11/09/2024
👉 আপনি জব খুজছেন?
👉 সিভি পাঠাচ্ছেন কিন্তু ইন্টারভিউ কল পাচ্ছেন না? 👉 কোম্পানি কেমন বুঝতে পারছেন না?
কিছু পরামর্শ আপনার জন্য। 🤩
🍁১) কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করুন। নতুন আর অজানা কোম্পানি হলে, গ্রুপে পোস্ট দিয়ে সেই কোম্পানির রিভিউ নিন, Glassdoor এ কোম্পানি রিভিউ চেক করে নিন, পারলে কোম্পানির এক্স এমপ্লয়ী বা কারেন্ট এমপ্লয়ি খুজে বের করে কথা বলে নিন।
🍁২) সিভি পাঠালেই যে ইন্টারভিউ কল পাবেন, তার নিশ্চয়তা নাই। তবে, সিভি যদি ভাল হয়, আর রিক্রুটার যেমন ক্যান্ডিডেট চাচ্ছে, তার সাথে ৯০% এর মত মিলে যায়, ইনশা-আল্লাহ আপনি ইন্টারভিউ কল পাবেন। সেক্ষেত্রে, আপনি সিভি বানানোর পর, জব সার্কুলার টার ডিটেইলস কয়েকবার করে পড়ুন, এরপর লাগলে ১০-২০ বার সিভি আপডেট করে নিন। প্রয়োজনে আপনার সিভি সিনিয়রদের সাথে শেয়ার করে রিভিউ নিয়ে নিন।
🌿২.১) সিভি প্রসঙ্গে- সিভি ফরমেট গুরুত্বপূর্ণ। যদি দেশী কোম্পানি হয়, তাহলে ATS ফরমেট গুরুত্বপূর্ণ নয়, তবে রিমোট বড় কোম্পানি হলে, ATS ফরমেট গুরুত্বপূর্ণ।
🌿২.২) সিভি ফরমেট কোথায় পাবেন? আমি একটা জব নেটওয়ার্ক নিয়ে করার চেষ্টা করছি, সেখানে কিছু সিভি ফরমেট শেয়ার করব, আমার প্রোফাইল এর পিন পোস্ট এ লিংক পাবেন। তাছাড়া গুগোল করলেও অনেক সিভি মেকার ফ্রি সাইট পাবেন, ATS ফরমেট চেকার পাবেন।
🍁৩) নিশ্চিত ইন্টারভিউ কল পেতে চাইলে, যদি সম্ভব হয়, রিক্রুটার বা HR এর সাথে যোগাযোগ করুন। কোম্পানির নাম লিখে লিংডইন এ সার্চ করলে আশা করি HR কে খুজে পাবেন। সরাসরি যদি HR আপনার স্কিল সম্পর্কে জানতে পারে, তাহলে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
🌿৩.১) জব কোথায় পাবেন? আমি আমার জব নেটওয়ার্ক এ রেগুলার জব পোস্ট শেয়ার করছি, তাছাড়া অনেক রিক্রুটার এখানে জব পোস্ট করছেন, এখানে পেতে পারেন। ( আমার প্রোফাইলের পিন পোস্ট এ চেক করুন)। তাছাড়া লিংকডইন, ফেসবুকের অনেক গ্রুপে অসংখ্য জব পোস্ট শেয়ার করা হয়।
🍁৪) সার্কুলার পাওয়ার পর যত দ্রুত সম্ভব এপ্লাই করে ফেলুন। অনেক সময় প্রথম দিক এর ক্যান্ডিডেট দের আগে ভাগে রিক্রুট করে ফেলে।
🍁৫) অনেক সময় জব সার্কুলার এর ৬০-৭০% স্কিল মিলে যায়, কিন্তু ৪০% স্কিল মিলে না। আবার এপ্লাই এর সময় ও বেশি থাকে না। সেক্ষেত্রে আপনার যদি মনে হয়, নতুন স্কিল গুলোর বেসিক আইডিতা আছে, আর অল্প কিছু দিন সময় দিলে সেই বেসিক++ স্কিল আইডিয়া হয়ে যাবে, আপনি সেই স্কিল গুলো সিভিতে Basic বা practicing ক্যাটাগরিতে এড করে নিতে পারেন। এতে অন্তত, রিক্রটার এর চোখে পড়বেন আপনি আশা করা যায়। সেই সাথে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য সেই স্কিল গুলো প্র্যাকটিস করা শুরু করে দিন।
আশা করি এই পাচটি টিপস আপনার কাজে আসবে।
❗সতর্কতা:
🔴জব এ এপ্লাই করার ব্যাপারে সতর্ক থাকুন, বুঝে শুনে এপ্লাই করুন।
🔴নিজেকে যোগ্য মনে করলে এপ্লাই করুন, জব রিক্যুয়ারমেন্ট না মিললে এপ্লাই করবেন না, এতে ব্ল্যাকলিস্টেড হতে পারেন।