Saba News

Saba News কুড়িগ্রাম এর সকল প্রকার খবর এই পেজ দেয়া হবে।

23/05/2025

কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতমোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে...
18/05/2025

কুড়িগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।

রবিবার (১৮ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু যেন অবৈধ ভাবে দেশে আসতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে নির্দেশ দেন ও কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং তা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া ঈদের পরবর্তী বাইরে কোনো চামড়া পাঠানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকশই পদক্ষেপ নিতে এবং পরিবেশবন্ধু বজ্ররোধক তালগাছ লাগার সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদারকরণ, জন্মনিবন্ধন, অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ করেন।

এসময় জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ বিভিন্ন মিডিয়া সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

05/05/2025

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিসি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।

03/05/2025

র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে কুড়িগ্রামে আমার বাংলাদেশ(এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

20/04/2025
মোহাম্মদপুরে ‘আলফা স্টার ২০২৪’ সম্মাননা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানসাইয়েদ আহমেদ বাবু, স্টাফ রিপোর্টারঃ ১৮ এপ্রিল (শুক্রবার) ...
19/04/2025

মোহাম্মদপুরে ‘আলফা স্টার ২০২৪’ সম্মাননা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান

সাইয়েদ আহমেদ বাবু, স্টাফ রিপোর্টারঃ

১৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “আলফা স্টার ২০২৪”–এর সম্মাননা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান। আয়োজক LightHouse Academy এবং সহযোগী BSPRC (Bangladesh Students Programming & Robotics Club) ও World AI and Robotics Foundation, যৌথ উদ্যোগে মেধাবী ২৬ জন শিক্ষার্থীর মোট ৭,১৭,৫০০ টাকা মুল্যের আর্থিক ও শিক্ষা বৃত্তি, সম্মাননাপূর্ণ ক্রেস্ট, সার্টিফিকেট ও BSPRC থেকে ফ্রি প্রযুক্তিগত উন্নয়নমূলক কোর্সের ( ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, মাইক্রোসফট, প্রোগ্রামিং ইত্যাদি) সুযোগ প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন—স্মিতা জান্নাত, লেখক ও কলামিস্ট, দৈনিক দেশকাল পত্রিকা। সভাপতিত্ব করেন তানজিল আহমেদ বন্ধন (প্রধান সমন্বয়ক, আলফা স্টার ২০২৪)। কোরআন তেলাওয়াত করেন তানজিম আহমেদ (শিক্ষক, LightHouse Academy), স্বাগত বক্তব্য দেন মোঃ আলিমুজ্জামান (প্রতিষ্ঠাতা, World AI & Robotics Foundation) এবং শুভেচনা বক্তব্য রাখেন নাঈমুর রহমান (পরিচালক, LightHouse Academy)।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম (উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন) তার বক্তব্যে বলেন,

“এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও আত্মবিশ্বাস যোগায়।”

ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম (উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) প্রধান বক্তা হিসেবে যোগ করেন,

“দেশের উন্নয়নে মেধাবী তরুণ প্রজন্মের বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এইচ. এম. অলিউল্লাহ (অধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ), মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী (অধ্যক্ষ, সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল ও কলেজ), অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী (উপাধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ), মোঃ কামরুল হাসান (চেয়ারম্যান, ম্যাক শিক্ষা পরিবার) এবং রায়হান আহমেদ (কোঅর্ডিনেটর, BSPRC ও সিনিয়র সহ-সম্পাদক, The Asian Age)।

রায়হান আহমেদ অনুষ্ঠানে বলেন,

“২০২৮ সালের মধ্যে ৫ লক্ষ দক্ষ তরুণ তৈরির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই BSPRC–এর দীর্ঘমেয়াদি লক্ষ্য।”

আলফা স্টার বৃত্তির প্রধান সমন্বয়ক তানজিল আহমেদ বন্ধন বলেন, "আমরা দেশব্যাপী মেধাবীদের মূল্যায়ন ও অনুপ্রেরণা যোগাতে এই উদ্যোগ নিয়েছি। আশাকরি আমাদের এই মেধাবীরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে পৌছাবে।"

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অভিভূত উষ্মা অনুভব করেন—অষ্টম শ্রেণির হুমায়রা কবির ঐশী ও অভিভাবক মোঃ হুমায়ুন কবিরের আবেগঘন বক্তব্য অনুষ্ঠানের আবহ সজীব করে তোলে। শেষ পর্যন্ত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা ফটোসেশনে অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।

08/04/2025

📢 Saba News – কুড়িগ্রামের সকল খবরের নির্ভরযোগ্য ঠিকানা!

স্থানীয় ঘটনা, জরুরি আপডেট, হট নিউজ কিংবা সরকারী-বেসরকারি ঘোষণা—কুড়িগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন সবার আগে পৌঁছে দিচ্ছে Saba News।

✅ প্রতিদিনের আপডেট
✅ সত্য ও নির্ভরযোগ্য তথ্য
✅ কুড়িগ্রামবাসীর জন্য বিশেষ খবর

👉 আমাদের পেজটি Like করুন,
👉 Follow দিয়ে পাশে থাকুন –
আপডেট পেতে Saba News-এর সাথেই থাকুন!

কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামে সেনাবাহিনী  ক্যাম্...
02/04/2025

কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে ২৪ ঘন্টাই কুড়িগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তা,চেকপোস্ট জেলাব্যাপী এ কার্যক্রম চলছে। বুধবার (২ এপ্রিল) দুপুর তিন ঘটিকায় কুড়িগ্রাম শাপলা চত্বর মোড়ে সেনাবাহিনী টহল জোরদার করে যাতে ঈদের বাড়তি যানজটের চাপের কারণে কোন ধরনেন দুর্ঘটনা না ঘটে।

এছাড়া সেনাবাহিনী সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এই প্রতিবেদন লেখার পুর্বমুহুর্তে সেনাবাহিনীর একাধিক সদস্যদের সাথে কথা হলে তাঁরা জানান এবছর পরিবার, পরিজন ছাড়া মানুষের যান ও মালের নিরাপত্তার স্বার্থে ঈদুল ফিতর কুড়িগ্রামে করেছি।
এবিষয়ে মিশু চালক মাহাবুবের সাথে কথা হলে তিনি বলেন রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর কাজ খুব ভালো হচ্ছে এজন্য শহরের যানজট কম ধন্যবাদ সেনাবাহিনীকে।
অবসসর প্রাপ্ত কলেজ শিক্ষক খন্দকার গোলাম ফারুক বলেন, ইতিপূর্বে ঈদের আগে ও পরে রাস্তায় যানজটের কারণে চলাফেরা খুবই সমস্যা হতো, কিন্তুু এবারের ঈদে সেনাবাহিনীর তৎপরতার কারণে তেমন যানজট নাই,তাছাড়া সেনাবাহিনী থাকায় নিরাপত্তা নিয়ে সংশয়ও একেবারেই নাই, তাই ঈদও আনন্দদায়ক হয়েছে, সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।
সেনাবাহিনীর এরকম কার্যক্রম দেখে পথচারীরাও অত্যন্ত আনন্দিত।

ঈদ পুর্ববতী ও পরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে সেনাবাহিনী গত ২৮ শে মার্চ শুরু করে আগামী ৪ এপ্রিল পযর্ন্ত এ কার্যক্রম অব্যবত থাকবে, বলে জানিয়েছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প।

29/03/2025

কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত "যিয়ারাতুল হারামাইন" সংগঠন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে সংগঠনের সকল সদস্য ও কুড়িগ্রাম জেলার সকল হাজীদের এবং দেশবাসীকে...

10/03/2025

কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত "যিয়ারাতুল হারামাইন" সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল...

Address

Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saba News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share