ওমর আলী মডেল হেফজুল কোরআন মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • ওমর আলী মডেল হেফজুল কোরআন মাদ্রাসা

ওমর আলী মডেল হেফজুল কোরআন মাদ্রাসা This is my personal page. I am share many gift card with my follower in this page.

আলহামদুলিল্লাহ।  আব্দুল হান্নান হৃদয় এর হিফজুল কুরআন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
20/05/2025

আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান হৃদয় এর হিফজুল কুরআন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

19/02/2025

যে কারণে মাদরাসা থেকে আল্লাহর রহমত কমে যায়

মাদরাসা হলো দ্বীনি শিক্ষার কেন্দ্র, যেখানে কুরআন-হাদিসের জ্ঞান অর্জিত হয়। কিন্তু কিছু কারণে আল্লাহর রহমত কমে যেতে পারে বা উঠে যেতে পারে। কুরআন ও হাদিসের আলোকে জেনে নেই সেসব কারণ—

১️⃣ ন্যায়পরায়ণতার অভাব

🔹 আল্লাহ বলেন:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
"নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমাদের কাছে যে আমানত আছে, তা তার হকদারকে ফিরিয়ে দিতে।"
📖 (সূরা আন-নিসা: ৫৮)

যদি মাদরাসায় অন্যায়, জুলুম বা পক্ষপাত দেখা যায়, তাহলে আল্লাহর রহমত কমে যায়।

২️⃣ আমানতের খেয়ানত

🔹 রাসুল (ﷺ) বলেছেন:
إِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ
"যখন আমানতের খেয়ানত করা হবে, তখন কিয়ামতের জন্য প্রস্তুত হও।"
📖 (বুখারি: ৫৯)

যদি মাদরাসার জন্য প্রাপ্ত দান-সদকা সঠিকভাবে ব্যয় না হয়, তাহলে বরকত উঠে যায়।

৩️⃣ ইখলাস বা আন্তরিকতার অভাব

🔹 আল্লাহ বলেন:
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
"তাদের শুধু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে।"
📖 (সূরা আল-বাইয়্যিনাহ: ৫)

যদি মাদরাসা শুধুই দুনিয়াবি স্বার্থে পরিচালিত হয়, তাহলে রহমত কমতে পারে।

৪️⃣ গুনাহ ও অন্যায়ের প্রসার

🔹 আল্লাহ বলেন:
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
"নিশ্চয়ই, কোনো জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে।"
📖 (সূরা আর-রাদ: ১১)

যদি মাদরাসার পরিবেশে গীবত, হিংসা বা অনৈতিকতা ছড়িয়ে পড়ে, তাহলে বরকত কমে যায়।

৫️⃣ দোয়া ও ইস্তিগফারের অভাব

🔹 আল্লাহ বলেন:
وَقُلْ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"বলুন, হে আমার রব! তুমি ক্ষমা করো এবং দয়া করো, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু।"
📖 (সূরা আল-মুমিনুন: ১১৮)

যদি মাদরাসায় বেশি বেশি ইস্তিগফার ও দোয়া করা না হয়, তাহলে রহমত কমে যেতে পারে।

✅ করণীয়:

✅ আমানতদার হওয়া
✅ ইখলাস বজায় রাখা
✅ গুনাহ থেকে বেঁচে থাকা
✅ ন্যায়পরায়ণতা অবলম্বন করা
✅ বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা

আসুন, আমরা সবাই মাদরাসায় ন্যায়নীতি, ইখলাস ও তাকওয়ার পরিবেশ বজায় রাখি, যেন আল্লাহর রহমত ও বরকত নাযিল হয়।

➖➖➖
📢 শেয়ার করুন, অন্যরাও উপকৃত হোক!

30/01/2025

২০২৫ সালে একাডেমিক শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে। আপনার সন্তানের আসন নিশ্চিত করুন। ০১৭৬২৩১৫৩৬৫

আলহামদুলিল্লাহ রংপুরে ৭দিন ব্যাপী হুফফাজ  প্রশিক্ষণ হতে যাচ্ছে, স্থান-হুফফাজুল কুরআন মাদরাসা রংপুর তারাতাড়ি যোগাযোগ করুন...
30/01/2025

আলহামদুলিল্লাহ
রংপুরে ৭দিন ব্যাপী হুফফাজ
প্রশিক্ষণ হতে যাচ্ছে,
স্থান-হুফফাজুল কুরআন মাদরাসা রংপুর
তারাতাড়ি যোগাযোগ করুন-01750-686632
আপনার আসন নিশ্চিত করুন

29/11/2024

১৬ ই ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক মাহফিল।
১০ জন হাফেজে কুরআনকে পাগড়ি দেয়া হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি সকল কাজগুলো সহজ কে দিও।

হেফজুল কোরআন ফাউন্ডেশন রংপুর জেলার দশ পারা এবং পাঁচ পাড়া গ্রুপের অডিশন চলছে আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ...
11/11/2024

হেফজুল কোরআন ফাউন্ডেশন রংপুর জেলার দশ পারা এবং পাঁচ পাড়া গ্রুপের অডিশন চলছে আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন সকলকে কবুল করেন।

06/11/2024

# #সন্তান আপনার, মানুষ গড়ার দ্বায়িত্ব আমাদের # #
# #ওমরআলীনূরানীএকাডেমি # #
# #সাতমাথা # #
# #রংপুর # #
@@ # #আল্লাহরসন্তুষ্টি # #@@
যোগাযোগ ০১৭৬২৩১৫৩৬৫

হিফজুল কোরআন বাংলাদেশ রংপুর এর কমিটি গঠন সম্পন্ন আলহামদুলিল্লাহ।
26/10/2024

হিফজুল কোরআন বাংলাদেশ রংপুর এর কমিটি গঠন সম্পন্ন আলহামদুলিল্লাহ।

24/10/2024

Address

4554 Oakridge Lane
Rangpur
75204

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমর আলী মডেল হেফজুল কোরআন মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ওমর আলী মডেল হেফজুল কোরআন মাদ্রাসা:

Share