Kamol roy

Kamol roy হরে কৃষ্ণ
আমার পেজে আপনাকে স্বাগত
(1)

ধর্ষণের মামলা করার পর ধর্ষক ধর্ষিতার ভিডিও পোস্ট করে ধর্ষিতাকে আরো বেশি কলঙ্কিত করল। কিন্তু সবাই দেখছি এই ভিডিও পোস্ট কর...
29/06/2025

ধর্ষণের মামলা করার পর ধর্ষক ধর্ষিতার ভিডিও পোস্ট করে ধর্ষিতাকে আরো বেশি কলঙ্কিত করল। কিন্তু সবাই দেখছি এই ভিডিও পোস্ট করেই প্রতিবাদ করছে।,তাহলে আপনি প্রতিবাদ করছেন নাকি ধর্ষকের উদ্দেশ্য সফল করছেন?
মানুষ যত লাইক, শেয়ার,কমেন্ট করছে কিন্তু ধর্ষিতার তত কলঙ্ক বাড়ছে। কিন্তু প্রকৃত প্রতিবাদ হবে ধর্ষকের ছবি ভাইরাল করা। কৃপা পূর্বক ধর্ষিতার ভিডিও যারা পোস্ট কছেন ডিলিট করুন। ধর্ষকের ছবি ছড়িয়ে দিন।

ধর্ষণের একটাই বিচার,, ফাসি,,,,?✊✊

09/06/2025

বন্ধু যখন হকারি ব্যাবসার জন্য রিয়ার্স্যাল করে
nayeem বন্ধু

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে কক্সবাজার থেকে ঢাকা  যাচ্ছে।  পথের  মধ্যে  ড্রাইভার এবং হেলপারের চায়ের  নেশা  ধরলো। তাই ...
04/06/2025

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের চায়ের নেশা ধরলো। তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার দোকানে চা খেতে নামলো।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।

হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটি খালি ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।

কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।

কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।
হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ

হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে সিগারেট টানছে!
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?

হেলপারঃ-- দেখেন না আপনি?
এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?

এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!
নইলে ওরা দৌড় দিল কেন!

বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!

হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন!
সত্যি করে বলেন মন খুলে কত দিন পর হাসলেন? পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।
অনিত্য এই সংসার।একমাত্র নিত্য ভগবানের দিব্য নাম - হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে রাম।

30/05/2025

কে কতটা ভগবানকে ভালোবাসে,,,!!

With Shajib Biswas – I just got recognised as one of their top fans! 🎉
29/05/2025

With Shajib Biswas – I just got recognised as one of their top fans! 🎉

25/05/2025

কিসের এতো অহংকার,,!!

সারজেল এখন নতুন মোরকে,,দুই নম্বর সারলে চেনার উপায়,,বিস্তারিত ফটোতে দেখুন,,,
15/02/2025

সারজেল এখন নতুন মোরকে,,দুই নম্বর সারলে চেনার উপায়,,
বিস্তারিত ফটোতে দেখুন,,
,

এনাদের দ্রুত সুস্থতা কামনা করছি😁😆
17/01/2025

এনাদের দ্রুত সুস্থতা কামনা করছি😁😆

Address

Lalmonirhat
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamol roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share