31/07/2025
সকাল ৯ টায় supplementary exam
Exam এ না বসলে পুরো একটা বছর miss.
ফজর নামাজের পর ৫ টার দিকে খবর এলো মা মারা গেছে।
একদিকে পরীক্ষা অপর দিকে মায়ের মৃত্যুর খবর। Exam টাও important হওয়ায় মায়ের কাছে যাওয়ার আগেই exam এ যেতে হবে।
একজনের ছেলের ( obviously even girl ) জন্য কতটা যে খারাপ আর অসহনীয় সময় হতে পারে,এটা ওই ছেলেটা ছাড়া বোঝার ক্ষমতা আর কারো হবে না।
রুমমেট হিসেবে এমনই এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হলো আজ।
আমার রুমমেট শাহিনুর এর মা আজ মারা গেছেন। তাকে যে নিজে সান্ত্বনা দেবো বা অন্য friend দের বলবো সান্ত্বনা দিতে এটাও বলা হয় নাই। কারণ সান্ত্বনা দিতে আসলে মায়ের মৃত্যুর অসহনীয় কষ্টে হয়তো ওই অল্প সময়ের important revision টুকুও দিতে পারবে না 😥( মেডিকেল life )
আল্লাহ আমার রুমমেটের মাকে জান্নাতের জন্য কবুল করুক।
আমিন।