ছিলেনা তুমি

ছিলেনা তুমি নক্ষত্র (রাব্বী)
(3)

জান্নাত থেকে পালিয়ে আসা ভ ন্ড দরবেশ অন্যতম ব্যাংক ডাকাত নজরুল ইসলাম মজুমদার এর সামান্য আমলনামা‎-------------------------...
30/09/2025

জান্নাত থেকে পালিয়ে আসা ভ ন্ড দরবেশ অন্যতম ব্যাংক ডাকাত নজরুল ইসলাম মজুমদার এর সামান্য আমলনামা
‎-----------------------------------------------------------------------
‎১.গুলশান-১ এর ১২ তলা বিশিষ্ট ২ টি বিল্ডিং (ব্যাংক বিল্ডিং) রয়েছে।
‎২.৩০০ ফিট এলাকায় ২ বিঘা জমি যা ল্যান্ডস্কেপিং করা।
‎৩. জলসিঁড়ির, সেক্টর-১৭'তে একটি কাঁচা মার্কেট ।
‎৪. মেয়ে আনিকার নামে একাধিক প্লট ও পরিবারের সকলের বিপুল সম্পদ।
‎৫. মেঘনাঘাটে একটি ওয়ার হাউজ এবং পেট্রোল পাম্প আছে।
‎৬. ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি ।
‎৭. গুলশানে শান্ত মারিয়ম এর পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি।
‎৮. দুবাইতে খেজুর বাগান এবং দুবাই রিসোর্ট।
‎৯. চাঁদপুরে বিশাল মার্কেট।
‎১০. গুলশানে নিকেতনে ১০ বিঘা জমি।
‎১১. হাতিরঝিলের প্রজেক্টে বড় ২টি খেজুরের ডিপো যাতে ১০-১২ কোটি টাকার খেজুর রয়েছে।
‎১২. মহাখালী ডিওএইচএস এর মসজিদের পাশে ১০ কাঠা জমির উপর বাসা ।
‎১৩. চব্বিশ (২৪) কোটি টাকার Provident Fund (Exim Bank) ।
‎১৪. গুলশান-১ এ দখলকৃত বাসা যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
‎১৫. গুলশানে ১ বিঘা জমি রয়েছে যা পারটেক্স গ্রুপ এর নিকট থেকে কেনা।
‎১৬. পূর্বাচলে ২০ টি প্লট যা তার নিজের ও তার পরিবারের নামে। দুদক ৪/৫ টা ক্রোক করেছে।
‎১৭. পূর্বাচলে ২.৫ বিঘার উপরে একটি হাসপাতাল (নার্সিং ইন্সটিটিউট এবং হাসপাতাল)
‎১৮. জলসিড়ি সেক্টর-১৭ এ ২.৫ বিঘা জমির উপর ১০০ কোটি টাকা মূল্যের মার্কেট।
‎১৯. জলসিড়ি-২ নং সেক্টরে ৮টি প্লট (সাইজ ২০-২৮ কাঠা)। যার মধ্যে ২ টি কর্ণার প্লট।
‎২০. মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিং এর বিপরীতে ৩০/৪০ বিঘা জমি।
‎২১. নেভির পাশে ৩০০ ফিট এ ৩০/৪০ বিঘা জমি।
‎২২. বিজিএমইএ এর উত্তর পাশে দিয়া বাড়ীতে ৩টা প্লট মিলে একটা ৪.৫ বিঘা জমি যেখানে সুইমিং পুল,এবং গেষ্ট হাউজ যার মূল্য ৪০০ কোটি টাকা।
‎২৩. উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান এবং উত্তরা সেক্টর-১৩ (সোনারগাঁ জনপদ) একটি প্লট।
‎২৪. তেজগাঁও ইন্ডাস্টিয়াল এরিয়া মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে ৩ বিঘা জমির উপর নাসার হেড অফিস।
‎২৫. তেজগাঁও আড়ং এর বিপরীতে ৭ বিঘা জমি।
‎২৬. আড়ং এর পাশে লাগোয়া গাজী গ্রুপ থেকে ক্রয় করা ৭ বিঘার প্লট।
‎২৭. মেঘনা ঘাটে ১০ বিঘার জমি।
‎২৮. সৌদি আরবে তার বিনিয়োগ এবং আর্থিক বিধি লংঘনের কারনে সেদেশে তার অনুপ্রবেশ নিষিদ্ধ হওয়ার বিষয়টি কেউ উল্লেখ করছেন না।

‎(সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ সেপ্টেম্বর ২০২৫, বুধবার)

29/09/2025

যাকে চাও, স্থিরতা নিয়ে চাও।
সময় পাল্টালে যে চাওয়া পাল্টে যায়, তা কেবলই মোহ।

29/09/2025

"দিবসের কোলাহল শেষে
রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি;
ভেঁজানো কপাট জুড়ে ঝুলে আছে তালা।
কখন কোথায় মৃত্যু এসে বলে;
আহা জীবন— তুমি তো হেরে গেলা"!

নিজের মুল্যবারাবেন কিভাবে।‎নিজের মুল্য বারাবেন যেভাবে।‎১,যারা আপনার মূল্যায়ন করে না তাদের কাছ থেকে অনেকটা দুরত্ব বজায় ...
29/09/2025

নিজের মুল্যবারাবেন কিভাবে।
‎নিজের মুল্য বারাবেন যেভাবে।
‎১,যারা আপনার মূল্যায়ন করে না তাদের কাছ থেকে অনেকটা দুরত্ব বজায় রাখুন।
‎২.বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা কখনো কোন ভাবে কোনো মতেই করবেন না।
‎৩.প্রয়জনের থেকে অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন।
‎৪.সাধারন থাকা ভালো কিন্তু কোনোভাবেই বোকামি করবেন না।
‎সব সময় সতর্ক থাকুন।
‎৫.এমন ভাবে ব্যক্তিত্বটা গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়।
‎৬.নিজের সিমা বদ্ধতা এবং অক্ষমতা গুলো সম্পর্কে সচেতন থাকুন ।

29/09/2025

তোমাকে জড়িয়ে ধরেও এতটা টান অনুভব করিনি,
যতটা অনুভব করি তোমার শূন্যতায়!

আল্লাহ আপনার ব্যবসায় আরো বরকত দিক।আমিন,
29/09/2025

আল্লাহ আপনার ব্যবসায় আরো বরকত দিক।
আমিন,

29/09/2025

অনেক মানুষ আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় ; পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্ট এখানেই !!

29/09/2025

- নব্বই দশকের মতো চাই সরল প্রেমিকা, যেখানে যত্ন ভালোবাসার কোনো অভাব হবে না!

অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াতে নেই!‎‎এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দেয় কিংবা কথা বলে। আপ...
29/09/2025

অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াতে নেই!

‎এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দেয় কিংবা কথা বলে। আপনার খারাপ লাগা মুহূর্তে কিংবা একা লাগা মুহূর্তে কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবেন না, এটা নিশ্চিত থাকুন।

‎অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীর অন্য সব ক্ষেত্রে সময় ঠিকই পায়, শুধু সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দিতে কিংবা যত্ন নেয়ার সময় পায় না।

‎ইচ্ছে করলে শত ব্যস্ততার মাঝেও প্রিয়মানুষটাকে সময় দেয়া যায়, কিন্তু আপনি যদি মানুষটার কাছে প্রিয় নাই হোন, তবে সে কি করে আপনাকে সময় দিবে বলে আপনি আশা করেন?

‎যে মানুষটার কাছে আপনার প্রায়োরেটি থাকবে, সেই মানুষটা শত ব্যস্ততার পরও আপনার অন্তত খোঁজটুকু নিবে।

‎আপনি খেলেন কিনা, সুস্থ আছেন কিনা কিংবা আপনার খারাপ লাগতেছে কিনা জানতে চাইবে। কথা বলার সময় না হলেও অন্তত একটা টেক্সট করে হলেও জানতে চাইবে।

‎কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার পরও আপনার সামান্য কল পেয়ে কথা বলার জন্য সুযোগ খুঁজে বের করবে কিংবা অন্তত ছোট্ট একটা টেক্সট করবে।

‎যে মানুষটার জীবনে আপনার কোনো প্রায়োরেটিই নাই, সেই মানুষটার কাছে সামান্য একটু সময় আশা করাটা নিছক পাগলামি কিংবা বোকামি বৈকি!

‎অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে কখনোই সময় দিবে না, বরং তার কাছে সামান্য একটু সময় চেয়ে চেয়ে একসময় মানসিক রোগী হয়ে যাবেন। আর একাকিত্ব হবে আপনার সঙ্গী।

‎অপেক্ষা আর অবহেলায় পড়ে থেকে থেকে তীলে তীলে শেষ হয়ে যাবেন! ব্যস্ততা দেখানো মানুষটা আপনাকে ছাড়বেও না, আবার খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকবেও না।

‎কারণ তারা জানে, শত অবহেলার পর,সময় না দেয়ার পরেও আপনি তার মাঝেই আসক্ত। সে যতই আপনাকে মূল্য না দিক, সময় না দিক; আপনি তাকে ছাড়তে পারবেন না।

‎ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে দামী দামী উপহার দিবে ঠিকই কিন্তু পৃথিবীতে সবচেয়ে যে দামী উপহারটা সে চাইলেই দিতে পারে ; তার সময় এবং যত্ন, এই দুটো জিনিস সে কখনোই দিবে না।

‎সত্যি বলতে, এমন ব্যস্ততা দেখানো মানুষটা হয়তো কখনোই বুঝবে না; তার কাছে আপনার আর চাওয়ার কিছু নেই। শুধুমাত্র তার দেয়া একটু সময় এবং যত্ন পেলেই আপনি সন্তুষ্ট!

বুকের ব্যাথার ঔষধে কি আর তোমার ব্যাথা যায়,সিগারেট আমি খাইনা প্রিয়, সিগারেট আমায় খায়।
28/09/2025

বুকের ব্যাথার ঔষধে কি আর তোমার ব্যাথা যায়,
সিগারেট আমি খাইনা প্রিয়, সিগারেট আমায় খায়।

কাউকে যদি ভয়ানক মৃ ত্যু দিতে চাও তাহলে তাকে প্রচন্ড ভালোবাসা দাও, যত্ন করো ।তারপর একদিন তাকে কিছু না বলে সমস্ত যোগাযোগ ...
28/09/2025

কাউকে যদি ভয়ানক মৃ ত্যু দিতে চাও তাহলে তাকে প্রচন্ড ভালোবাসা দাও, যত্ন করো ।
তারপর একদিন তাকে কিছু না বলে সমস্ত যোগাযোগ বন্ধ করে তাকে ছেড়ে চলে যাও।
দেখবে সে একবার নয় বার বার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত মৃত্যু যন্ত্রনায় ধুঁকে ধুঁকে ম রবে।
ছিলে না তুমি
রাব্বী

27/09/2025

নিজের অনুভূতি কাউকে বলে বোঝানোর থেকে, চুপ থেকে ক'ষ্ট গুলো উপভোগ করাই ভালো!

Address

Rangpur

Telephone

+8801717391444

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছিলেনা তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছিলেনা তুমি:

Share

Category