Md Mizan 0.2

Md Mizan 0.2 আমি ভাগ্যবান কারণ আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত।

19/06/2025

সুন্দর একটি আলোচনা দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ
Hossain Saidi

#ইসলামেরআলো

17/06/2025

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। _

হযরত আলী (রাঃ)
#ইসলামেরআলো

13/06/2025

★যারা শুধু আল্লাহ তাআলার প্রতি । বিশ্বাস স্থাপন করেন। -আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন।

12/06/2025

#ভয়ংকর একটি আয়াত!
আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না।
সুরা আল-মুমিনুন ৬৫

04/06/2025

আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন।

03/06/2025

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।

03/06/2025

যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। – [ড. বিলাল ফিলিপ্স]

02/06/2025

একবার কি ভেবেছেন,
কেমন হবে সেই রাতটা
যে রাত হবে আমাদের
কবরের প্রথম রাত?

02/06/2025

এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। –

01/06/2025

✅আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]

01/06/2025

কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। –
[লুকমান (আ:)]

31/05/2025

আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mizan 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share