12/08/2025
একটা পোস্ট দেখে কারো বিষয়ে কি জানতে পারবেন আপনারা, অযথা আপনারা সময় নষ্ট করছেন আসলে আপনারা তো জীবনে সুখী না, অন্যের সুখ দেখে জ্বলেন,নিজেরা ভালো থাকেন আর অন্যকে ভালো থাকতে দেন,সব পোস্ট কি সত্যি হয় নাকি কোনটা ফানি পোস্ট সেটাই বোঝেন না,আমাদের বিয়ের ৮ বছর হচ্ছে বুঝতে পেরেছেন, আমাদের অনলাইনে বিয়ে না যে টিকবে না,অনলাইনে আসছি ৬ মাস হয়,আর আমরা দুজনেই একি ক্লাসে পড়তাম একি জায়গায় বাড়ী আমাদের।আমাদের এ বন্ধন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকবে পৃথিবীর কোন শক্তি নাই আমাদের আলাদা করার এটা আমার চ্যালেন্স, অন্যের সুখ দেখে হিংসা না করে নিজেরা সুখী হওয়ার চেষ্টা করবেন। দেখবেন ভালো থাকবেন, আমার পোস্ট ভিডিও ভালো না লাগলে ইগনোর করবেন ব্লক করবেন। সমস্যা নাই আমার, আমি কাউকে জোর করছিনা আমার ভিডিও দেখার জন্য।আর আমার স্বামী যথেষ্ট পরিমান ভালো, লাখে নয় কোটিতেও নয় পুরো পৃথিবী জুড়ে সে একজন।অনেক সুখে আছি আমরা আলহামদুলিল্লাহ।