Nilphamari News

Nilphamari News আলোচিত-সমালোচিত সব খবর আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন

মাহমুদুর রহমান মান্নার "নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডঃ জাহেদুর রহমান, নিজের রাজনৈতিক পরিচয় লুকিয়ে রেখে তিনি এখন বিএনপির ...
18/06/2025

মাহমুদুর রহমান মান্নার "নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডঃ জাহেদুর রহমান, নিজের রাজনৈতিক পরিচয় লুকিয়ে রেখে তিনি এখন বিএনপির স্বঘোষিত বুদ্ধিজীবি! 😀

অবৈধ নির্বাচনের মেয়রের বৈধতা নিয়ে সংশয় নাহিদ ইসলামের 😁
20/05/2025

অবৈধ নির্বাচনের মেয়রের বৈধতা নিয়ে সংশয় নাহিদ ইসলামের 😁

একদিকে জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পায় যুবলীগ নেতা। আর অন্যদিকে আমাদের বীর শহীদদের সন্তানদের ঠাঁয় হয় এতিম খানায়। জুলাই বি...
20/05/2025

একদিকে জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পায় যুবলীগ নেতা। আর অন্যদিকে আমাদের বীর শহীদদের সন্তানদের ঠাঁয় হয় এতিম খানায়। জুলাই বিক্রেতারা চেতনা বিক্রি শেষ হলে আমাদের শহীদ পরিবারগুলোর একটু খোঁজ নিও।

গাইবান্ধার সাঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চালসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও ডিলার মোহাম্মদ আফজাল হ...
20/05/2025

গাইবান্ধার সাঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চালসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফজাল হোসেন (৫৫) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই : মির্জা আব্বাসবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজি-...
15/05/2025

বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি। মির্জা আব্বাস বলেন, যারা সুযোগ সন্ধানী, যারা রাজপথে ছিলো না, মিটিং মিছিলে ছিলো না। তারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। তাদেরকে বিএনপির সদস্য করা যাবে না।

আওয়ামী লীগের লোকজনতো নয়ই। এখন পুলিশ যেসব আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতার করছে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে বিএনপির নামধারীরা। মনে রাখতে হবে, রাজপথে আমাদেরকে কেউ ছাড় দেয়নি। এমন কোন পুরাতন নেতাকর্মী নাই, যারা জেল খাটেননি, হামলার শিকার হননি।

জমিদারি উচ্ছেদ দিবস আজ।ঐতিহাসিক জমিদারি উচ্ছেদ দিবস আজ। ১৯৫১ সালের এ দিনে জমিদারতন্ত্র আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। এতে ক...
15/05/2025

জমিদারি উচ্ছেদ দিবস আজ।

ঐতিহাসিক জমিদারি উচ্ছেদ দিবস আজ। ১৯৫১ সালের এ দিনে জমিদারতন্ত্র আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। এতে করে জমিদারদের পৌনে দুই শ’ বছরের নজিরবিহীন অত্যাচার নির্যাতন আর বেশুমার লুণ্ঠন থেকে রেহাই পায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশের মানুষ।

জমিদারি প্রথা বিলোপ হয়েছিল ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর মাধ্যমে। কার্যকর করা হয় ১৯৫১ সালের ১৬ মে থেকে। ১৯৫০ সালের ১৬ ফেব্রুয়ারি পূর্ববঙ্গ পরিষদে জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব বিল পাস হয়। এ খবর ছাপিয়ে তখন দৈনিক আজাদ শিরোনামে লেখে, ‘পূর্ববঙ্গের সাড়ে ৪ কোটি অধিবাসীর বুকের ওপর হতে জমিদারি প্রথার জগদ্দল পাথর অপসারিত।’

প্রাদেশিক প্রধানমন্ত্রী নুরুল আমিন একে ‘পাকিস্তানের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন’ বলে আখ্যায়িত করেন। এই গৃহীত বিলটিই ১৯৫১ সালের ১৬ মে গভর্নর খাজা নাজিমুদ্দিন এক সরকারি আদেশে অ্যাক্টে পরিণত করেন। সেই থেকে ১৬ মে দিনটি জমিদারি উচ্ছেদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

15/05/2025
মুসলিম বিশ্বে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি স্যামসাংয়ের 📢পশ্চিম এশিয়া অর্থাৎ আরব দেশ সমূহ এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুল...
15/05/2025

মুসলিম বিশ্বে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি স্যামসাংয়ের 📢

পশ্চিম এশিয়া অর্থাৎ আরব দেশ সমূহ এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোতে বিক্রি হওয়া স্যামসাংয়ের A এবং M সিরিজের স্মার্টফোন গুলোতে স্যামসাং AppCloud নামে একটি এপ্লিকেশন ইনস্টল করে দিয়েছে যা ডিলিট করা যায়না। এই অ্যাপ গোপনে ইউজারের সব সিক্রেট ইনফো ইসরায়েলি কোম্পানি "IronSource" র কাছে পাচার করেছে। আয়রন সোর্স মো সাদের একটি আউটফিট! স্যামসাং ১০০% জেনে-বুঝে এই কাজ করেছে।

ডিজিটাল হিউম্যান রাইটস সংক্রান্ত প্রতিষ্ঠান SMEX বিস্তারিত গবেষণা করে এই তথ্য নিশ্চিত করে।

Bangladesh Defence News

৪ আগষ্ট চট্রগ্রামে ছাত্রদের Ak47 দিয়ে গু*লি করে আওয়ামিলীগ নেতা সোলাইমান বাদশাহ। তার গুলির বুলেট প্রাণ কেড়ে নেয় অনেকের।
14/05/2025

৪ আগষ্ট চট্রগ্রামে ছাত্রদের Ak47 দিয়ে গু*লি করে আওয়ামিলীগ নেতা সোলাইমান বাদশাহ। তার গুলির বুলেট প্রাণ কেড়ে নেয় অনেকের।

জগন্নাথ ইউনিভার্সিটির ৩ দফা দাবির প্রতিটা দাবি যৌক্তিক। একটা যৌক্তিক আন্দোলনকে শক্তি দিয়ে ট্রিট করার মানে কী?
14/05/2025

জগন্নাথ ইউনিভার্সিটির ৩ দফা দাবির প্রতিটা দাবি যৌক্তিক। একটা যৌক্তিক আন্দোলনকে শক্তি দিয়ে ট্রিট করার মানে কী?

রিয়াদ ছেড়ে দোহার পথে ট্রাম্প। কী আলোচনা হলো রিয়াদের ত্রিপাক্ষিক বৈঠকে? সারমর্ম তুলে ধরছি।বিন সলমান:১. গা.জায় গণহট্যা বন্...
14/05/2025

রিয়াদ ছেড়ে দোহার পথে ট্রাম্প। কী আলোচনা হলো রিয়াদের ত্রিপাক্ষিক বৈঠকে? সারমর্ম তুলে ধরছি।

বিন সলমান:
১. গা.জায় গণহট্যা বন্ধের আহ্বান।
২. সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন।

ট্রাম্পের প্রস্তাবনা এবং ঘোষণা:
১. ইরানের সাথে আলোচনায় বসার আকাঙ্খা প্রকাশ। তবে শর্ত হলো:
(ক) ইরান যেন পারমা.ণবিক অস্ত্র হাতে না পায়।
(খ) ইরান যেন কোনও সন্ত্রা.সী সংগঠন অন্য কোনও অঞ্চলে ঠেলে না দেয় সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান।
২. ইরান কোনও অবস্থাতেই পারমা.ণবিক শক্তিধর হতে পারবে না।
৩. গা.জা থেকে সকল বন্দীকে মুক্তি দিতে হবে।
৪. যারা ইজ.রায়েলে হাম.লা করে সেখানের নাগরিকদের বন্দী করে নিয়ে এসেছে, তাদের নেতৃত্বে গা.জায় শান্তি সম্ভব নয়। অর্থাৎ গা.জায় শান্তি প্রতিষ্ঠা চাইলে নেতৃত্ব থেকে ha.মাসের সরে দাঁড়াতে হবে।
👇👇👇👇

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্য...
14/05/2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেফতার তিনজন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার, কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। গত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share