University admission helpline with BABU

University admission helpline with BABU রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রাপ্তির নির্ভরযোগ্য পেজ

হারিয়ে যাওয়া ভ্রাম্যমাণ সেলুনFollowing Love
25/07/2025

হারিয়ে যাওয়া ভ্রাম্যমাণ সেলুন
Following Love

একাদশে ভর্তির আবেদন ৩০ জুলাই থেকে।
25/07/2025

একাদশে ভর্তির আবেদন ৩০ জুলাই থেকে।

24/07/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় মেরিট ও ১ম মাইগ্রেশন লিস্ট প্রকাশিত

24/07/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় মেধাতালিকায় সাবজেক্ট পেয়েছে এই সংখ্যা খুবই কম; প্রায় ৯০% ২য় মেধাতালিকায় সাবজেক্ট পাবেনা।

24/07/2025

সংবাদ বিজ্ঞপ্তি
প্রথমবর্ষ ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ জুলাই ২০২৫:
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট ২০২৫ এবং ক্লাস শুরু হবে ১৭ আগস্ট ২০২৫ থেকে-ভর্তি উপ-কমিটির আজকের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উক্ত ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য মহোদয় উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়

23/07/2025

Good job Prime Bank
৫ কোটি ডোনেশন ফর মাইলস্টোন ট্র‍্যাজেডি।

মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরীকে কেন জাতীয় সম্মাননা নয়?
23/07/2025

মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরীকে কেন জাতীয় সম্মাননা নয়?

"শিক্ষকতা শুধু একটি পেশা নয়—এটা একটি ভালোবাসার নাম, যেখানে একজন শিক্ষক কখনো মায়ের/বাবার স্নেহে আগলে রাখেন।
22/07/2025

"শিক্ষকতা শুধু একটি পেশা নয়—এটা একটি ভালোবাসার নাম, যেখানে একজন শিক্ষক কখনো মায়ের/বাবার স্নেহে আগলে রাখেন।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রে...
22/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্ব*স্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘ*টনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
©মধু'দা প্রকাশনী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুজাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে সোমবার (২১...
22/07/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে সোমবার (২১ জুলাই)। গত ২৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্নাতক-পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম।।

21/07/2025

🚨আপডেট:

১) বিমান বাহিনীর এফ ৭ প্রশিক্ষণ বিমান ক্র‍্যাশ করেছে স্কুলের ভবনের উপর।
২) বিল্ডিং ক্ষতিগ্রস্থ হওয়ার থেকে বেশি হতাহত আগুনে।
৩) আগুনের ঝলসে গেছে বহু শিক্ষার্থী।
৪) একাধিক নিহত, তবে নিশ্চিত সংখ্যা বলা যাচ্ছে না।
৫) বিমানটি ১:০৬ এ উড্ডয়ন করে কিছুক্ষণ পরেই ক্র‍্যাশ করে।
৬) পাইলট নিহতের আশংকা, তবে নিশ্চিত নয়।
৭) সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ারব্রিগেড যৌথ ভাবে কাজ করছে।
৮) পোষ্ট ক্যাজুয়াল্টিতে নিহতের সংখ্যা বাড়ার আশংকা।
৯) অতিরিক্ত ভীড়ের কারনে ব্যাহত হচ্ছে কার্যক্রম।
১০) প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহবান।

Source:

19/07/2025

সেকেন্ড টাইমার হয়ে তুমি কোন বিশ্ববিদ্যালয় টার্গেট করছো?
💭 আবার শুরু করেছো স্বপ্ন নিয়ে?
👇 কমেন্টে জানাও — তোমার টার্গেট ইউনিভার্সিটি!

Address

Rangpur

Telephone

+8801823413295

Alerts

Be the first to know and let us send you an email when University admission helpline with BABU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share