MD SHAH ALAM MIAH

MD SHAH ALAM MIAH Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD SHAH ALAM MIAH, Digital creator, Sundarganj, Rangpur.

20/10/2025

মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন হয়েছে ।
সাধারণ জ্ঞান ও মানবিক বিষয়াবলী থেকে 15 টি কোশ্চেন থাকবে।

16/10/2025

আজ হয়তো অনেকের (HSC) রেজাল্ট আশানুরূপ আসেনি ।
হয়তো মনে হচ্ছে যে , জীবন স্থবির হয়ে গেল।
কিন্তু এমনটা কখনোই নয়।
হয়তো এটাই জীবনে নতুন কিছু পাওয়ার প্রথম ধাপ।
So just go ahead.

06/10/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ যুক্ত করার কথা হলেও
সর্বশেষ তথ্য অনুযায়ী লিখিত অংশ থাকতেছে না

16/09/2025

খেয়ালখুশি মতো antibiotics যারা খেয়ে থাকেন কিছুদিন পর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের জন্য অনেক ভালো ভালো এন্টিবায়োটিক আর কাজ করে না।।

আমাদের অনেকেই অনেক সময় একটু জ্বর হলেই এন্টিবায়োটিক খেতে থাকে।
কিন্তু আসলে বেশিরভাগ জ্বরই ভাইরাসজনিত—যা বিশ্রাম আর পানি খেলেই সেরে যায়।

সর্দি-কাশি বা ভাইরাল ফ্লুতে এন্টিবায়োটিক খেলে কোনো লাভ নেই।

উল্টো শরীরের জন্য গুড ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায়, আর ভবিষ্যতে এন্টিবায়োটিক কাজ করে না

তাই ডাক্তার পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাবেন না।

14/09/2025

অনেকেই আমরা regular blood donate করে থাকি।
অনেক অতি উৎসাহী হয়ে short interval এ frequently blood দিয়ে থাকে।
এটা বিপদজনক।
এমনকি এই কারণে blood donate কারীর মৃত্যু পর্যন্ত হয়েছে।
মনে থাকতে হবে ১ বছরে সর্বোচ্চ তিন বার blood দিবো ।
এই হিসেবে প্রতি চার মাস পর পর এক বার ।
এর বেশি না।
কেননা এতে শরীরের ক্ষতি হতে পারে।

ORS খাওয়ানোর ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে:প্রতি প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়ানো লাগে। অনেক সময় ...
05/09/2025

ORS খাওয়ানোর ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে:
প্রতি প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়ানো লাগে।
অনেক সময় অনেকে ভুল ধারণা করে থাকে এরকম যে:- যেহেতু পাতলা পায়খানা ভালো হচ্ছে না, তাই যদি কম পরিমাণ পানি নিয়ে এই স্যালাইন গুলিয়ে খাওয়াই তাহলে হয়তো ভালো হবে। কিন্তু এই কাজটি হতে পারে আক্রান্ত ব্যক্তির মৃত্যু কারণ। এই স্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়ানো হলে এর osmolality শরীর এর osmolality এর মত হয়ে যায় ।
কিন্তু যখন খুবই কম পরিমাণ পানিতে এই স্যালাইন গুলিয়ে খাওয়ানো হয় তখন এই স্যালাইন এর osmolality দেহের osmolality থেকে অনেক বেশি হয়েছে ফলে hypernatremic hypovolemia হতে পারে যা মৃত্যুর কারণ । এই অবস্থাটি থেকে সাধারণত রোগিকে বাঁচানো যায় না।

31/07/2025

সকাল ৯ টায় supplementary exam
Exam এ না বসলে পুরো একটা বছর miss.
ফজর নামাজের পর ৫ টার দিকে খবর এলো মা মারা গেছে।
একদিকে পরীক্ষা অপর দিকে মায়ের মৃত্যুর খবর। Exam টাও important হওয়ায় মায়ের কাছে যাওয়ার আগেই exam এ যেতে হবে।
একজনের ছেলের ( obviously even girl ) জন্য কতটা যে খারাপ আর অসহনীয় সময় হতে পারে,এটা ওই ছেলেটা ছাড়া বোঝার ক্ষমতা আর কারো হবে না।
রুমমেট হিসেবে এমনই এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হলো আজ।
আমার রুমমেট শাহিনুর এর মা আজ মারা গেছেন। তাকে যে নিজে সান্ত্বনা দেবো বা অন্য friend দের বলবো সান্ত্বনা দিতে এটাও বলা হয় নাই। কারণ সান্ত্বনা দিতে আসলে মায়ের মৃত্যুর অসহনীয় কষ্টে হয়তো ওই অল্প সময়ের important revision টুকুও দিতে পারবে না 😥( মেডিকেল life )
আল্লাহ আমার রুমমেটের মাকে জান্নাতের জন্য কবুল করুক।
আমিন।

Address

Sundarganj
Rangpur
5720

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD SHAH ALAM MIAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share