ছিলে না তুমি

ছিলে না তুমি নিজের বলতে কিছু নেই।
জীবন খুব সহজেই অন্যরা ভাগ করে নেয়।
(4)

25/03/2025

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো।
যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সে ফোনকল মেসেজের অপেক্ষায় আর না থাকাটাই ভালো।
যে দরজায় তুমি বার বার করা নরানোর পরও তোমার জন্য খুলেনি সে দরজায় আর কখনো করা না নারানোটাই ভালো।
যার পিছে পাগলের মতো ছুটতেছো সে সব টুকু জানার পরও যখন তোমায় বারবার পথে ছুড়ে ফেলতেছে তার পিছনে আর না ছুটাটাই ভালো।
মানুষ বদলায় মেনে নিতে শিখো,
নিজেকে বদলাও তুমি নিজেকে যতোক্ষণ বদলাতে পারবে না ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না।
নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা জরুরী।
রাব্বী
ছিলে না তুমি

তুমি হইলা গিয়া চন্দ্রবিন্দু- আর আমি হইলাম গিয়া বিসর্গতোমারে মানায় চাঁদে - আর আমারে মানায় দুঃখে :-Rabbi    #ছিলে_না_তুমি
25/03/2025

তুমি হইলা গিয়া চন্দ্রবিন্দু- আর আমি হইলাম গিয়া বিসর্গ
তোমারে মানায় চাঁদে - আর আমারে মানায় দুঃখে :-
Rabbi

#ছিলে_না_তুমি

যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে, সে ছোটলোক।যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল ...
25/03/2025

যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে, সে ছোটলোক।

যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিএক্ট দিল তা
দেখে, সে অসামাজিক।

আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে, সে মানসসিক রোগে আক্রান্ত।

কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।

তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।

আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়। বারবার ফোন দিতে থাকে, সে খ্যাঁত।

এই জাতের একটা মানুষের সাথে বেশীদিন কারো
সম্পর্ক টিকে থাকেনা। এরা পেইনফুল হয়ে যায়।
এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রনা ছাড়া
আপনাকে আর কিছুই দিতে পারবেনা। একসাথে
এদের সাথে থাকা কঠিন।

এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন।
আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে
পানি পড়েছে শেষরাত পর্যন্ত।

তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।
বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি
ছাড়া আর কেউ নেই। আপনাকে নিয়েই তার
আলাদা একটা দুনিয়া।
ছিলে না তুমি

#ছিলে_না_তুমি

25/03/2025

সুন্দর ছিলো গল্পটা কিন্তু পূর্ণতা পেল না,
ভালোবাসার কমতি ছিল না,
তবু তাকে আর পাওয়া হলো না।

24/03/2025

নারীদের ছলনা সব থেকে ভয়ঙ্কর, সম্প্রতি সময়ে ভারতে ঘটে যাওয়া একটি ঘটনা স্ত্রীর পরকীয়া প্রেমিকের বলি হয়েছেন স্বামী।

যাকে বিশ্বাস করে যার কাছে নিজের ভালো থাকা ভালো লাগা সবটুকু জমা রাখতেছেন।আপনি নিশ্চিত থাকুন ঐ মানুষটাই একদিন আপনার জীবনের...
24/03/2025

যাকে বিশ্বাস করে যার কাছে নিজের ভালো থাকা ভালো লাগা সবটুকু জমা রাখতেছেন।
আপনি নিশ্চিত থাকুন ঐ মানুষটাই একদিন আপনার জীবনের কালশাপ হয়ে দ্বারাবে।
আপনাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে চলে যাবে।
মানুষ পরিবর্তনশীল মেনে নিতে শিখুন।
মানুষের মন উরনচন্ডি আকাশের মতো কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো তিব্র খরা।
তাই কাউকে নিজের সবটুকু দেওয়ার আগে ভেবে নিন আপনি জেনে শুনেই নিজের জীবনকে প্রেম নামক জুয়ায় বাজি ধরতেছেন।
আপনি যে কোনো সময় এই জুয়ায় জিতেও যেতে পারেন আবার হেরেও যেতে পারেন।
তাই এই খেলায় হেরে গিয়ে দেউলিয়া হওয়ার আগে একটু ভেবে নিন আপনি নিজের কতটুকু ভালো থাকা বাজি ধরবেন !
সবটা বাজি রাখলে মানুষ টা চলে যাওয়ার পর নিজের মৃত্যু কামনা করা আর বুক চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।
সো আপনি কেমন থাকবেন এটা আপনার উপর নির্ভর করতেছে।
রাব্বী/আয়ান
ছিলে না তুমি

23/03/2025

মন ভা'ঙা মানুষদের একটা ল'ক্ষ্ম'ণ আছে,খেয়াল করে দেখবেন এরা হাসে বেশি।
ছিলে না তুমি

23/03/2025

ইচ্ছে গুলো ভাবনা ছাড়ায় পুরন হওয়ার আর কি বাকি?
হাতটা ধরার একটু নেশায়
আজও আমি একলা হাটি।
মনের ঝরের মিলোন মেলায়
উরছি ভিশন একলা আমি।
কথা রাখার মাতাল খেলায় ব্যর্থ রাজার
তুমি রানি।
পাওয়া না পাওয়ার অংক জটিল অসম এক সমীকরণ।
তুমি নামক একটা তারা আমার আকাশ জুড়ে এখন।
মন বাগানে ফুটছে ফুল জানি আমি করছি ভুল।
ভুলের মাশুল দিতেই হবে, না হয় দিলাম
তুমিতো আমার কাছেই রবে।
কাজল চোখের সেই চাহনির উপচেপড়া চুলের ঢেউ।
মনটা শুধু বলছে আমায় তুমি আমার আপন কেউ
#ছিলে_না_তুমি

হারিয়ে যাওয়া বস্তু কিংবা ব্যক্তি,ভুলে গেলেই জীবন সুন্দর।মনে রাখলে ডিপ্রেশন ,কেনো হারালো এটা ভাবতে থাকলে জীবন পুরা নরক।...
23/03/2025

হারিয়ে যাওয়া বস্তু কিংবা ব্যক্তি,
ভুলে গেলেই জীবন সুন্দর।
মনে রাখলে ডিপ্রেশন ,
কেনো হারালো এটা ভাবতে থাকলে জীবন পুরা নরক।
So brother যারা হারিয়ে যায় তারা ধোকাবাজ , এরা জীবন থেকে যত তারাতাড়ি চলে যায় ততই ভালো।
এদের চলে যাওয়ার ফলেই সঠিক মানুষ টা জীবনে তারাতাড়ি আস্তে পারে।
সুতরাং কারো চলে যাওয়ায় দুঃখ না পুষে খুসি হও কারোন তুমি যাকে হারিয়েছো সে ধোঁকাবাজ।
রাব্বী
ছিলে না তুমি
#ছিলে_না_তুমি

23/03/2025

দেখো লাইফে যা খুশি করো !
কিন্তু কাউকে কখনো ফোর্স কারো না তোমাকে টাইম দেওয়ার জন্য।
বা এটা চাইও না কেউ এসে তোমার সাথে কথা বলুক।
দেখো যে মানুষ টা তোমাকে সত্যিকারের ভালোবাসবে ,
তোমাকে সত্যিকারের ভ্যালু করবে,
সে নিজেই টাইম বের করে তোমাকে টেক্সট করবে।
দেখো মানুষ কখনো এতটাই বিজি থাকে না
যে যার কাছে দুইটা মিনিট সময় নাই
তোমাকে টেক্সট করার জন্য।
সো নিজের ভ্যালু করো ,
নিজের সেলফরেসপেক্টের ভ্যালু করো।
আর এমন মানুষকে ছেড়ে দাও

22/03/2025

assalamuyalaikum everyone

নিজের আত্মসম্মানে বিন্দু মাত্র আঁচ আসলে,একা থাকাই ভালো।একা থাকা খারাপ কিছু নয়!মনে রাখো চাঁদ ও একা _তবুও জ্বলজ্বল করে!ছি...
22/03/2025

নিজের আত্মসম্মানে বিন্দু মাত্র আঁচ আসলে,
একা থাকাই ভালো।
একা থাকা খারাপ কিছু নয়!
মনে রাখো চাঁদ ও একা _
তবুও জ্বলজ্বল করে!
ছিলে না তুমি

21/03/2025

তিনটা আবহাওয়ার মধ্যে প্রতিযোগিতা চলছে,
_ঠান্ডা যেতে চাচ্ছে না,
_গরম আস্তে চাচ্ছে না,
_মাঝখান থেকে বৃষ্টি নাক গলাচ্ছে।

21/03/2025

প্রেম ঘটিত সমস্যার কারণে ছেলেটা আ'ত্ম*হ*'ত্যা করেছে। আইডি ঘুরে দেখলাম, পূর্বের প্রত্যেকটি পোস্ট প্রমাণ করে, মানুষটা কি পরিমাণ ডিপ্রেসড ছিল!

শেষবারের মতো র'ক্ত দান করে উল্লেখ করেছিল “ লাল ভালোবাসা দান শেষবারের মতো ”। কিন্তু, এরপরেও কেউ বুঝতে পারে নি, সে সত্যিও বিপর্যস্ত।

আমি একটা বিষয় লক্ষ্য করেছি, এ পর্যন্ত যারাই আ'ত্মহন'নের পথ বেছে নিয়েছে, তারা এর পূর্বে অহরহ স্যাড পোস্ট দিয়ে টাইমলাইন ভাসিয়ে দিয়েছে। তারা হয়তো চেয়েছিল, কেউ জিজ্ঞেস করুক, কথা বলুক। হয়তো বা কারো সাথে কথা বলে তারাও হালকা হতে চেয়েছে। কিন্তু, বেশীরভাগ কমেন্ট'স “ আবেগ বাদ দেন। ” টাইপের বিদ্রুপের জন্য তারা আর বলতে পারে নি।

মানুষ কিন্তু দুঃখ পেয়ে ম'রে না। ম'রে কথা বলার অভাবে। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা উপড়ে ফেলার অভাবে। অর্ধেক দীর্ঘশ্বাস কমে যায় কেবল মন খুলে কথা বলতে পারার মাধ্যমে। এইটুকু আশ্বাস কাউকে দিতে না-ই পারুন, অন্তত ঠাট্টা-তামাশা করে কারো স্যাড পোস্টে কমেন্ট করবেন না।

কেউ দীর্ঘদিন ধরে ডিপ্রেসড থেকে স্যাড পোস্ট দিয়ে যায়। তার কমেন্টে সামান্য সান্ত্বনামূলক বাণী শোনাতে না পারলে এড়িয়ে চলুন। ঠাট্টা করবেন না। আপনার যদি মনে হয় সে সিম্প্যাথি চাচ্ছে, তবে তা-ই ধরে নিন। তবুও অবান্তর মন্তব্য করে তাকে ভেঙ্গে দিবেন না।

মানুষ বাঁচুক সুখেও বাঁচুক, দুঃখ পেয়েও বাঁচুক। তবুও মানুষ বাঁচতে শিখুক, আত্মকেন্দ্রিক হওয়ার সংগ্রাম আমৃ'ত্যু করে যাক।

কবিতা নষ্ট প্রেম মায়াবতী তুমি নতুন কারো রানী ,নতুন নতুন স্বপ্ন বুনো রাত জেগে ,শুনলাম আমি নতুন মানুষকে সঙ্গে নিয়ে তারার...
21/03/2025

কবিতা
নষ্ট প্রেম

মায়াবতী তুমি নতুন কারো রানী ,
নতুন নতুন স্বপ্ন বুনো রাত জেগে ,
শুনলাম আমি নতুন মানুষকে সঙ্গে নিয়ে
তারার সঙ্গে খেলা করো রোজ রাতে!

মেঘের রাজ্যের পরী তুমি
বৃষ্টি দিয়ে ভেজালে আমায়।
বৃষ্টি ভেবে নামলাম আমি ভিজতে তোমার ছায়ায়।
কে জানতো,
ছলনার বিষ তুমি আগেই মিশিয়েছো বৃষ্টির ফোটায়,
ভালোবাসার নামে ধ্বংস করলে তুমি আমায়।

মায়াবতী ধংস করে আমায়,
সুখ খুঁজেছো নতুন কোনো ঠিকানায় ,
বসত গড়েছো নতুন কারো বুকে,
আমি এখন আহাকার গুনি নষ্ট তোমার প্রেমে।
রাব্বী
ছিলে না তুমি

21/03/2025

তুমি যাকে ভালোবাসলে না
তাকে কেউ ভালোবাসবে
যাকে ছুড়ে ফেলে দিলে অবহেলা দিয়ে
,
তাকে-ও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে
যাকে ঠকিয়ে গেলে_ ভেঙ্গে টুকরো টুকরো করে দিলে _
তাকে কেউ না কেউ, আবার গড়ে তুলবে আদর দিয়ে
কেউ না কেউ ঠিকি তার জীবনে-ও আসবে,তাকেও ভালোবাসবে "আপন করে নিবে ।
কিন্তু তুমি তো আর তাকে পেলে না
মানুষ তাকেই হারাতে চায়, যে তাকে ঠকাতে চায়
তুমি তো ওই মানুষটা হারালে, যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল

20/03/2025

পৃথিবীর জাগতিক সমস্ত সুন্দর্য তুমি,
মায়াবতী তুমি ফুল,
তোমায় এক পলক দেখার ইচ্ছায় ,
এ মন মস্তিষ্ক হয়ে আছে বেকুল।
রাব্বী

তোমার সাথে কথা বলতে গেলে এখন হিসেব করে বলতে হয় ।চাইলে ও আর বলতে পারি না প্রচন্ড ভালোবাসি তোমাকে।তুই করে বলতে খারাপ লাগে...
20/03/2025

তোমার সাথে কথা বলতে গেলে এখন হিসেব করে বলতে হয় ।
চাইলে ও আর বলতে পারি না প্রচন্ড ভালোবাসি তোমাকে।

তুই করে বলতে খারাপ লাগে তবে আজ তোকে অচেনাও লাগে ভিশন তারপর ও বলতে হয় তোর উপর থেকে সব অধিকার হারিয়েছি সেই কবে।
হারিয়েছি বললে ভুল হবে কেরে নেওয়া হয়েছে।

কেরে নিয়েছিলি তুই তোর উপর থাকা সব অধিকার কোনো এক অজুহাতে।

সব কিছুর পরেও,
যদি শুনতে পেতাম কোনো এক ভোরে তুমি ফিরে এসেছো সেই পুরনো আমার তুমি টা হয়ে ।
এসে বলতেছো জান অনেক ঘুমিয়েছো এবার অন্তত উঠো কথা বলো।
বলে বোঝাতে পারবোনা কতোটা খুসি হতাম ।

তবে,
তুমি ফিরে এলে খুশি হতাম ---যেমনটা খুশি হতো মা হারা সন্তান মা ফিরে পেলে।

তুমি ফিরে এলে খুশী হতাম - যেমনটা খুশী হতো সাত দিন ধরে খেতে না পাওয়া মানুষ টা এক প্লেট ভাত পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশি হতো ফাঁসির সাজা প্রাপ্ত আসামি ফাঁসির রায় থেকে মুক্তি পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো প্রসববেদনার পর মা তার সন্তানকে দেখে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো ক্যান্সারের রোগী ক্যান্সার থেকে মুক্তি পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো পথশিশু একটা সুন্দর পরিবার পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম -যেমনটা খুশি হতো একটা অন্ধ তার দুটি চোখ ফিরে পেলে।

তুমি ফিরে এসো কোনো এক ভোরে,
আমি যুগ যুগ ধরে অপেক্ষা করবো সেই ভোরের তোমার সাথে তোমার হাতে হাত রেখে সূর্য উদয় দেখবো বলে।
_রাব্বী

Address

Rangpur

Telephone

+8801717391444

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছিলে না তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছিলে না তুমি:

Share

Category