Ahnaf Hasan Sakib

Ahnaf Hasan Sakib Assalamualaikum.

حسبنا الله ونعم الوكيل
[ḥasbunā -llāhu wa-niʿmal -wakīl]

Allah is Sufficient for me.

🌸🌸
23/06/2025

🌸🌸

From this generation.
09/06/2025

From this generation.

জিয়াউর রহমান (১৯জানুয়ারী ১৯৩৬ - 30 মে ১৯৮১)। আজ ৩০ মে, শ'হীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহ...
30/05/2025

জিয়াউর রহমান (১৯জানুয়ারী ১৯৩৬ - 30 মে ১৯৮১)।

আজ ৩০ মে, শ'হীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে তিনি শ'হীদ হন।

জিয়াউর রহমান ছিলেন মুক্তিযু'দ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রদর্শিত পথ ও আদর্শ আজও অনেকের জন্য প্রেরণার উৎস।

এই দিনটিতে আমরা তার আত্মত্যা'গ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/05/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Call of duty 💖
24/05/2025

Call of duty 💖

ইসলামের প্রথম নারী সেবিকা — রুফায়দা বিনতে সাদ (রা)যখন আমরা নারীর অবদান নিয়ে কথা বলি, তখন ইতিহাসের পাতায় এক মহীয়সী না...
23/05/2025

ইসলামের প্রথম নারী সেবিকা — রুফায়দা বিনতে সাদ (রা)

যখন আমরা নারীর অবদান নিয়ে কথা বলি, তখন ইতিহাসের পাতায় এক মহীয়সী নারীর নাম জ্বলজ্বল করে উঠে—রুফায়দা বিনতে সাদ আল-আসলামিয়্যাহ (রা.)।

তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম নারী সেবিকা (নার্স)। নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর যুগে তিনি আহত সাহাবিদের সেবায় নিয়োজিত ছিলেন। বদর যুদ্ধ চলাকালে তিনি যুদ্ধক্ষেত্রে আহত মুসলমানদের চিকিৎসা করতেন।

চিকিৎসার প্রাথমিক জ্ঞান তিনি পেয়েছিলেন তাঁর পিতা সাদ আল-আসলামি (রা.)-এর কাছ থেকে, যিনি একজন চিকিৎসক ছিলেন। এভাবেই তিনি হয়ে ওঠেন একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসিকা।

রাসূল (সা.) তাঁর দক্ষতায় এতটাই সন্তুষ্ট ছিলেন যে, তিনি আহত সাহাবিদের চিকিৎসার জন্য সরাসরি রুফায়দার তাঁবুতে পাঠানোর নির্দেশ দিতেন।

ইতিহাস আমাদের আরও কত যে ভুল শিক্ষা দিয়েছে।
02/05/2025

ইতিহাস আমাদের আরও কত যে ভুল শিক্ষা দিয়েছে।

আমরা ছোটবেলায় এই ছবিটা দেখে বড় হয়েছি, আর সবাই বলত পাকিস্তানি সৈন্যরা লুঙ্গি খুলে ধর্মীয় পরিচয় পরীক্ষা করছে। কিন্তু সত্যিটা একদম আলাদা! এই ছবিতে আসলে একজন ভারতীয় সৈন্য, আর ছবিটা তুলেছেন বিখ্যাত ফটোগ্রাফার কিশোর পারেখ। তার বই ‘বাংলাদেশ: আ ব্রুটাল বার্থ’-এর ২২ নম্বর পৃষ্ঠায় ছবিটি আছে, ক্যাপশনে স্পষ্ট লেখা—ভারতীয় সৈন্যরা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে লুঙ্গিতে অস্ত্র খুঁজছে। বইটির পিডিএফ অনলাইনে পাওয়া যায়, লিঙ্ক কমেন্টে দিয়েছি।

এই ছবি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তুলেছিলেন কিশোর, যিনি নিজের খরচে বাংলাদেশে এসেছিলেন এই নৃশংসতা ডকুমেন্ট করতে।

এড়িয়ে চলুন
21/04/2025

এড়িয়ে চলুন

আজ ঐতিহাসিক বদর দিবস। আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় দেড় হাজার বছর আগে দ্বিতীয় হিজরি সনের ১৭ র...
17/03/2025

আজ ঐতিহাসিক বদর দিবস। আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ।

প্রায় দেড় হাজার বছর আগে দ্বিতীয় হিজরি সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফেরদের এক অসম লড়াই ।

এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক সশস্ত্র যুদ্ধ। সেদিন প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সা.)-এর নেতৃত্বে ৩১৩ জন সৈন্যের একটি ছোট দল মক্কার ১০০০ হাজার সৈন্যের সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেন।

এটি ছিল সত্য ও মিথ্যা; হক ও বাতি'লের চূড়ান্ত লড়াই ⚔️🔥

বদর: মুসলিম উম্মা'হর চেতনার বাতিঘর।
বদর আমাদের প্রেরণা, বদর আমাদের জাগরণ।

দুপুরে...
09/03/2025

দুপুরে...

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Hasan Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahnaf Hasan Sakib:

Share