হুমায়ূন আহমেদের উক্তি সমগ্র

হুমায়ূন আহমেদের উক্তি সমগ্র Welcome to my Page. I am going to share you all about birds, pets. pet markets, pet treatment.

28/05/2025
19/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আমাদের ছোট নদী চলে বাকেঁ বাকেঁ,বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,দুই ধার উঁচু তার, ঢালু তার প...
13/10/2024

আমাদের ছোট নদী চলে বাকেঁ বাকেঁ,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভরো ভরো,
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
দুই কূলে বনে বনে পড়ে যায় সারা,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।

আমাদের ছোট নদী
রবীন্দ্রনাথ ঠাকুর

16/07/2024

সব কোটা বন্ধ হউক....
চাকরি হউক সবার জন্য উন্মুক্ত......

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
29/05/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।
মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেন।
😌😌

সংগৃহীত

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি আ...
15/05/2024

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,
আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;
তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'🌸

বাস্তব বলে,এই দুজন মানুষ নাকি একজনই,
কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে
আমি আজও ভালোবাসি ;
আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না!'🖤

🌸হুমায়ুন ফরিদী

09/05/2024
কোনো এক বৃষ্টি বিলাসে তোমার সাথে ভিজতে চাই 🖤🌻
08/05/2024

কোনো এক বৃষ্টি বিলাসে তোমার সাথে ভিজতে চাই 🖤🌻

02/03/2024

আজকে দেখাব আমার কি কি পাখি আসে

10/02/2024

এই শীতে পানি দেখে মানুষেরা ভয়পায় কিন্তু দেখেন পানি পেয়ে পাখিরা কি করে

19/01/2024

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when হুমায়ূন আহমেদের উক্তি সমগ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share