The Daily BRUR Campus

The Daily BRUR Campus আমাদের পেইজটি বেরোবি সংক্রান্ত যেকোনো তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনায় নিয়োজিত।

বেরোবিকে নিয়ে আপনার যেকোন ভাবনা পাঠাতে পারেন আমাদের ইনবক্সে অথবা ইমেইলে।
(2)

22/06/2025

|| তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী || ফকির মজনু শাহ ||

যন্ত্রানুসঙ্গ—
ভোকাল:Shipon Das
হারমোনিয়ামঃ Shanto Kumar
বাংলা ঢোলঃ Megh Nath Roy
কাহনঃ Kallyan Roy
খমকঃ Md Sazzad Hossen
বিশেষ সহযোগিতাঃ Rasel Mahmud

Special Thanks To - তরুবর (আমাদের ভালোবাসা)🥰❤️

21/06/2025

20/06/2025

বেরোবির শিক্ষকদের নামে হয়রানিমূলক মা*মলা এবং গ্রে*প্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

20/06/2025

গ্রেপ্তার করে মাহমুদুল হককে সরাসরি কোর্টে নিয়ে যাওয়া হয়েছিলো, যা ছিলো পরিকল্পিত: মাহমুদুল স্যারের সহধর্মিনী।

20/06/2025

নিরাপত্তার স্বার্থে আন্দোলন চলাকালে হঠাৎ চলে আসে সেনাবাহিনী।

20/06/2025

মাহমুদুল হক স্যারের আ*টকের বিষয়ে যা বললেন তার বিভাগীয় প্রধান তাবিউর রহমান স্যার।

কি বুঝলেন??
20/06/2025

কি বুঝলেন??

20/06/2025
20/06/2025

কথাগুলো শুনুন কিভাবে মিথ্যা করছেন। পুরো ১৬ জুলাইয়ের ঘটনা মিথ্যাভাবে উপস্থাপন করছে। সেদিন ১৬ জুলাই আন্দোলন এসেছিল শহর থেকে। পরে বেরোবি গেটে পুলিশ সাথে বাক বিতণ্ডা, তারপরপরই পুলিশ গু*লি চালায়। কিন্তু এই আইনজীবী বলতেছে প্রক্টর এবং ছাত্রলীগ মিলে নাকি শহীদ আবু সাঈদসহ ছাত্রদের কয়েক দফায় হা*মলা করে বিশ্ববিদ্যালয় থেকে নাকি শিক্ষার্থীদের বের করে আনে। কত বড় মিথ্যাচার। সেদিন সে রকম কোন ঘটনা ঘটেই নাই। শুধু পুলিশকে বাঁচাতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় চাপাতে একটি চক্র কাজ করে যাচ্ছেন। ১৬ জুলাইয়ের সঠিক ঘটনা জেনে-বুঝে সুষ্ঠু তদন্ত করা হোক। বেরোবি শিক্ষকদের বিরুদ্ধে এই অন্যায়গুলোর প্রতিবাদ করার সময় এসেছে।

আমরা মাহমুদুল হক স্যারের নি:শর্ত মুক্তি ই চাই না শুধু আমরা প্রশাসনের কাছে জুলাই- আগস্ট পরবর্তী ঘটনাপ্রবাহ বুঝতে চাই-১.  ...
19/06/2025

আমরা মাহমুদুল হক স্যারের নি:শর্ত মুক্তি ই চাই না শুধু আমরা প্রশাসনের কাছে জুলাই- আগস্ট পরবর্তী ঘটনাপ্রবাহ বুঝতে চাই-

১. সাবেক প্রক্টর শরিফুল ইসলাম কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে পরবর্তীতে ছাত্রলীগ নেতা ও সাঈদ হত্যার মাস্টারমাইন্ড বানানো, যিনি স্পষ্ট ই আন্দোলনকালীন হা* মলা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হলেও আন্দোলনকারীদের অভিভাবকের ভূমিকা পালন করছেন।

২. অন্য ৫ জন শিক্ষকে মা* মলায় জড়ানো (কনফিউশান খানিকটা ৷ ক্লিয়ার)

৩.এবার মাহমুদুল হক স্যার কে যে প্রেক্ষাপটে গ্রেফতার করা হলো তাতে পুরোপুরি স্পষ্ট যে মূল অপরাধী লীগ কে বাচিয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দেওয়ার চেষ্টা চলছে।।

বিশ্ববিদ্যালয়ের ডিগনিটির প্রশ্নে ন্যায়ের প্রশ্নে বিন্দুমাত্র সুশীলতার সুযোগ নাই।। আমরা মব চাই না আইনের সুস্পষ্টতা চাই, কিন্তু এই ধোয়াশার জাল তৈরি করে বেরোবিকে অন্ধকারে ঠেলা দেওয়ার অপচেষ্টার হিসেব কে দিবে??

©Rahmat Ali

বেরোবি শিক্ষককে মিথ্যা মা*মলায় গ্রে* প্তারের প্রতিবাদে মানববন্ধন।
19/06/2025

বেরোবি শিক্ষককে মিথ্যা মা*মলায় গ্রে* প্তারের প্রতিবাদে মানববন্ধন।

শহীদ আবু আবু সাঈদকে মা* রলো পুলিশ, আরেকজন ম*রলো হার্ট অ্যাটাকে। কিন্তু সেই মামলার আসামি হয়ে জেল খাটছে বেরোবির ২ জন শিক্ষ...
19/06/2025

শহীদ আবু আবু সাঈদকে মা* রলো পুলিশ, আরেকজন ম*রলো হার্ট অ্যাটাকে। কিন্তু সেই মামলার আসামি হয়ে জেল খাটছে বেরোবির ২ জন শিক্ষক।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily BRUR Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share