Mominul islam024

Mominul islam024 আমার আইডল ♥️ আমার অনুপ্রেরণা,,,
বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,,🤙🤙🤙🤙
(3)

12/10/2025

দৃশ্য _২
মারামারি প্রথম আলোর চর,,

12/10/2025

প্রথম আলো নৌকা বাইচ প্রতিযোগিতা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ゚

“বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে ছেলেটা শুধু পথই শেখে না, শেখে জীবন জয়ের শক্তি আর নিরাপত্তার আসল মানে।” 🌿👨‍👦✨
12/10/2025

“বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে ছেলেটা শুধু পথই শেখে না, শেখে জীবন জয়ের শক্তি আর নিরাপত্তার আসল মানে।” 🌿👨‍👦✨

"পড়ন্ত বিকেল যেন হৃদয়ের এক নিঃশব্দ কবিতা — রঙে রঙে মিশে থাকা ভালোলাগা।"
11/10/2025

"পড়ন্ত বিকেল যেন হৃদয়ের এক নিঃশব্দ কবিতা — রঙে রঙে মিশে থাকা ভালোলাগা।"

—"বাবা, আকাশে আমার মা কেন নেই?"প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে বাবার মুখটা কেমন যেন থমকে গেল। চোখের কোণায় জল জমে উঠল, কিন্তু ...
11/10/2025

—"বাবা, আকাশে আমার মা কেন নেই?"

প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে বাবার মুখটা কেমন যেন থমকে গেল। চোখের কোণায় জল জমে উঠল, কিন্তু সে মুচকি হেসে বলল—

—"মা আকাশে নেই রে বাবা, মা তোর হৃদয়ে আছে।"

রাফি আবার অবাক হয়ে জিজ্ঞেস করল—

—"হৃদয়ে থাকে কেমন করে? সেখানে তো রক্ত থাকে, মানুষ তো থাকে না!"

বাবা এবার রাফিকে কোলে তুলে নিয়ে বলল—

—"যে মানুষকে আমরা খুব ভালোবাসি, যে আমাদের ছায়ার মতো আগলে রাখে, সে সবসময় আমাদের মনের ভেতরে একটা জায়গায় থাকে। ঠিক যেমন তুই আমাকে ভালোবাসিস, আমি তো তোর হৃদয়ে থাকি, তাই না?"

রাফি কিছুক্ষণ চুপ করে থেকে বলল—

—"তাহলে মা-ও আমার ভেতরেই আছে, তাই না? আমি যখন চোখ বন্ধ করি, দেখি মা হাসছে..."

বাবা তখন চোখ মুছে বলল—

—"হ্যাঁ বাবা, তোর চোখের মাঝেই তো মা হাসে। তুই ভালো থাকলেই, মা খুশি হয়।"

রাফি মাথা নাড়ল। তারপর বাবার গলা জড়িয়ে ধরে বলল—

—"বাবা, তুমি আর মা আমার পাশে থাকলেই আমি কখনো ভয় পাবো না।"

সেদিনের সন্ধ্যায়, আকাশে একটা ছোট তারা জ্বলছিল। বাবা জানত, সেই তারাটিই রাফির মা। আর রাফি জানত—তার মা ঠিক তার পাশে, তার বাবার মাঝেই আছেন।

11/10/2025

ব্রহ্মপুত্র নদীর ধারে কাশবনের রাজ্য ゚

"নববিবাহিত জীবন মানে দুটি হৃদয়ের মিলনে এক নতুন পথচলা, যেখানে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলে চিরন্তন এ...
11/10/2025

"নববিবাহিত জীবন মানে দুটি হৃদয়ের মিলনে এক নতুন পথচলা, যেখানে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলে চিরন্তন এক বন্ধন।"

বাস্তব কিনা? একটু সময় হলে পড়া যাবেন গল্পটা একদিন ক্লান্ত-হতাশ হয়ে বাড়ি ফিরলেন একজন বাবা। অফিসে প্রচুর চাপ, রাস্তায় ...
10/10/2025

বাস্তব কিনা?
একটু সময় হলে পড়া যাবেন গল্পটা
একদিন ক্লান্ত-হতাশ হয়ে বাড়ি ফিরলেন একজন বাবা। অফিসে প্রচুর চাপ, রাস্তায় যানজট—মাথা গরম।

বাড়িতে ঢুকতেই ছোট্ট ছেলেটা দৌড়ে এসে জড়িয়ে ধরল। মুখভরা হাসি, চোখে খুশির ঝিলিক।

বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
— "তুমি এত খুশি কেন রে?"

ছেলে বলল,
— "কারণ তুমি বাড়ি এসেছো, বাবা! তোমার মুখ দেখলেই আমার মন ভালো হয়ে যায়!"

বাবার চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, জীবন যতই কঠিন হোক, সন্তানের একফোঁটা হাসি পৃথিবীর সব ক্লান্তি ভুলিয়ে দিতে পারে।

নীতিকথা:
জীবনের আসল সুখ টাকা-পয়সা বা সাফল্যে নয়, বরং প্রিয়জনের নিঃস্বার্থ ভালোবাসা ও হাসির মাঝেই লুকিয়ে থাকে।

পড়ন্ত বিকেলে, গাছতলায় বসে বাবা ও ছেলে কথা বলছে...ছেলে: বাবা, সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু আকাশটা যেন আরো সুন্দর হয়ে উঠছে...
10/10/2025

পড়ন্ত বিকেলে, গাছতলায় বসে বাবা ও ছেলে কথা বলছে...

ছেলে: বাবা, সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু আকাশটা যেন আরো সুন্দর হয়ে উঠছে। কেন এমন হয়?

বাবা (হালকা হেসে): জীবনের অনেক কিছুই ঠিক এই পড়ন্ত বিকেলের মতো, বাবা। শেষের সময়গুলো অনেক সময় সবচেয়ে শান্ত, সবচেয়ে রঙিন হয়ে ওঠে।

ছেলে: কিন্তু শেষ মানে তো বিদায়, তাই না?

বাবা: হ্যাঁ, বিদায় ঠিকই... কিন্তু প্রতিটা বিদায়ের মাঝেও এক রকমের সৌন্দর্য থাকে। সূর্য ডোবে বলেই তো আমরা নতুন সূর্যোদয়ের অপেক্ষা করি।

ছেলে (চুপচাপ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে): তুমি কি কখনো ভয় পাও, বাবা? এই পড়ন্ত সময়গুলোকে?

বাবা: না রে... ভয় না। বরং কৃতজ্ঞতা আসে। অনেক পথ হেঁটেছি, অনেক গল্প জমেছে... এখন শুধু চাই, তুই যেন তোর নিজের পথটা খুঁজে নিতে পারিস।

ছেলে: তোমার মতো হতে চাই, বাবা।

বাবা (হাসিমুখে): না বাবা, আমার মতো না... তোর নিজের মতো হ। আমি তো শুধু একটা পড়ন্ত বিকেল, তুই হবি এক নতুন সকাল।

10/10/2025

হারিয়ে ফেলা সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা,,

“সন্তান শুধু রক্তের বন্ধন নয়, সে হৃদয়ের আশ্রয়— তার হাসিতেই লুকিয়ে থাকে বাবা-মায়ের জীবনের সব আনন্দ।
10/10/2025

“সন্তান শুধু রক্তের বন্ধন নয়, সে হৃদয়ের আশ্রয়— তার হাসিতেই লুকিয়ে থাকে বাবা-মায়ের জীবনের সব আনন্দ।

"দুটি হৃদয়ের মিলনেই শুরু হয় একটি নতুন জীবন…ভালোবাসা, সম্মান আর বিশ্বাসেই গড়ে উঠে একটি সুখী দাম্পত্য।শুভ বিবাহ — নতুন ...
09/10/2025

"দুটি হৃদয়ের মিলনেই শুরু হয় একটি নতুন জীবন…
ভালোবাসা, সম্মান আর বিশ্বাসেই গড়ে উঠে একটি সুখী দাম্পত্য।
শুভ বিবাহ — নতুন জীবনের প্রতিটি দিন হোক ভালোবাসায় পরিপূর্ণ!"

Address

Jatrapur Bajar, Kurigram Sodor , Kurigram
Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Mominul islam024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share