Mittu

Mittu Assalamualaikum You can watch Islamic entertainment, Islamic short dramas, short Waz clips and various places of interest in this channel.

16/06/2025

হ্যাঁ, আমার জীবন তোহ এতোটুকুই...

আবদুল্লাহ বিন 'উমার (রাঃ) বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) তার কাঁধ ধরে বললেন, "এ দুনিয়াতে তুমি (এমনভাবে) থাকো, যেন তুমি একজন অপরিচিত বা একজন মুসাফির।"

ইবনে 'উমার (রাঃ) বলতেন, “যদি তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। যদি তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকো, তবে সন্ধ্যার প্রত্যাশা করো না। সুস্থ থাকা অবস্থায় তুমি অসুস্থতার জন্য নিজেকে প্রস্তুত করো, আর বেঁচে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করো মৃত্যুর জন্য।”

(সহীহ বুখারী – কিতাবুর রিকাক, হাদিস ৬৪১৬)

"জীবনটাকে যদি নির্ভেজাল করতে চান তাহলে প্রথমেই বউয়ের প্রেমে পড়ে যান।"
16/06/2025

"জীবনটাকে যদি নির্ভেজাল করতে চান তাহলে প্রথমেই বউয়ের প্রেমে পড়ে যান।"

এক মুঠো ভাত তাঁর কাছে স্বপ্নের ব্যাপার!একটু খাবার পেলেই খুশিতে আত্মহারা! কিন্তু জমিনের বুকে যার মা, বাবা, স্বামী, সন্তান...
16/06/2025

এক মুঠো ভাত তাঁর কাছে স্বপ্নের ব্যাপার!
একটু খাবার পেলেই খুশিতে আত্মহারা!

কিন্তু জমিনের বুকে যার মা, বাবা, স্বামী, সন্তান কেউ নেই, যিনি অসুস্থ ; কে তাকে সাহায্য করবে!
তবে আল্লাহ ভরসা! আল্লাহর রহমতে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেন!

১২২ নং প্রজেক্টে আমরা এমন একজন বোনকে সাহায্যের জন্য আবেদন করেছি, যিনি অসহায় যাকাতের হকদার। এক বছরের খাবার প্যাকেজ এবং তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা প্রজেক্টের আয়োজন করেছি।

সম্ভাব্য খরচের পরিমাণ প্রায় ৪৮,০০০ টাকা।
আলহামদুলিল্লাহ কালেকশন ৩,৫৫০ টাকা।
তবে এখনও আরও দরকার ৪৪,৪৫০ টাকা।

মেহেরবানী করে সম্পূর্ণ টাকা বা ১০০০/২,০০০/৩,০০০/৪,০০০/নিজ নিজ সাধ্য অনুযায়ী এগিয়ে আসার উদাত্ত কণ্ঠে আহ্বান রইলো, আমীন।

অন্তত পক্ষে দোয়া করুন, শেয়ার করার মাধ্যমে অন্যদের অংশ নেয়ার সুযোগ দিন, আমীন।

Dutch Bangla Bank Limited
Account name : Sayed Azmir Hossain
Account number : 1721580052631
Branch : Dinajpur
Account type : Savings account
Routing number : 090280672
Swift code :DBBLBDDH

Nagad/Rocket/BKash: 01744303034
Reference : 122
যে কোনো তথ্য, মতামত, অভিযোগ বা পরামর্শের জন্য Call /SMS /WhatsApp number :
01744 30 30 34
#আখিরাতের_পুঁজি

19/12/2024
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতবস্ত্রের জন্য আকুল আবেদন বিত্তমান ভাইরা একটু এগিয়ে আসুন।
19/12/2024

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতবস্ত্রের জন্য আকুল আবেদন বিত্তমান ভাইরা একটু এগিয়ে আসুন।

বইগুলো মায়েদের জন্য, মাতৃত্বের জন্য...🌸🤍
30/11/2024

বইগুলো মায়েদের জন্য, মাতৃত্বের জন্য...🌸🤍

26/11/2024

কিছু গুরুত্বপূর্ণ বই

19/11/2024

বোনের কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখাটাই কঠিন ছিল!

আমরা মূলত পিয়ন হিসেবে কাজ করছি! একানব্বই নং প্রজেক্টের তৃতীয় মাসের খাবার প্যাকেজ পৌঁছিয়ে দেওয়া হয়েছে অসহায় বোনের পরিবারে।

এরকম আরও অসহায় অনেক পরিবার রয়েছে, যাদের ঘরে জরুরি ভিত্তিতে খাবার পৌঁছিয়ে দেওয়াটা প্রয়োজন। হয়তোবা আমাদের সীমাবদ্ধতা, অর্থনৈতিক সংকট, জ্ঞানের স্বল্পতা ও ভাষাগত অযোগ্যতার কারণে লিস্ট করা পরিবারগুলোতে এখনও পৌঁছাতে পারিনি ।

তারপরেও মহান রব যাদের অনুদানে হাঁটি হাঁটি পা করে প্রজেক্টগুলো বাস্তবায়ন করাচ্ছেন, মহান রব যেনো তাদের অনুদানগুলো আখিরাতের পুঁজি হিসেবে কবুল করেন এবং নামগুলো জান্নাতুল ফেরদৌসের খাতায় লিখে রাখেন, আমীন।

যে কোনো তথ্য, মতামত, যোগাযোগ, অভিযোগ বা পরামর্শের জন্য call/what's app
01744 30 30 34
#আখিরাতের_পুঁজি

18/11/2024

(আল্লাহর রহমতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে ভালো কাজে বরকত হবে
ইন শা আল্লাহ!)

হলুদ! হলুদ! হলুদ!

পিয়ন হিসেবে কাজ করছি,
পৌঁছাতে হবে মাদ্রাসায়!
পরিমাণে ৫ কেজি হলুদ,
খুবই আনন্দ লাগছে ভাই!
جَزَاك ٱللَّٰهُ خَيْرًا

18/11/2024

ঐতিহাসিক দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ২২ শে নভেম্বর দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে মহাসম্মেলনে দলে দলে যোগদান করি...
জুম্মার খুৎবা প্রদান করবেন শায়খ ড. হামাদ বিন হাবশান আল হারবী রিয়াদ, সৌদি আরব

Address

Rangpur
5200

Telephone

+8801705951121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mittu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mittu:

Share