
13/05/2025
**"প্রেমিকের গাণিতিক সমস্যা"**
রিদয় খুব মেধাবী, কিন্তু প্রেমে পাগল। একদিন সে তার ক্রাশ স্বাতীকে বলল,
"স্বাতী, আমি তোমাকে ভালোবাসি!"
স্বাতী হাসিমুখে উত্তর দিল,
"কতটুকু ভালোবাসো?"
রিদয় গম্ভীর হয়ে বলল,
"ধরো, x হলো আমার ভালোবাসার পরিমাণ। তাহলে x → ∞ (অনন্ত)।"
স্বাতী চোখ কুঁচকে বলল,
"গাণিতিক প্রমাণ দাও তো!"
রিদয় এক টুকরো কাগজে লিখে দিল:
**প্রমাণ:**
1. আমার হৃদয় = 1 (এক এবং অদ্বিতীয়)
2. স্বাতী = ∞ (সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত)
3. ভালোবাসা = হৃদয় × স্বাতী = 1 × ∞ = ∞
স্বাতী কাগজটা দেখে হেসে বলল,
"এটা তো গাণিতিক ভুল! 1 × ∞ হলো অনির্দিষ্ট রাশি!"
রিদয় আত্মবিশ্বাসী হয়ে উত্তর দিল,
"ঠিক বলেছ! কারণ আমার ভালোবাসা কোনো সংজ্ঞায় ধরা দেবে না!"
স্বাতী এবার লাল হয়ে গেল... 😊
(গল্পটা কেমন লাগল? 😉)