AlQawm - আল ক্বওম

AlQawm - আল ক্বওম ❛আল ক্বওম - কল্যাণের পথে এক কদম।❜

❝কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আলোকিত সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।❞

ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কের কারণে ভারতীয় চাল আমদানির ওপর মূল্যবৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য চালের ...
10/08/2025

ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কের কারণে ভারতীয় চাল আমদানির ওপর মূল্যবৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য চালের দাম প্রায় ৫০% পর্যন্ত বাড়তে পারে।

আগামী ২৭শে আগস্ট থেকে কার্যকর হতে চলা এই আমদানি শুল্কের ফলে ভারত থেকে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আড়াই লাখ টন চাল রপ্তানিতে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০% হলো অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার সোনা মাসুরি চাল এবং বাকিটা পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের মতো উত্তরের রাজ্যগুলি থেকে আসা বাসমতি চাল।

এই পরিস্থিতিতে ক্রেতাদের তাদের প্রধান খাদ্যশস্যের জন্য উল্লেখযোগ্যভাবে বেশি দাম দিতে হতে পারে অথবা পাকিস্তান থেকে আসা চাল কিনতে হবে।

গা জা র শেখ রাদওয়ান এলাকার কেন্দ্রে, ৬ বছর বয়সী মিস্ক এল-মেধুন নিস্তব্ধ হয়ে পড়ে আছে। সে নিজে থেকে নীরব থাকেনি, বরং ই স ...
01/08/2025

গা জা র শেখ রাদওয়ান এলাকার কেন্দ্রে, ৬ বছর বয়সী মিস্ক এল-মেধুন নিস্তব্ধ হয়ে পড়ে আছে। সে নিজে থেকে নীরব থাকেনি, বরং ই স রা য়ে লে র গণহত্যায় তার কান্নার শক্তিটুকুও কেড়ে নিয়েছে। জন্ম থেকেই মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে ভুগছে মিস্ক। তার জীবন আগে থেকেই ছিল অনেক কঠিন। কিন্তু, তার শরীরকে উদ্দেশ্যমূলকভাবে ক্ষুধার শিকার হতে হবে, এমন পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল না, কারণ এই অবরোধের ফলে খাবার এখন একটি অ স্ত্রে র মতো ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে তার ওজন মাত্র ৪ কিলোগ্রাম। তার এই অবস্থা এমন একটি যু দ্ধে র নিষ্ঠুরতা তুলে ধরে, যা শুধু বাড়ি এবং হাসপাতালের ওপর নয়, বরং সেসব শিশুদের জীবনের ওপর আঘাত হানে, যারা কোনোদিন শান্তির মুখ দেখেনি। মিস্ক কোনো প্রতীক নয়, কোনো পরিসংখ্যান নয়; সে একটি শিশু, যার জীবন পৃ থি বী র চোখের সামনে ধীরে ধীরে কে ড়ে নেওয়া হচ্ছে।

লেখা এবং ছবিঃ TRT World

জুলাই ৩১, গা*জা*র খান ইউনিসে মারাত্মক অপুষ্টিতে শহীদ হন ২৭ বছর বয়সী আদিল মাজি। গা*জা*য় ই স রা য়ে লে র চলমান অবরোধের ক...
01/08/2025

জুলাই ৩১, গা*জা*র খান ইউনিসে মারাত্মক অপুষ্টিতে শহীদ হন ২৭ বছর বয়সী আদিল মাজি। গা*জা*য়
ই স রা য়ে লে র চলমান অবরোধের কারণে খাদ্য সংকট আরও বেড়ে যাওয়ায় তিনি শহীদ হন।

ভিডিও লিংক কমেন্টে।
31/07/2025

ভিডিও লিংক কমেন্টে।

পূজা উদযাপনের জন্য ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি পাঠালেন কলকাতার ব্যবসায়ীরা। সুত্রঃ গণমাধ্যমছবিঃ AlQawm - আল ক্বওম
30/07/2025

পূজা উদযাপনের জন্য ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি পাঠালেন কলকাতার ব্যবসায়ীরা। সুত্রঃ গণমাধ্যম

ছবিঃ AlQawm - আল ক্বওম

আজ সন্ধ্যায় রূপালী চাঁদের পাশে দেখা যেতে পারে লাল বর্ণের মঙ্গল গ্রহ। সুত্রঃ NASA - National Aeronautics and Space Admin...
28/07/2025

আজ সন্ধ্যায় রূপালী চাঁদের পাশে দেখা যেতে পারে লাল বর্ণের মঙ্গল গ্রহ। সুত্রঃ NASA - National Aeronautics and Space Administration

সৌদি যুবরাজকে স*ন্ত্রা*সী আখ্যা দিলেন ইরানের জনপ্রিয় সংবাদ পাঠিকা সাহার ইমামী।
27/07/2025

সৌদি যুবরাজকে স*ন্ত্রা*সী আখ্যা দিলেন ইরানের জনপ্রিয় সংবাদ পাঠিকা সাহার ইমামী।

ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে মোল্লাদের আ ফ গা নী (؋/AFN) মুদ্রা। আ ফ গা নি স্তা নে র কেন্দ্রীয় ব্যাংক “দ্য আ ফ গা নি স্তা ন...
27/07/2025

ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে মোল্লাদের আ ফ গা নী (؋/AFN) মুদ্রা।

আ ফ গা নি স্তা নে র কেন্দ্রীয় ব্যাংক “দ্য আ ফ গা নি স্তা ন ব্যাংক” জানিয়েছে, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফ গা ন মুদ্রার মান ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১ ডলার সমান বাংলাদেশী মুদ্রা ১২২৳ থেকে ১২৪৳। আর আ ফ গা ন মুদ্রায় ৬৯؋।

সুত্রঃ BanglaVision

গা*জা*য় এক লাখের বেশি শিশু খাবারের অভাবে মৃ*ত্যু*র মুখে, যার মধ্যে নবজাতকের সংখ্যা প্রায় চল্লিশ হাজার।মায়েরা বাধ্য হয...
26/07/2025

গা*জা*য় এক লাখের বেশি শিশু খাবারের অভাবে মৃ*ত্যু*র মুখে, যার মধ্যে নবজাতকের সংখ্যা প্রায় চল্লিশ হাজার।

মায়েরা বাধ্য হয়ে তাদের নবজাতক শিশুদের শুধু পানি পান করাচ্ছেন, হাসপাতালগুলো অপুষ্টিতে ভোগা শিশুতে ভরে গেছে।

অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত ১২২ জনের মৃ*ত্যু হয়েছে, যার মধ্যে ৮৩ জনই শিশু।

জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায়?

গা*জা,ছবিঃ Anadolu Agency
24/07/2025

গা*জা,
ছবিঃ Anadolu Agency

অস্ত্র + ট্রিগার + সাইলেন্সার = ভিকটিম (ফি*লি*স্তি*ন)আর দর্শক মু•স•লি•ম দেশগুলো।
22/07/2025

অস্ত্র + ট্রিগার + সাইলেন্সার = ভিকটিম (ফি*লি*স্তি*ন)

আর দর্শক মু•স•লি•ম দেশগুলো।

Address

Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when AlQawm - আল ক্বওম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share