28/11/2025
আলহামদুলিল্লাহ, আল খিদমাহ যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলটি সফলভাবে সম্পন্ন হওয়া আসলেই আমাদের জন্য এক বিরাট অর্জন। বিগত দুই যুগেও এই এলাকায় তেমন কোনো কোরআনের মাহফিল বা ইসলামিক অনুষ্ঠান হয়নি—যা হয়েছে তা শুধু গান-বাজনার কনসার্ট। আজকের এ আয়োজনের মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে পেরেছি—এটাই আমাদের জন্য গৌরবের বিষয়।
প্রথমেই আমরা মহান আল্লাহ্ তাআলার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি যেনো আমাদের সকলের উপর তাঁর রহমত ও বরকত অবতীর্ণ করেন এবং আমাদের নেক কাজগুলো কবুল করেন—আমিন।
এই সংঘের সম্মানিত উপদেষ্টাবৃন্দ আন্তরিক আগ্রহ নিয়ে আমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছেন। ব্যস্ততার কারণে হয়তো আপনাদের পাশে ঠিকমতো সময় দিতে পারিনি—এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ইনশাআল্লাহ সামনে আমরা সবাই একসাথে, এক মঞ্চে, আরও সুন্দর ও কল্যাণকর কাজের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবো—এই আশা রাখি।