগে বিভিন্ন নবি-রাসূলদের জামানায় এ রোজা ফরজ ছিল।
উম্মতে মুহাম্মাদির ওপর এরই ধারাবাহিকতায় রোজা ফরজ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সূরা আল বাকারা, আয়াত : ১৮৩)।













আসসালামু আলাইকুম ✨ জুম্মা মোবারক! ✨"যে ব্যক্তি জুমার দিন গুসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, এরপর মসজ...
28/02/2025

আসসালামু আলাইকুম

✨ জুম্মা মোবারক! ✨

"যে ব্যক্তি জুমার দিন গুসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, এরপর মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে ও নামাজ আদায় করে—তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।" (সহিহ বুখারি, ৮৮৩; মুসলিম, ৮৫৭)

আল্লাহ যেন আমাদের সবাইকে জুমার দিনের বরকত ও রহমত দান করেন। আমিন!

স্বাগতম "Thoughts of Limon"-এ!আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই!এই পেজটি তৈরি করেছি মূলত চিন্তা, ভাবনা ও জ্ঞান বিনিম...
23/02/2025

স্বাগতম "Thoughts of Limon"-এ!

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই!

এই পেজটি তৈরি করেছি মূলত চিন্তা, ভাবনা ও জ্ঞান বিনিময়ের একটি মুক্ত মঞ্চ হিসেবে। এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো—সামাজিক প্রসঙ্গ, জীবনধারা, মনোবিজ্ঞান, ব্যক্তিগত উন্নয়ন, এবং আরও অনেক কিছু।

আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনার চিন্তা ও অভিমত কমেন্টে শেয়ার করুন, চলুন একসঙ্গে শিখি, ভাবি এবং এগিয়ে যাই!

আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ!

#চিন্তা_ভাবনা #আলোচনা #শেখারযাত্রা

পাতা ঝরে পড়ার দৃশ্য আমাদের বিষন্ন করলেও তা যেন এক প্রকৃতির মায়াময় রুপ।🍃🍂🍁
23/02/2025

পাতা ঝরে পড়ার দৃশ্য আমাদের বিষন্ন করলেও তা যেন এক প্রকৃতির মায়াময় রুপ।🍃🍂🍁

সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাসে সব মুসলিমদের সিয়াম (রোজা)রাখা ফরজ।কিন্তু প্রতি বছর ...
22/02/2025

সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাসে সব মুসলিমদের সিয়াম (রোজা)রাখা ফরজ।কিন্তু প্রতি বছর রমজান মাস আসে আর যায়,আমরা কি যানি এই রমজান মাস আমরা কিভাবে পেলাম?এই মাসের গুরুত্ব কত?এই মাসের শিক্ষা কি?

খুব শীগ্রই আসছে আমার ভিডিও।চোখ রাখুন Thoughts of Limon এ।

এভার গিভেন (Ever Given) জাহাজ সম্পর্কে কিছু তথ্য:এভার গিভেন (Ever Given) একটি বিশাল কনটেইনারবাহী জাহাজ, যা ২০২১ সালের মা...
20/02/2025

এভার গিভেন (Ever Given) জাহাজ সম্পর্কে কিছু তথ্য:

এভার গিভেন (Ever Given) একটি বিশাল কনটেইনারবাহী জাহাজ, যা ২০২১ সালের মার্চ মাসে সুয়েজ খালে আটকে গিয়ে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তবে অনেক সময় এটিকে ভুলবশত "Ever Green" বলা হয়, যদিও এটি আসলে এর মালিকানা সংস্থা Evergreen Marine Corporation-এর নাম থেকে এসেছে।

এভার গিভেন জাহাজের বিবরণ:

ধরন: কনটেইনারবাহী জাহাজ

মালিক: Shoei Kisen Kaisha (জাপানি কোম্পানি)

পরিচালনায়: Evergreen Marine Corporation

লম্বা: ৪০০ মিটার (১৩১২ ফুট)

প্রস্থ: ৫৯ মিটার (১৯৪ ফুট)

ধারণক্ষমতা: প্রায় ২০,০০০ কনটেইনার

সুয়েজ খাল দুর্ঘটনা (২০২১):

২০২১ সালের ২৩ মার্চ, এভার গিভেন সুয়েজ খালে আটকে যায়, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় সমস্যা তৈরি করে। কারণ সুয়েজ খাল হলো ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুততম সামুদ্রিক পথ। জাহাজটি ছয় দিন পর মুক্ত করা হয়, তবে এই সময়ে হাজারেরও বেশি জাহাজ আটকে পড়ে এবং বিশ্ব অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

রয়েল এনফিল্ড (Royal Enfield) হল একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড, যা ক্লাসিক ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিনের...
15/02/2025

রয়েল এনফিল্ড (Royal Enfield) হল একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড, যা ক্লাসিক ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই ব্র্যান্ডের উৎপত্তি যুক্তরাজ্যে, তবে বর্তমানে এটি ভারতের আইশার মোটরস (Eicher Motors) এর মালিকানায় রয়েছে। রয়েল এনফিল্ডের মোটরসাইকেলগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো তাদের শক্তিশালী ইঞ্জিন, ক্লাসিক ডিজাইন ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।

রয়েল এনফিল্ডের জনপ্রিয় মডেলসমূহ

১. Classic 350 – ক্লাসিক ডিজাইন ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা।
২. Bullet 350 – দীর্ঘতম সময় ধরে উৎপাদিত এবং অন্যতম জনপ্রিয় মডেল।
3. Meteor 350 – ক্রুজার স্টাইলের স্মুথ রাইডিং মোটরসাইকেল।
4. Hunter 350 – শহরের রাস্তায় চালানোর জন্য হালকা ও দ্রুতগতির মডেল।
5. Interceptor 650 – রেট্রো স্টাইলের শক্তিশালী টুইন-সিলিন্ডার বাইক।
6. Continental GT 650 – ক্যাফে রেসার ডিজাইনের স্পোর্টি মোটরসাইকেল।
7. Himalayan 450 – অ্যাডভেঞ্চার ট্যুরিং ও অফ-রোডের জন্য আদর্শ।

কেন রয়েল এনফিল্ড এত জনপ্রিয়?

ক্লাসিক ও রেট্রো ডিজাইন – পুরনো দিনের মোটরসাইকেলের লুক বজায় রেখেছে।

শক্তিশালী ইঞ্জিন – দীর্ঘস্থায়ী ও উচ্চ টর্ক ক্ষমতা সম্পন্ন।

সুবিধাজনক মডিফিকেশন – সহজেই কাস্টমাইজ করা যায়।

ট্যুরিং ও অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ – লং রাইডের জন্য অন্যতম সেরা ব্র্যান্ড।

সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় এটাতে কারো কোনো সন্দেহ নাই।আর যে মামলাটা হইছে সেটার তদন্ত হলে বোঝা যাবে...
27/08/2024

সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় এটাতে কারো কোনো সন্দেহ নাই।আর যে মামলাটা হইছে সেটার তদন্ত হলে বোঝা যাবে যে সে আসলেই আপরাধী কি না।আর আসোলে ঐ সব বিষয় নিয়ে কিছু বলতে চাইছি না।কিন্তু আমি এক জন ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে বলতে চাই সাকিব ও মাশরাফির মতো খেলোয়াড় যারা বাংলাদেশের লিজেন্ড তারা কেনো আর কিসের লোভে রাজনীতিতে আসলো।তারা তো শুধু একটি দল বা গুষ্টির খেলোয়াড় ছিলো না।তারা বাংলাদেশের প্রতিটি মানুষের খেলোয়াড় ছিলো।কেনো তারা দলকেন্দ্রিক হয়ে গেলো।হ্যা তাদের হয়তো মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিলো। রাজনীতি ছাড়া কি সেই কাজ করা যেতো না।আসঃসুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান তারাওতো মানুষের জন্য কাজ করতেছে। সবথেকে বড় কথা তারা কেনো বুঝলো না যে সাকিব মাশরাফির মতো মানুষদেরকে দিয়ে স্বৈরাচারী হাসিনা তার ইমেজ ক্লিন রাখতে চাইছে।

আমাদের একজন উপদেষ্টার একটা ভিডিও দেখলাম সে নদীর পানিবণ্টন এর বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক আইনের সম্পর্কে বলছিলে...
26/08/2024

আমাদের একজন উপদেষ্টার একটা ভিডিও দেখলাম সে নদীর পানিবণ্টন এর বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক আইনের সম্পর্কে বলছিলেন। আমার কাছে মনেহইছে বর্তমান সময় সম্পর্কে ওনার কোনো অনুভুতিই নাই।কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কথা বলতেছে কেনো বলতেছে সেটাই জানে না।তর্কের খাতিরে যদি মেনেও নেই যে ডম্বুর বাধ অতিরিক্ত পানির চাপে খুলে গেছে। কিন্তু তারপরও তারা এই বন্যা পরিস্থিতির দায় এরাতে পারে না।অতিরিক্ত পানির কারনে বাধ খুলে যেতে পারে এমন কোনো সর্তকীকরণ বার্তা তারা আমাদের কে দেয়নি।

আর সবথেকে বড় কথা ভারত আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আমাদের নদীগুলোর উপর বাধ নির্মান করে বছরের পর বছর পানি না দিয়ে নদীগুলোকে মরা নদীতে পরিনত করেছে।আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষের জান ও মালের যে ক্ষতি তারা করতেছে এগুলো নিয়ে তার কোনো কথা নাই। মাননীয় উপদেষ্টার হয়তো জানা নাই ভারতীয় সরকারের কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই।যদি থাকতো তাহলে দের দশক ধরে ক্ষমতায় থাকা হাসিনার ফ্যাসিস্ট সরকারকে তারা সমর্থন দিতো না।১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত তারা শুধু তাদের ঘৃণসার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে।

উপদেষ্টা ম্যাডামের উদ্দেশ্যে দুটি ঘটনা মনে করিয়ে দিতে চাই।

প্রথমটি,রবীন্দ্রনাথ দাস একজন ভারতীয় জেলে।সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে।এক সময় তার নৌকা পানিতে ডুবে যায়।টানা পাঁচ দিন পানিতে ভাসতে ভাসতে প্রায় ৬০০ কি.মি. পার করে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছায়।তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন একজন ভাসমান মানুষ দেখে জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তাকে উদ্ধার করে।

২য়টি, ফেলানী খাতুন নামে এক জন কিশরী। তার বাবা নয়া দিল্লিতে গৃহকর্মীর কাজ করতেন।ফেলানী তার বাবার সাথে সেখানেই থাকতো।০৭ জানুয়ারি ২০১১ সালে বিয়ে ঠিক হওয়ায় সে বাবার সাথে দেশে আসতেছিলো। কাঁটাতার পারহতে গিয়ে বিএসএফ এর সদস্যরা তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল।

রবীন্দ্রনাথকে জাহাজে তোলার দৃশ্যটিতে আমরা দেখেছি একজন মানুষকে জীবিত উদ্ধার করে নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে।

আর, তারা ফেলানীকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখে।

এই ঘটনা দুটি বলার কারন একটাই ভারতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ।

এই প্রসঙ্গে “পিনাকী ভট্টাচার্য” দাদার একটা কথা আমার ভালো লাগছে “আপনি রবীন্দ্র সঙ্গীত গাইয়া, আলোচনা, ভালোচনা কইর‍্যা ভারতের সাথে পানি সমস্যার সমাধান করতে পারবেন না। এইটার একমাত্র সমাধান এমন ন্যারেটিভ তৈরি করা যেন ইন্ডিয়া সেই ন্যারেটিভরে ডরায়।”

​ ​
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

Address

01
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Limon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share