
02/07/2023
#বিয়ের অনুষ্ঠানে উপহার এক কেজি কাঁচা মরিচ
#প্রতিনিধিকিশোরগঞ্জ
প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ২১: ৩৬
উপহারের কাঁচা মরিচ সাদরে গ্রহণ করেছেন বরপক্ষের লোকজন
উপহারের কাঁচা মরিচ সাদরে গ্রহণ করেছেন বরপক্ষের লোকজনছবি: সংগৃহীত
বিয়ের অনুষ্ঠানের কাঁচা মরিচ উপহার দিয়ে আলোচনায় এসেছেন অতিথিরা। রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।
অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচের দাম। গতকাল কোথাও কোথাও এক হাজার টাকার ওপরে উঠেছিল কাঁচা মরিচের দাম। হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে আইনজীবী মাহমুদুর রহমানের বউভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তাঁর এক বন্ধু।