Rakib's Thought

Rakib's Thought তুমি বরং সুখী হও, একটাই তো জীবন!!
আমার কেটে যাবে এদিক ওদিক করে!!

তোমার জায়গা তোমারই থাকবে!!
তাতে তুমি আমার হও বা না হও!!

07/07/2025

মনে পড়ে যায় কত ফেলে আসা দিন
আরেকটা দিন চলে যাবে....

06/07/2025

বুড়া সবাই থাকো সুখে,,
আগুন জ্বলুক যুবকদের বুকে.......

06/07/2025

Mere Mehebuba


06/07/2025

Our Girl Ritu Porna Chakma. Our own GULBAHAR ❤️🫶

আমার হবু বউয়ের বড় বোন 🙆‍♂️🤗

মুস্তাফিজুরের বোলিংয়ের প্রশংসায় জানিথ লিয়ানাগে
06/07/2025

মুস্তাফিজুরের বোলিংয়ের প্রশংসায় জানিথ লিয়ানাগে

06/07/2025

"I know the Turkmenistani girls are upset," said the male fan, "If any of the Turkmenistani girls needs a shoulder to cry on, know that I'll always be here for you. I'm 6'2", 6'9" if you count the dick and believe in women's rights btw."

নিশুতি রাতে ফেসবুকে এক সুন্দরী মহিলাকে মেসেঞ্জারে শিবুদা লিখল, hi frand haba?পুরুষদের ক্রমাগত মেসেঞ্জারে হাই তোলায় অত্যন...
06/07/2025

নিশুতি রাতে ফেসবুকে এক সুন্দরী মহিলাকে মেসেঞ্জারে শিবুদা লিখল, hi frand haba?
পুরুষদের ক্রমাগত মেসেঞ্জারে হাই তোলায় অত্যন্ত বিরক্ত সেই মহিলা শিবুদাকে বাংলায় প্রশ্ন করলেন, আপনি বিবাহিত?
শিবুদাও বাংলায় উত্তর দিল, হ্যাঁ।
স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন?
শিবুদা সরল মনে বলল, খুবই ভাল।
তাহলে বউকে বাদ দিয়ে অন্য মহিলাদের ফ্রেন্ড হওয়ার সাধ কেন?
শিবুদা এমন কথায় বেজায় অপমানিত হল। সে বলল, ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
বলুন।
আপনার সবচেয়ে প্রিয় রঙ কী?
মহিলা উত্তর দিলেন, লাল।
আপনি শাড়ি পরেন?
হ্যাঁ কেন পরব না?
আপনার কি সবকটা শাড়ির রংই লাল?
তা কেন হবে? লাল ছাড়াও হলুদ, নীল, সবুজ আরও নানা রঙের আছে।
কিন্তু আপনার তো প্রিয় রঙ লাল।
তাতে কী? তাই বলে কি অন্য রঙ পরব না!
শিবুদা বলল, আমিও সেই কারণেই hi লিখেছিলাম। খামোখা আপনি রেগে গেলেন।
মহিলা ইম্প্রেসড হয়ে লিখলেন, কাল ইভিনিঙে কী করছেন? একসঙ্গে কফি খাবেন?

04/07/2025

গ্রামের প্রকৃতি

03/07/2025

প্রাপ্তি কি ভালোবাসার একমাত্র পরিণতি??
ভালবাসলেই কি তাকে সব সময় পাওয়া যায়??

03/07/2025

ভালবাসতে তো কোনো বাধা নেই। যে কেউ যে কাউকে ভালবাসতে পারে। পৃথিবীতে ভালোবাসা ঠেকানোর কোন অস্ত্র কিংবা যন্ত্র কি আছে??

03/07/2025

পু'রু'ষ স'স্তা নয়, পু'রু'ষ দা'য়ি'ত্ব'শী'ল —

সমাজের প্রতিটি স্তরে একজন পুরুষ নিজের দায়িত্বকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলে। সে তার কষ্ট গোপন রাখে, হাসিমুখে বোঝা টানে।
সে যখন পরিবার গড়ার স্বপ্ন দেখে, তখন কেবল ভালোবাসা নয়, নিরাপত্তাও দেয়ার প্রতিশ্রুতি দেয়।
তাকে দেখে সবার শক্তি আসে, কিন্তু তার কান্না কেউ দেখে না।
সে সস্তা নয়— কারণ সে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটায়।
সে দায়িত্বশীল— কারণ সে ‘আমি আছি’ বলে দাঁড়িয়ে থাকে সবার পাশে।

"পু'রু'ষ স'স্তা নয়, পু'রু'ষ দা'য়ি'ত্ব'শী'ল। অথচ মেয়েরা সারাক্ষণ এই পুরুষের দোষ খুঁজে বেড়ায়..."

একজন পুরুষ দিনের শেষে শুধু প্রশংসা চায় না—সে চায় একটু বোঝাপড়া, একটু সম্মান।
সে কাঁদে না মানেই এই নয় যে তার কষ্ট নেই,
সে অভিযোগ করে না মানেই এই নয় যে তার মন ভাঙে না।
সে নিজের জীবনকে ভাগ করে নেয়—সংসার গড়তে, মানুষকে আগলে রাখতে।
তবুও, ছোট একটা ভুল করলেই—তার সবটুকু চেষ্টাকে ভুলে যাওয়া হয়।
তার ভালো থাকা, ভালোবাসা, কষ্ট, চেষ্টা সবই যেন অদৃশ্য হয়ে যায়।

একজন দায়িত্বশীল পুরুষকে শুধু তার ভুল দিয়ে বিচার করাটা কি আদৌ ন্যায্য?

✍️রাকু

03/07/2025

জুলাই নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib's Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share