07/08/2024
আমি চাই— যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক। সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক। দ্যাটস নট এ্যা বিগ ডিল রাইট নাউ। উই রিকোয়্যার জাস্টিস।
ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরো মেলে ধরতে পারবেন। আরো জনপ্রিয় হয়ে উঠবেন ইন শা আল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো।
ইবনে তাইমিয়া (রহি.)-র একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন— “ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসাথে থাকতে পারে না।