Tu Ki's Life Style

Tu Ki's Life Style Alhamdulillah
(1)

20/05/2025

শুভ বিকাল

18/05/2025

শুভ সকাল

17/05/2025

রসুন ভর্তা

17/05/2025

Assalamuyalaikum

লোকলজ্জার ভয়ে বলতে পারি না যে, তরমুজের জন্য মানুষ এত উইঠা পইড়া লাগে কেন! আমার কাছে তো তরমুজরে একটা পাইনসা লাল পানিওয়ালা ...
21/03/2025

লোকলজ্জার ভয়ে বলতে পারি না যে, তরমুজের জন্য মানুষ এত উইঠা পইড়া লাগে কেন!

আমার কাছে তো তরমুজরে একটা পাইনসা লাল পানিওয়ালা ওভাররেটেড ফল মনে হয়। না আম-কাঁঠালের মতো মিষ্টি, না বরইয়ের মতো টক।
কোনো স্বাদই নাই। মুখে দিলে মনে হয় হালকা চিনি দেওয়া লাল পানি খাইতেছি।

এই জিনিস এত বাড়তি দাম দিয়া মানুষ কিনে! আমি তো সস্তা দামেও কিনতে চাইতাম না। 🙄

20/03/2025

কিছু মেয়ে আছে অতিরিক্ত রেগে গেলে থু থু মেরে দেয়।🙂

13/03/2025

"সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহুম্মাগফিরলি "🌼
অর্থ : হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন । 🌼

আমিন 🤲

শুধু একটি বাচ্চার জন্য একটি ট্রেন সার্ভিস চালু রেখেছে জাপান!জাপান ট্রেন সার্ভিস কর্তৃপক্ষ দেখলেন যে ঐ এলাকার লোকজন ট্রেন...
13/03/2025

শুধু একটি বাচ্চার জন্য একটি ট্রেন সার্ভিস চালু রেখেছে জাপান!
জাপান ট্রেন সার্ভিস কর্তৃপক্ষ দেখলেন যে ঐ এলাকার লোকজন ট্রেনে কম চলাচল করে। সাইকেলে চলে সবাই। তাই তারা সিন্ধান্ত নিলো যে সেই এলাকার ট্রেনটি বন্ধ করে দিবে। কিন্তু তারা লক্ষ করলো একটি বাচ্চা প্রতিদিন সেই ট্রেনে যাতায়াত করে। খোঁজ নিয়ে দেখা যায় বাচ্চাটি সেই ট্রেনে করে স্কুলে যায়। সেই বাচ্চাটির কথা চিন্তা করে ট্রেন সার্ভিস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যতদিন বাচ্চাটির স্কুল শেষ না হবে ততদিন ট্রেন সার্ভিস চালু রাখবে। ট্রেনটি প্রায় আট বছর চালু রাখা হয়েছিল শুধু সেই বাচ্চাটির জন্য। ভাবা যায়?? এটাই জাপান।🇯🇵

কাজগুলো আসলেই সুন্দর! একদম ক্বলব জুড়ানো।
02/03/2025

কাজগুলো আসলেই সুন্দর!
একদম ক্বলব জুড়ানো।

এতো এতো পোস্ট এতো সমালোচনা করলাম সবাই মিলে কারো কোন দুই পয়সার লাভ হইছে? হয় নাই 😄দিন শেষে সেই লাভবান হইছে আর সে এটাই চা...
27/02/2025

এতো এতো পোস্ট এতো সমালোচনা করলাম সবাই মিলে কারো কোন দুই পয়সার লাভ হইছে? হয় নাই 😄
দিন শেষে সেই লাভবান হইছে আর সে এটাই চাইছে এতোদিন।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tu Ki's Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share