Pirganj24

Pirganj24 Official page for https://www.pirganj24.com, Pirganj's largest and first news publisher by

pirganj24.com is Pirganj's first 24/7 news service that brings accurate news and unique insight into headlines to a widely dispersed audience. One of the first Internet-only news providers in the Pirganj upazila, its content in Bangla was opened to the public free of charge on 27 Apr 2014, creating what has since been called Pirganj's first online newspaper.

We Mourn.
22/07/2025

We Mourn.

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবীদিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ ...
21/02/2025

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আব্দুল গাফফার চৌধুরী

পীরগঞ্জে দুই মোটরসাইকেলের সং/ঘ/র্ষে ২ জন নি/হ/তঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ জামতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখ...
27/01/2025

পীরগঞ্জে দুই মোটরসাইকেলের সং/ঘ/র্ষে ২ জন নি/হ/ত

ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ জামতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘর্ষে ২ জন নি/হ/ত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আ/হ/ত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জামতলার গন্ধকপুর প্লাজার সামনে দুটি মোটরসাইকেলের সং/ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদ মিয়া (১৮) নি*হ*ত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে পীরগঞ্জ পৌরসভার মৃ/ত কুদ্দুস মিয়ার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান রানু (৩২) মা*রা যান। অপর গুরুতর আ/হ/ত দুজন হলেন উপজেলার পাঁচগাছী ইউপির কদমতলী বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম বাবু (১৮) ও পৌরসভার ওসমানপুর গ্রামের মৃ/ত হুজুর আলীর ছেলে রেজাউল মিয়া (৪২)।

এ বিষয়ে বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজন নি/হ/ত হয়েছেন। বাকি আ/হ/তদের চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হবে।

02/01/2025

পীরগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিন*তাই!

বিস্তারিত আসছে...

Happy New Year 2025!
01/01/2025

Happy New Year 2025!

শুভ বড়দিন! ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরে উঠুক সবার জীবন। 🎄✨
25/12/2024

শুভ বড়দিন! ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরে উঠুক সবার জীবন। 🎄✨

🎆 শুভ দীপাবলি! 🎆আলো আর আনন্দের এই উৎসবে আপনার জীবনে আসুক অনন্ত সুখ, সমৃদ্ধি আর শান্তি। দীপাবলির দীপ্ত আলো দূর করে দিক সক...
01/11/2024

🎆 শুভ দীপাবলি! 🎆

আলো আর আনন্দের এই উৎসবে আপনার জীবনে আসুক অনন্ত সুখ, সমৃদ্ধি আর শান্তি। দীপাবলির দীপ্ত আলো দূর করে দিক সকল অন্ধকার আর নতুন দিনের পথ দেখাক। সকলে সুস্থ ও আনন্দে কাটান এই বিশেষ দিন।

পীরগঞ্জ টোয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে শুভ দীপাবলি। ✨

শুভ বিজয়া!শুভ্রতা, শান্তি ও সমৃদ্ধি হোক সকলের জীবনে।পীরগঞ্জ টোয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছ...
13/10/2024

শুভ বিজয়া!

শুভ্রতা, শান্তি ও সমৃদ্ধি হোক সকলের জীবনে।

পীরগঞ্জ টোয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

সকলের জীবনে সম্প্রীতির বন্ধনে গাঢ় হোক, সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক।



fans

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) র...
13/10/2024

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ের (তিন রাস্তা মোড়) কাছে ‘স্বপ্ননীড় হাউজিং’-এর ৭২০/১ নম্বর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ডাকাত দলটি ঐ বাসা থেকে নগদ ৭৫ লাখ টাকা এবং ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অ....

গতবারের তুলনায় আয়োজনের দিক থেকে কিছুটা কমতি থাকলেও, পূজা কমিটির সদস্য, এলাকাবাসীর উৎসাহ এবং আনন্দের কোনো কমতি নেই। তবে এ...
12/10/2024

গতবারের তুলনায় আয়োজনের দিক থেকে কিছুটা কমতি থাকলেও, পূজা কমিটির সদস্য, এলাকাবাসীর উৎসাহ এবং আনন্দের কোনো কমতি নেই। তবে এই উৎসবের সাথে যুক্ত হয়েছে ভীতি এবং শঙ্কা।

পীরগঞ্জের ১২ নং মিঠিপুর ইউনিয়নের পূজা মন্ডপগুলোতে প্রতিবারের ন্যায় এবারেও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন ....

বিদেশি ব্র্যান্ডের ক্রেতাদের অনেক অর্ডার সময়মতো শিপমেন্ট করতে না পারায় ভারতের মতো বিকল্প বাজারে চলে গেছে। একটি মধ্যস্থতা...
12/10/2024

বিদেশি ব্র্যান্ডের ক্রেতাদের অনেক অর্ডার সময়মতো শিপমেন্ট করতে না পারায় ভারতের মতো বিকল্প বাজারে চলে গেছে। একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান “নো এক্সিট” এর পরিচালক সৈয়দ মোহাম্মদ জাকির জানিয়েছেন, “আমাদের কিছু ক্রেতা ইন্ডিয়াতে তাদের অর্ডার প্লেস করেছে, কারণ বাংলাদেশের কারখানাগুলো সময়মতো শিপমেন্ট এবং ডেলিভারি দিতে পারছে না।”

বাংলাদেশের পোশাক শিল্প, যা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হিসেবে পরিচিত, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন এবং শ....

পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে চার-পাঁচজন যুবক পেট্রলবোমাটি ছুড়ে মারেন।
12/10/2024

পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে চার-পাঁচজন যুবক পেট্রলবোমাটি ছুড়ে মারেন।

পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে শুক্রবার সন্ধ্যায় পেট্রলবোমা নিক্ষেপ ও ছুরিকাঘাতের ঘটনায় অন্তত পাঁচজ.....

Address

Pirganj
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when Pirganj24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pirganj24:

Share