ছিলেনা তুমি

ছিলেনা তুমি নক্ষত্র (রাব্বী)

28/10/2025

অতীত থাকা ভালো,
কিন্তূ অতীতে ডুবে থাকা ভালো না !

28/10/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

‎হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

‎ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

‎ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

‎তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

‎তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

‎মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

‎তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

‎তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

‎মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

‎তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

‎তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

‎বিযের পর ডিভোর্স এর পর তোমায এলিমোনি দিতে হল এটাকে বলে হিডেন কস্ট।


‎ছাত্রদের আক্কেলগুড়ুম!

তোমার সাথে কথা বলতে গেলে এখন হিসেব করে বলতে হয় ।চাইলে ও আর বলতে পারি না প্রচন্ড ভালোবাসি তোমাকে।তুই করে বলতে খারাপ লাগে...
28/10/2025

তোমার সাথে কথা বলতে গেলে এখন হিসেব করে বলতে হয় ।
চাইলে ও আর বলতে পারি না প্রচন্ড ভালোবাসি তোমাকে।

তুই করে বলতে খারাপ লাগে তবে আজ তোকে অচেনাও লাগে ভিশন তারপর ও বলতে হয় তোর উপর থেকে সব অধিকার হারিয়েছি সেই কবে।
হারিয়েছি বললে ভুল হবে কেরে নেওয়া হয়েছে।

কেরে নিয়েছিলি তুই তোর উপর থাকা সব অধিকার কোনো এক অজুহাতে।

সব কিছুর পরেও,
যদি শুনতে পেতাম কোনো এক ভোরে তুমি ফিরে এসেছো সেই পুরনো আমার তুমি টা হয়ে ।
এসে বলতেছো জান অনেক ঘুমিয়েছো এবার অন্তত উঠো কথা বলো।
বলে বোঝাতে পারবোনা কতোটা খুসি হতাম ।

তবে,
তুমি ফিরে এলে খুশি হতাম ---যেমনটা খুশি হতো মা হারা সন্তান মা ফিরে পেলে।

তুমি ফিরে এলে খুশী হতাম - যেমনটা খুশী হতো সাত দিন ধরে খেতে না পাওয়া মানুষ টা এক প্লেট ভাত পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশি হতো ফাঁসির সাজা প্রাপ্ত আসামি ফাঁসির রায় থেকে মুক্তি পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো প্রসববেদনার পর মা তার সন্তানকে দেখে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো ক্যান্সারের রোগী ক্যান্সার থেকে মুক্তি পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো পথশিশু একটা সুন্দর পরিবার পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম -যেমনটা খুশি হতো একটা অন্ধ তার দুটি চোখ ফিরে পেলে।

তুমি ফিরে এসো কোনো এক ভোরে,
আমি যুগ যুগ ধরে অপেক্ষা করবো সেই ভোরের তোমার সাথে তোমার হাতে হাত রেখে সূর্য উদয় দেখবো বলে।
_রাব্বী
ছিলে না তুমি

28/10/2025

তারা শুরুতেই কথা দেই কখনো ভুল বুঝবেনা, কিন্তু শেষটাই ওই ভুল বোঝার কারণেই হয়.!

28/10/2025
মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন...
28/10/2025

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া ,দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর, তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর, তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর, তাকে স্থায়ী ভেবে জ...
27/10/2025

একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর, তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর, তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর, তাকে স্থায়ী ভেবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর; কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের? এত এত দিন একসাথে থাকা, একসাথে হাঁটা, একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা, এত প্রতিশ্রুতি, এত ভালোবাসি বলা; সবটুকু কেন এলো তবে আমাদের জীবনে? কেন এমন মানুষের সাথে পরিচয়ই বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে বাধ্য হতে হবে?

ভাবুন যে আপনার কাছে সর্বস্ব, একদিন সে আপনাকে পরিত্যাগ করলো। ঠিকানা বদলে নিলো। ফিরেও তাকালো না। এই যন্ত্রণা সয়ে নেওয়া যে কতটা কঠিন, যে জানে সে জানে।

মনে প্রশ্ন জাগে। নাই বা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না!? নাই বা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা!? যেতে দেওয়া যে বড্ড কঠিন। পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন।

অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা। কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরও সাবধান হতে। খুব সহজে বিশ্বাস না করতে। আর, যারা কোনও পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়লো না, চলে গেল না, পরিত্যাগ করলো না; সেই মানুষগুলোকে আরও অ্যপ্রিশিয়েট করতে।
___amit dittu

কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ দাফন, কাফন, গাড়িতে ...
27/10/2025

কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ দাফন, কাফন, গাড়িতে করে দেহ নেওয়া আর গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা। সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। হতদরিদ্র কবি এত টাকা পাবেন কোথায়?

‎বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, কিন্তু টাকার ব্যবস্থা করা গেল না। শুধুমাত্র ডি.এম লাইব্রেরি দিল ৩৫ টাকা। কিন্তু তখনো যে অনেক টাকা লাগবে!

‎ঘরে শিশুপুত্রের লাশ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। নিষ্ঠুর প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে কবিতা একটি লিখে দিতে হবে, তারপর টাকা! নিরুপায় কবি তার মনের নীরব কান্না লিখে দিলেন কবিতায়...

‎ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি —
‎করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।।
কাজী নজরুল ইসলাম

27/10/2025

এই ভুল গুলো কখনো করবেন না।
১. আপনি যখন কাউকে নিয়ে মজা করেন তখন সে যদি সেটা উপভোগ না করে তাহলে এখনই আপনার থামা উচিত এবং ভবিষ্যতে আর কখনো এধরনের রসিকতা করবেন না।

২. এখনো বিয়ে করোনি কেন, বাচ্চা নিবে কবে, চাকরি পাচ্ছ না কেন, কাউকে এধরনের প্রশ্ন জিজ্ঞেস করবেন না। এতে মানুষ বিব্রত হয়।

৩. আপনি বিলাসবহুল গাড়িতে চড়েন, নামীদামি রেস্টুরেন্টে খান, সুন্দর সুন্দর ড্রেস বা অর্নামেন্ট পড়েন, ভালো ভালো জায়গায় ঘুরে বেড়ান এসব জানান দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত পোস্ট করবেন না। এতে লোকজন আপনার ওপর বিরক্ত হয়।

৪. আপনি যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রেস্টুরেন্টে খেতে যান তাহলে আপনার বন্ধু বা সহকর্মীটি আজ বিল দিলে পরেরবার আপনি বিল পরিশোধ করুন।

৫. তুমি কালো হয়ে গেছ, তোমার চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, তুমি অনেক মোটা গেছ এই কথাগুলো কাউকে বলবেন না। আপনি তার বিউটিশিয়ান না।

৬. কেউ যদি কোনো ছবি বা ভিডিও দেখার জন্য তার ফোনটি আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবি বা ভিডিওটি দেখুন, ভুলেও তার ফোনের গ্যালারিতে প্রবেশ করবেন না।

৭. কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে তিনি আপনার সাথে কথা বলতে চাচ্ছেন না অথবা আপনার কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছেন।

৮. কেউ পাসওয়ার্ড টাইপ করার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। মানুষের গোপনীয়তাকে সম্মান করতে শিখুন।

৯. কারো বেতন, ব্যবসার বর্তমান অবস্থা এসব নিয়ে প্রশ্ন করবেন না। এতে মানুষ অস্বস্তি বোধ করে।

১০. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টেপাটিপি করা থেকে বিরত থাকুন। মানুষ প্রত্যাশা করে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন।

১১. কারো নিকট থেকে কোনোভাবে উপকৃত হলে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার অবদানের যথাযথ মূল্যায়ন করতে শিখুন।

১২. কারো ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট করবেন না। অন্যের বিশ্বাস এবং মতামতকে সম্মান জানাতে শিখুন — দুনিয়ার সবাই আপনার মনের মতো হবার জন্য আসেনি।

১৩. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না।

১৪. কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই সময়মতো পরিশোধ করুন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও টাকাটা তাকে ফেরত দিন বা এমনভাবে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে।

বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!‎‎সিংহ যতটা না অবা...
26/10/2025

বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!

‎সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদরের ভ্রুক্ষেপ নেই। সে সিংহকে ভেংচি কেটে লাফাতে লাফাতে চলে গেল।

‎শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, “বনের রাজার সাথে এত্ত বড় বেয়াদবি! আর আপনি কিনা তাকে কিছুই বললেন না!”

‎সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে।”

‎কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল।

‎শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, “সেদিন বাঁদর অত অন্যায় করল, আপনি তাকে কিছুই বললেন না। অথচ আজকে সে তেমন কিছু করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন!"

‎জবাবে সিংহ বলল, “দিস ইজ পলিটিক্স! সেদিনের পর বাঁদর ভালুককে পিছন থেকে লাথি মেরেছে! হাতির শুঁড় ধরে দুলেছে! গন্ডারের পিঠে চড়ে নেচেছে! হায়নাকে কাতুকুতু দিয়েছে! বাঘকে খোঁচা মেরেছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?”

‎“সেদিন ওরে মারলে সবাই বলত, আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি।"

‎"আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ, রাজা সাহেব!”

‎"বুঝলে তো! মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়। যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে!"

Address

Rangpur

Telephone

+8801717391444

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছিলেনা তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছিলেনা তুমি:

Share

Category