21/03/2025
প্রেম ঘটিত সমস্যার কারণে ছেলেটা আ'ত্ম*হ*'ত্যা করেছে। আইডি ঘুরে দেখলাম, পূর্বের প্রত্যেকটি পোস্ট প্রমাণ করে, মানুষটা কি পরিমাণ ডিপ্রেসড ছিল!
শেষবারের মতো র'ক্ত দান করে উল্লেখ করেছিল “ লাল ভালোবাসা দান শেষবারের মতো ”। কিন্তু, এরপরেও কেউ বুঝতে পারে নি, সে সত্যিও বিপর্যস্ত।
আমি একটা বিষয় লক্ষ্য করেছি, এ পর্যন্ত যারাই আ'ত্মহন'নের পথ বেছে নিয়েছে, তারা এর পূর্বে অহরহ স্যাড পোস্ট দিয়ে টাইমলাইন ভাসিয়ে দিয়েছে। তারা হয়তো চেয়েছিল, কেউ জিজ্ঞেস করুক, কথা বলুক। হয়তো বা কারো সাথে কথা বলে তারাও হালকা হতে চেয়েছে। কিন্তু, বেশীরভাগ কমেন্ট'স “ আবেগ বাদ দেন। ” টাইপের বিদ্রুপের জন্য তারা আর বলতে পারে নি।
মানুষ কিন্তু দুঃখ পেয়ে ম'রে না। ম'রে কথা বলার অভাবে। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা উপড়ে ফেলার অভাবে। অর্ধেক দীর্ঘশ্বাস কমে যায় কেবল মন খুলে কথা বলতে পারার মাধ্যমে। এইটুকু আশ্বাস কাউকে দিতে না-ই পারুন, অন্তত ঠাট্টা-তামাশা করে কারো স্যাড পোস্টে কমেন্ট করবেন না।
কেউ দীর্ঘদিন ধরে ডিপ্রেসড থেকে স্যাড পোস্ট দিয়ে যায়। তার কমেন্টে সামান্য সান্ত্বনামূলক বাণী শোনাতে না পারলে এড়িয়ে চলুন। ঠাট্টা করবেন না। আপনার যদি মনে হয় সে সিম্প্যাথি চাচ্ছে, তবে তা-ই ধরে নিন। তবুও অবান্তর মন্তব্য করে তাকে ভেঙ্গে দিবেন না।
মানুষ বাঁচুক সুখেও বাঁচুক, দুঃখ পেয়েও বাঁচুক। তবুও মানুষ বাঁচতে শিখুক, আত্মকেন্দ্রিক হওয়ার সংগ্রাম আমৃ'ত্যু করে যাক।