App Developer Md Faruk Hossen

App Developer Md Faruk Hossen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from App Developer Md Faruk Hossen, Digital creator, Rangpur.

08/07/2025

Home Work 247.2
Audio app





Alhamdulillah
23/12/2024

Alhamdulillah

31/10/2024
11/10/2024

হ্যালো বন্ধনবাসী,
শুভ সকাল!
কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ!!

শুরুতেই আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধন সংগঠনে যুক্ত হওয়ার জন্য।একটু একটু করে বেড়ে উঠছে আমাদের সংগঠন "বন্ধন"। আপনাদের সাপোর্ট, সমর্থন এ দুইয়ের সমন্বয়ে আমাদের এ অর্জন। আপনারা সংগঠনের সাথে আছেন এজন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও থাকবেন আশা করি।আর এভাবেই আমাদের এ বেড়ে ওঠা চলমান থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। বার্ষিক সম্মেলন পর্যন্ত যেসকল কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে।

আমরা আমাদের বন্ধন সংগঠন এ-র পরিকল্পনা বাস্তবায়ন করব ২টি পর্যায়ে,

প্রথমটি হচ্ছে শিক্ষামূলক (এটি মূলত বিদ্যালয় কেন্দ্রীক) এবং
দ্বিতীয়টি হচ্ছে সেবামূলক (গ্রাম ভিত্তিক)।

🌿🌿🌿শিক্ষামূলক(বিদ্যালয় কেন্দ্রীক)

১.আগামী কয়েক মাসের মধ্যে আমাদের স্থানীয় কলেজগুলো এবং সকল উচ্চ বিদ্যালয় সমূহে ধারাবাহিক ভাবে শিক্ষামূলক সেমিনারের আয়োজন ও বন্ধন সংগঠন কর্তৃক প্রতিটি বিদ্যালয়ে বন্ধন ক্লাব গঠন করা হবে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে। যেটি হবে ১জন শিক্ষক এবং ১০ জন শিক্ষার্থী বিশিষ্ট। এটির নাম হবে বন্ধন বিদ্যালয় উন্নয়ন ক্লাব।

২.জানুয়ারী ২০২৫ এ-র ১ম সপ্তাহ নাগাদ বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়ের মেধাক্রম অনুযায়ী ১ম,২য় এবং ৩য় স্থান অধিকার করা শিক্ষার্থীদের হাতে পড়াশোনায় আরও উদ্বুদ্ধ করতে সামান্য কিছু পুরস্কার তুলে দিবে বন্ধন সংগঠন বন্ধন ক্লাবের মাধ্যমে।

৩.যেসকল উচ্চ বিদ্যালয়ের চারপাশে দেয়াল বেষ্টিত রয়েছে, একটি সুবিধাজনক সময়ে সেগুলোতে বন্ধন বিদ্যালয় ক্লাব এ-র মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবে বন্ধন সংগঠন।

৪.বন্ধন সংগঠন কর্তৃক আয়োজিত বন্ধন ক্লাবের মাধ্যমে যেকোনো ১টি অথবা ২টি বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করবে।*(এটি নির্দিষ্ট নয়)

৫.বন্ধন সংগঠন ভুক্ত বন্ধন বিদ্যালয় ক্লাব যেসকল কলেজ এবং উচ্চ বিদ্যালয়ে থাকবে সেখানে আন্ত-বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে বন্ধন সংগঠন। *(এটি নির্দিষ্ট নয়)

🌿🌿🌿সেবামূলক(গ্রাম ভিত্তিক)

১.আগামী সম্মেলন হওয়ার আগেই আমাদের আশেপাশের গ্রামগুলোর বন্ধন সংগঠন এ-র গ্রাম উন্নয়ন কমিটি অনুমোদন দেওয়ার চেষ্টা করবে।

২.একটি সুবিধাজনক সময়ে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের কে সঙ্গে নিয়ে সকল গ্রামের লোকজনকে নিয়েই একটি অরাজনৈতিক, সামাজিক এবং এলাকার উন্নয়ন মূলক একটি সেমিনারের আয়োজন করবে বন্ধন সংগঠন। *(এটি নির্দিষ্ট নয়)

৩.আসছে আগামী কনকনে শীতের সময়ে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বন্ধন সংগঠন গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে। বিতরণ করা হতে পারে চাঁদর কিংবা কম্বল। *(এটি নির্দিষ্ট নয়)

৪.আসছে পবিত্র রমাদানে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করবে বন্ধন সংগঠন।

৫.পবিত্র রমাদানে শুধু মাত্র বন্ধন আইডি ভুক্ত বন্ধন সংগঠন এ-র সদস্যদের নিয়ে একটি ইফতার ও দোয়ার আয়োজন করবে বন্ধন সংগঠন। *(এটি নির্দিষ্ট নয়)

আমাদের কর্মপরিকল্পনা আপনাদের মধ্যে শেয়ার করা হলো। এখানে কিছু সংযোজন কিংবা বিয়োজন করার মত হলে অবশ্যই আপনাদের মতামত সতঃস্ফূর্ত ভাবে তুলে ধরবেন।

উপরিউক্ত কর্মপরিকল্পনা টি আপনাদের একটিভিটিস এবং আমাদের অর্থের উপর নির্ভর করে বাস্তববায়ন করবে বন্ধন সংগঠন। বন্ধন সংগঠন এ-র আগামী বার্ষিক সেমিনার এ-র সম্ভাব্য তারিখ পবিত্র ঈদ-উল ফিতরের ৩য় দিন নির্ধারণ করা হতে পারে,তবে আগেই ঘোষণা করা হবে।

বিঃদ্রঃ *চিহ্নিত এটি নির্দিষ্ট নয় লেখার কারণ হচ্ছে ঐ কাজটি বন্ধন সংগঠন করতেও পারে আবার নাও করতে পারে। যেহুতু আমরা সবেমাত্র শুরু করেছি এবং আমাদের ফান্ড কম সেহুতু সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে । মূলত এটা নির্ভর করছে আমাদের ফান্ডের উপর।
তারপরও আমরা সবাই মিলে কর্মপরিকল্পনা করব,রাখব। আর যতটুকু পারি তা বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ।

পরিকল্পনা প্রণয়নে বন্ধন সংগঠন এ-র প্রতিষ্ঠাতা ও সম্মানিত উপদেষ্টা মন্ডলীয় এবং সকল সদস্যগণ।

সবার সুস্বাস্থ্য কামনায় এবং ধন্যবাদান্তে-

খাদিজা শরাফী হাসি
ডিরেক্টর এ্যান্ড কো-ফাউন্ডার,বন্ধন সংগঠন।

Converting a website into an Android app can offer several benefits:1. **Enhanced User Experience**: Mobile apps often p...
19/08/2024

Converting a website into an Android app can offer several benefits:

1. **Enhanced User Experience**: Mobile apps often provide a more tailored and optimized user experience compared to websites, with smoother interactions and faster performance.

2. **Push Notifications**: Apps can send push notifications to engage users, promote updates, or offer personalized messages directly to their devices.

3. **Device Integration**: Apps can leverage device features such as GPS, camera, and sensors, providing a richer experience and enabling functionalities that are not possible through a web browser.

4. **Improved Performance**: Apps can perform better than mobile websites in terms of speed and responsiveness, as they are optimized for the device's hardware and operating system.

5. **Increased Visibility and Engagement**: Having an app listed on the Google Play Store can enhance visibility and potentially attract more users compared to relying solely on web traffic.

6. **Monetization Opportunities**: Apps provide additional monetization options, such as in-app purchases, subscriptions, or advertisements, which might be more effective than those available on a website.

7. **Better Branding**: An app can serve as a strong branding tool, offering a dedicated space on users' devices with an icon and personalized experience.

These benefits can contribute to a more engaging and effective interaction with your audience.



08/06/2024

অভিনন্দন বাংলাদেশ ❤️

24/05/2024

❤️❤️আলহামদুলিল্লাহ ❤️❤️

নিউ প্রজেক্ট ডিজিটাল তসবি।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when App Developer Md Faruk Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share