Nilphamari-দর্পন

Nilphamari-দর্পন উত্তরের খবর, সংস্কৃতি ও সমাজের প্রতিচ্ছবি।
(3)

19/09/2025

নীলফামারীর সন্তান জনপ্রিয় রেফারী Ti-Sami. খেলার মাঠে অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

18/09/2025

নীলফামারীর ছেলে প্রিতম, সৌরভ ও শান্তর গাওয়া কভার “আমার শূণ্য ভূবনে কেউ না আপন” Part 7

18/09/2025

নীলফামারীর ছেলে প্রিতম, সৌরভ ও শান্তর গাওয়া কভার “আমার শূণ্য ভূবনে কেউ না আপন”

এশিয়া কাপে দুর্দান্ত খেলছে আমাদের নীলফামারীর ছেলে রিশাদ হোসাইন।
17/09/2025

এশিয়া কাপে দুর্দান্ত খেলছে আমাদের নীলফামারীর ছেলে রিশাদ হোসাইন।

17/09/2025

🔴সরাসরি: নীলফামারী পঞ্চপুকুরে কথা বলছেন নীলফামারী-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাড আল-ফারুক।

নীলফামারী উত্তরা ইপিজেড -এর এভারগ্রীন কোম্পানির অফিস নোটিশে কাজী ফেরদৌস-উল-আলম, মহাব্যবস্থাপক এর পরিবর্তে সাদেকুর রহমান ...
17/09/2025

নীলফামারী উত্তরা ইপিজেড -এর এভারগ্রীন কোম্পানির অফিস নোটিশে কাজী ফেরদৌস-উল-আলম, মহাব্যবস্থাপক এর পরিবর্তে সাদেকুর রহমান সাদেক, উপ-মহাব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগের যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করবেন।

#নীলফামারী

17/09/2025

🔴আরেকটি বিশেষ তথ্য :
সম্মানিত পুলিশ সুপার নীলফামারীর আহ্বানে শ্রমিকদের অন্যতম প্রধান দাবি অনুযায়ী এভারগ্রীন কোম্পানির জিএম কে আজ হতেই দায়িত্ব থেকে অব্যাহতি স্বরূপ কর্মস্থল ত্যাগের নির্দেশ দেবে কর্তৃপক্ষ !

শ্রমিক ভাই বোনদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা । আপনারা বিজয়ী।

🔴Just Now: EPZ শ্রমিক সাইফুল ইসলামের জামিন হয়েছে। কালকে থেকে সকলকে কাজে যোগ দেওয়ার আহ্বান। নিজেই আত্মগোপনে থাকার ২দিন  প...
17/09/2025

🔴Just Now: EPZ শ্রমিক সাইফুল ইসলামের জামিন হয়েছে। কালকে থেকে সকলকে কাজে যোগ দেওয়ার আহ্বান।

নিজেই আত্মগোপনে থাকার ২দিন পর পুলিশ হেফাজতে ছিলো এভারগ্রীন কোম্পানির সাইফুল ইসলাম।

তার স্বীকারোক্তিতে তিনি বলেন, “তাকে কেউ অপহরন করে নাই তিনি নিজেই বাড়ী থেকে বাহির হয়ে চলে গেছিলো।”

শ্রমিকের কর্মবিরতির পর আজকে তার মুক্তির দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সকল শ্রমিকবৃন্দ গেলে তার স্বীকারউক্তির পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সর্বশেষে বলবো ভালো থাকুক খেটে খাওয়া দিন মজুর শ্রমিকেরা, ভালো থাকুক উত্তরা EPZ.

ভালো থাকুক প্রিয় নীলফামারী।

17/09/2025

EPZ শ্রমিক সাইফুল ইসলাম নিজেই স্বীকারোক্তি দিলেন তাকে কেউ অপহরণ করে নি।

এবং কালকে থেকে সকলকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

নীলফামারীর উত্তরা EPZ শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুর নিঃশর্ত মুক্তির দাবিতে এভারগ্রিন কোম্পানির শ্রমিকদের ডিসি অফিস ঘেরা...
17/09/2025

নীলফামারীর উত্তরা EPZ শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুর নিঃশর্ত মুক্তির দাবিতে এভারগ্রিন কোম্পানির শ্রমিকদের ডিসি অফিস ঘেরাও কর্মসূচি...

নীলফামারী উত্তরা EPZ এ আজও কর্ম বিরতী দিয়েছে এভারগ্রীন কোম্পানির শ্রমিকগণ।এই অস্থিরতার সমাধান না হলে ৩০ হাজার শ্রমিকের ই...
17/09/2025

নীলফামারী উত্তরা EPZ এ আজও কর্ম বিরতী দিয়েছে এভারগ্রীন কোম্পানির শ্রমিকগণ।

এই অস্থিরতার সমাধান না হলে ৩০ হাজার শ্রমিকের ইপিজেডে বিদেশীরা বিনিয়োগ বন্ধ করে দিবে।

অনিরাপদ ভেবে ব্যবসা গুটিয়ে নিবে। জেলা শহরের বহু মানুষ বেকার হয়ে থাকবে কিংবা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়বে।

ইপিজেড আমাদের জেলার অর্থনীতির প্রাণ।

মালিক-শ্রমিক প্রশাসন মিলে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ রইলো।

Address

South Asian Continent
Rangpur
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari-দর্পন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nilphamari-দর্পন:

Share