বিএনপি নিউজ

বিএনপি নিউজ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়া আমার আদর্শ ।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য কবর খুঁড়তে হয়েছিলো ২ টা। একটা না। ফাঁসির ৪ ঘন্টা আগেও সালাহউদ্দিন কাদের চৌধুরী জানতেন ন...
29/04/2025

সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য কবর খুঁড়তে হয়েছিলো ২ টা।

একটা না।

ফাঁসির ৪ ঘন্টা আগেও সালাহউদ্দিন কাদের চৌধুরী জানতেন না, আজকেই তাকে যেতে হবে।

ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায়, তখন সেই ফ্যামিলির কাছেই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন।

তাঁর হাতে সময় আছে আর ৪ ঘন্টা।

উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন। জেলারকে বলেছিলেন, অন্তত আমাকে তো বলতে পারতি রে, একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না?

এরপর তিনি ফ্যামিলিকে জানান, উনি ১৯৭৮ সালে এক বক্তব্যে রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন, যে আমার কবর এখানেই হবে।

তো শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে।

কী অদ্ভুত জীবন!!

মানুষটা তখনও বেঁচে আছে, অথচ কবর খোড়া শুরু হয়ে গেছে।

বাট ফাঁসি কার্যকরের পর জেলার সাফ জানিয়ে দেন, লাশ রাঙ্গুনিয়া যাবে না। লাশ অবশ্যই রাউজানে নিতে হবে।

অনেক চেষ্টা করে টরেও যখন মানানো যায়নি, তখন সালাহউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয়, উনি যেন জেলারকে বলে দেন, লাশ রাঙ্গুনিয়াতে দাফ করার ব্যাপারে।

শেখ হাসিনা স্পষ্ট জানাইয়া দেন, রাঙ্গুনিয়া না, সালাহউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই করতে হবে।

শেষ পর্যন্ত রাউজানে আরেকটা কবর খোড়া হয়।ওখানেই সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয়।

আমি শুধু ভাবি, ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায়?

সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিলো হাসিনার ব্যক্তিগত রাগ, ক্ষোভ আর ঘৃণার কারণে। জানেন কি না, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ১০০ জনের একটা তালিকা জমা দেওয়া হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকেই এলাউ করে নাই।

এন্ড এই রায় আদালতে লেখা হয় নাই। বরং এই রায় লেখা হয়েছিলো সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে।

রায়ের ২ দিন আগেই এই রায়ের কপি সালাহউদ্দিন চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে।

ঐটা এখনও আছে।

আদালতে রায় লেখা হলে রায়ের কপি রায় হওয়ার দুইদিন আগেই বের হলো কেমনে?

যাইহোক, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার একটা উদাহরণ হয়ে থাকবে। বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব, সেইটা এই মামলাটা স্টাডি করলেই পাওয়া যাবে।

আর সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোড়া দুইটা কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের।

অনেকেই বলেন শেখ হাসিনা খুনি, ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি।

আমি বলি, না। শুধু ফ্যাসিস্ট শব্দটা দিয়ে শেখ হাসিনাকে ব্যখ্যা করা সম্ভব না। শেখ হাসিনা ছিলো আরো অন্য কিছু।

ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে।

হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং লাশের অধিকার পর্যন্ত আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছিলো।

এন্ড আমি জানি না, ১০০ টা নমরুদ আর ১০০ টা ফেরাউন এক হলেও একজন হাসিনার সমান নৃশংস হওয়া সম্ভব ছিলো কি না!!
-সাদিকুর রহমান খান

09/04/2025

সাবেক আওয়ামী অবৈধ তথ্যমন্ত্রী এ আরাফাতের ৭১ নাম্বার ভা*তারী শমী কায়সারকে গ্রে-প্তার করে পুলিশ।

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) রাতে ভার্চ্যুয়াল মতবিনিময়ে দলের নেতাকর্মী ও তাঁদের ...
09/04/2025

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) রাতে ভার্চ্যুয়াল মতবিনিময়ে দলের নেতাকর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এ সময় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে ফিরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর চালানো হামলা ও নির্যাতনের বিচার তিনি করেই ছাড়বেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন, “চিন্তা করবেন না, আমি আসছি। আল্লাহ আমাকে একটা উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন। সেই দিন আসবে—যেদিন আওয়ামী লীগের কর্মীদের ওপর অত্যাচার চালানো সব ষড়যন্ত্রকারীরা বিচারের মুখোমুখি হবে।”

হাসিনার এই শক্তিশালী বার্তা শুনে সাধারণ জনগণের প্রতিক্রিয়া— "শুধু একবার ফিরে এসো, আপা। এবার বিচার আমরা চোখে দেখতে চাই।"

---

একজন জাতীয় বেঈমানের সংক্ষিপ্ত জীবনী!তিনি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দোদুল—যিনি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা হয়েও দল...
07/04/2025

একজন জাতীয় বেঈমানের সংক্ষিপ্ত জীবনী!

তিনি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দোদুল—যিনি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা হয়েও দলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। তার কর্ম দেখে বোঝা যায়, দলের প্রতি বিন্দুমাত্র মায়াও তার নেই!

এক নজরে তার ‘পারিবারিক সাম্রাজ্য’:

১. নিজে জেলা আওয়ামী লীগের সভাপতি!
২. বড় ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি!
৩. ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক!
৪. স্ত্রী যুব মহিলা লীগের জেলা সভাপতি!
৫. বড় বোন জেলা পরিষদের সদস্য!
৬. বড় বোনের স্বামী – জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং এক ইউনিয়নের চেয়ারম্যান!
৭. খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাইরা সবাই বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান!
৮. জেলার এক নম্বর ঠিকাদার – তারই ছোট ভাই!
৯. মেহেরপুর-২ আসনের এমপি – তার ভাই!
১০. প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি – তার আত্মীয়স্বজন!
১১. ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা সবাই তার আত্মীয় – কেউ দুলাভাই, কেউ সমন্ধি!
১২. কলেজ ছাত্রলীগের সভাপতি – ভাইয়ের ছেলে!
১৩. ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিরা – চেয়ারম্যানদের ছেলে কিংবা ভাইয়ের ছেলে!
১৪. স্ত্রী পর্যন্ত মেয়র প্রার্থী হয়েছেন!
১৫. যেসব ত্যাগী নেতা তার বিরোধিতা করেছেন – তাদের বিরুদ্ধে মামলা, বাড়িঘর ভাঙচুর, এবং দল থেকে বিতাড়ন!

এইভাবে গোটা জেলা তিনি ও তার আত্মীয়-স্বজনের হাতে জিম্মি! মেহেরপুরে আওয়ামী লীগ নয়, চলছে ফরহাদ হোসেন অ্যান্ড কোম্পানির রাজত্ব!

এমন জনপ্রতিনিধিদের কারণেই আজ শেখ হাসিনার মতো নেতাকেও এক প্রকার পলায়নপর হতে হয়েছে! আওয়ামী লীগের মূল নেতৃত্বকে দূরে ঠেলে হাইব্রিডদের দিয়ে দল চালানো হয়েছে!

এটাই বাস্তবতা—প্রত্যেক জেলা-উপজেলায় ফরহাদ হোসেনের মতো একজন করে আছে, যারা দলটিকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে!

আজ মেহেরপুরে আর কেউ নেই—নেই সেই আত্মীয়স্বজনের বাহিনী, নেই সেই ক্ষমতার দম্ভ! কিন্তু রেখে গেছে এক ধ্বংসস্তূপ, এক গর্জনশূন্য আওয়ামী লীগ!

বিস্তারিত দেয়ার আগেই জয় বাংলা হয়ে গেলেন সচিব নিজাম উদ্দিন!আওয়ামী লীগের সুবিধাভোগী আমলা নিজাম উদ্দিন লীগের সময় বলে বেড়াতো...
07/04/2025

বিস্তারিত দেয়ার আগেই জয় বাংলা হয়ে গেলেন সচিব নিজাম উদ্দিন!

আওয়ামী লীগের সুবিধাভোগী আমলা নিজাম উদ্দিন লীগের সময় বলে বেড়াতো,সে ছাত্রলীগ করত,আওয়ামী পরিবারের সন্তান। লীগের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে ছিল। নজরুল হামিদ বিপুর সাথে সখ্যতার কারণে পেয়েছিলেন ডেসকোর চেয়ারম্যানের পদ।

কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তার সময়ে ডেসকোতে। লীগের ঘনিষ্ট হওয়ায় ডেসকোর মত জায়গার চেয়ারম্যান হয়েছিল,সেটা বলার দরকার পড়েনা। ব্যক্তিগতভাবে তার নামে ‍দুর্নীতি,নিয়োগে দুর্নীতি,স্বজনপ্রীতি নারী কেংলেংকারির অভিযোগ ছিল।

০৫ আগষ্টের পর সংস্কার শুরু হয়েছে। ওই আমলা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব থেকে এলজিআরডির সচিব হয়েছিলেন। ০৫ আগষ্টের পর তিনি প্রমোশন পেয়ে এলজিআরডির মত জায়গায় সচিব হয়েছিলেন!
০৩ দিন আগে এ সংক্রান্ত একটি পোষ্ট দিয়ে,বিস্তারিত প্রচার করতে চেয়েছিলাম। তার আগেই আজকে, নিজামউদ্দিনকে এলজিইডি সচিবের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সচিবের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এক প্রজ্ঞাপনে নিজাম উদ্দিনকে সচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

এরা অত্যন্ত উগ্র।বিশ্বের কোন ধর্মই তো উগ্রতা শেখায় না,সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবার কথা বলে৷ বাট এরা এমন কেন?
07/04/2025

এরা অত্যন্ত উগ্র।
বিশ্বের কোন ধর্মই তো উগ্রতা শেখায় না,সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবার কথা বলে৷ বাট এরা এমন কেন?

07/04/2025

>>>এইমাত্র পাওয়া

06/04/2025

আজকে একটু নাচগান হয়ে যাক!
আওয়ামী লীগের হয়ে রাতের ভোটে ভোট দেয়ার জন্য মানুষদের গান গেয়ে ডাকত এইসব ইউটিউবার, টিকটকাররা!

"খেলা হবে" বলে ফাঁপর মে'রে এখন বিদেশে পা'লি'য়ে আছে শামীম ওসমান। সে এখন দেশে এসে খেলায় অংশগ্রহণ করেনা কেন? বিএনপি-জামায়াত...
06/04/2025

"খেলা হবে" বলে ফাঁপর মে'রে এখন বিদেশে পা'লি'য়ে আছে শামীম ওসমান। সে এখন দেশে এসে খেলায় অংশগ্রহণ করেনা কেন?

বিএনপি-জামায়াত-হেফাজত-ছাত্ররা তো দেশেই আছে।

Photo Courtesy: Syed A Al Amin

⚠️ অবৈধভাবে নদী খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিবাদ ⚠️প্রিয় সংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট থানা, ইউএনও স্যার, সন্ম...
26/02/2025

⚠️ অবৈধভাবে নদী খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিবাদ ⚠️

প্রিয় সংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট থানা, ইউএনও স্যার, সন্মানীত ডিসি মহোদয় এবং এলাকার বাসিন্দাবৃন্দ,

কুড়িগ্রাম জেলার অন্তর্গত রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে দিগলাপারা ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের শাখা নদী আমাদের প্রিয় "সোনাভরি নদী" টি আজ হুমকির মুখে। কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী অবৈধভাবে নদী খনন করে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও নদীর মারাত্মক ক্ষতি করছে। এই অপরাধমূলক কর্মকাণ্ড শুধু নদীর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং নদীর জীববৈচিত্র্য, পানির প্রবাহ এবং আশেপাশের পরিবেশকে ধ্বংস করছে। এতে করে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের জীবনযাত্রাও হুমকির সম্মুখীন হচ্ছে।

এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে আমরা সকলের সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করছি:

সংবাদপত্রের কাছে অনুরোধ:
এই বিষয়ে গণসচেতনতা তৈরি করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

থানা ও ইউএনও মহোদয়ের কাছে অনুরোধ:
অবৈধ নদী খনন ও বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এই অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

ডিসি মহোদয়ের কাছে আবেদন:
পরিবেশ ও নদী রক্ষায় জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান:
আসুন, আমরা সবাই সচেতন হই এবং এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কোনো অবৈধ নদী খনন বা বালু উত্তোলনের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা পরিবেশ সংগঠনকে জানান।

নদী আমাদের প্রাণ, আমাদের অস্তিত্ব। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে নদী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।

#নদী_রক্ষা_চাই
#পরিবেশ_বাঁচাও
#অবৈধ_খনন_বন্ধ_করো

ধন্যবাদ।
রৌমারী - রাজিবপুর এলাকাবাসীর পক্ষে

জনসচেতনতা বাড়াতে পোস্ট টি লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেওয়া আমার, আপনার সবার সামাজিক দায়িত্ব

Address

Rangpur
5650

Telephone

+8801303810482

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএনপি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share