19/06/2025
আমরা মাহমুদুল হক স্যারের নি:শর্ত মুক্তি ই চাই না শুধু আমরা প্রশাসনের কাছে জুলাই- আগস্ট পরবর্তী ঘটনাপ্রবাহ বুঝতে চাই-
১. সাবেক প্রক্টর শরিফুল ইসলাম কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে পরবর্তীতে ছাত্রলীগ নেতা ও সাঈদ হত্যার মাস্টারমাইন্ড বানানো, যিনি স্পষ্ট ই আন্দোলনকালীন হা* মলা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হলেও আন্দোলনকারীদের অভিভাবকের ভূমিকা পালন করছেন।
২. অন্য ৫ জন শিক্ষকে মা* মলায় জড়ানো (কনফিউশান খানিকটা ৷ ক্লিয়ার)
৩.এবার মাহমুদুল হক স্যার কে যে প্রেক্ষাপটে গ্রেফতার করা হলো তাতে পুরোপুরি স্পষ্ট যে মূল অপরাধী লীগ কে বাচিয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দেওয়ার চেষ্টা চলছে।।
বিশ্ববিদ্যালয়ের ডিগনিটির প্রশ্নে ন্যায়ের প্রশ্নে বিন্দুমাত্র সুশীলতার সুযোগ নাই।। আমরা মব চাই না আইনের সুস্পষ্টতা চাই, কিন্তু এই ধোয়াশার জাল তৈরি করে বেরোবিকে অন্ধকারে ঠেলা দেওয়ার অপচেষ্টার হিসেব কে দিবে??
©Rahmat Ali