আল খিদমাহ যুব সংঘ

আল খিদমাহ যুব সংঘ “ আল খিদমাহ “ যুব সংঘ
পূর্ব জগদীশপুর, সিটির মোড়
১০ নং ওয়ার্ড, মহানগর রংপুর ।

28/11/2025

আলহামদুলিল্লাহ, আল খিদমাহ যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলটি সফলভাবে সম্পন্ন হওয়া আসলেই আমাদের জন্য এক বিরাট অর্জন। বিগত দুই যুগেও এই এলাকায় তেমন কোনো কোরআনের মাহফিল বা ইসলামিক অনুষ্ঠান হয়নি—যা হয়েছে তা শুধু গান-বাজনার কনসার্ট। আজকের এ আয়োজনের মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে পেরেছি—এটাই আমাদের জন্য গৌরবের বিষয়।

প্রথমেই আমরা মহান আল্লাহ্ তাআলার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি যেনো আমাদের সকলের উপর তাঁর রহমত ও বরকত অবতীর্ণ করেন এবং আমাদের নেক কাজগুলো কবুল করেন—আমিন।

এই সংঘের সম্মানিত উপদেষ্টাবৃন্দ আন্তরিক আগ্রহ নিয়ে আমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছেন। ব্যস্ততার কারণে হয়তো আপনাদের পাশে ঠিকমতো সময় দিতে পারিনি—এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ইনশাআল্লাহ সামনে আমরা সবাই একসাথে, এক মঞ্চে, আরও সুন্দর ও কল্যাণকর কাজের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবো—এই আশা রাখি।

28/11/2025
28/11/2025

আলহামদুলিল্লাহ , আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে ❤️🌸

23/11/2025

মাহফিলের নিরাপত্তা নিশ্চিতে হাজীরহাট থানায় গেলাম ❤️ #ইসলামিক_মাহফিল #দ্বীনের_দাওয়াত #ঐক্য

20/11/2025

আলহামদুলিল্লাহ্ আমাদের মাহফিলের মাইকিং মাধ্যমে প্রচারের জন্য রেকর্ড রেডি #ইসলামিক_মাহফিল #দ্বীনের_দাওয়াত #ঐক্য

“একটা ন্যায়ভিত্তিক সমাজ চাই—সুদমুক্ত নিরাপদ জীবন আমাদের অধিকার।” এমন প্রতিবাদ প্রতিটি এলাকায় হওয়া দরকার ❤️🌸 আপনাদের ম...
19/11/2025

“একটা ন্যায়ভিত্তিক সমাজ চাই—সুদমুক্ত নিরাপদ জীবন আমাদের অধিকার।” এমন প্রতিবাদ প্রতিটি এলাকায় হওয়া দরকার ❤️🌸 আপনাদের মতামত কি কমেন্টে জানান !

17/11/2025

আজ আমরা নেমে পড়েছি পোস্টার লাগানোর কাজে , #ইসলামিক_মাহফিল #দ্বীনের_দাওয়াত #ঐক্য

17/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

আমাদের সংগঠনের সকল সম্মানিত সদস্য, উপদেষ্টা, বড় ভাই এবং চাচাসহ এই গ্রুপে যুক্ত সকলকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।

আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আমরা আগামী ২৮ নভেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার, আল খিদমাহ যুব সংঘ-এর উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

এ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক দাওয়াত জানাচ্ছি।
দয়া করে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং মাহফিলটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক দোয়া করবেন।

এছাড়া, যদি কেউ স্বেচ্ছায় আর্থিকভাবে সহযোগিতা করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই তা প্রদান করার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা আমাদের উদ্যোগকে আরও সুন্দর ও সফল করতে সহায়তা করবে, ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সকলকে হেদায়েত ও বরকত দান করুন। আমিন।

16/11/2025

সংঘের নাম পরিবর্তন করলাম 🌺
এবং মাহফিলের ব্যানার লাগিয়ে ফেললাম ❤️ #ইসলামিক_মাহফিল

14/11/2025

বাঁশ সংগ্রহ ❤️
দুঃখিত আমাদের ওয়াজের তারিখ ২৮ নভেম্বর ২০২৫ ইং, রোজ : শুক্রবার । #ইসলামিক_মাহফিল #দ্বীনের_দাওয়াত #ঐক্য

12/11/2025

বেঁচে থাকুক বন্ধুত্ব চিরকাল 🖤🌸

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল খিদমাহ যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category