
19/05/2025
সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারের বেশি মানুষের কবর খোঁড়া কিশোরগঞ্জের মনু মিয়া হাসপাতালের শয্যায়।
আর এই সুযোগে ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে মানুষের কবর খোঁড়া মানুষটির প্রিয় ঘোড়াটি মেরে ফেলল তারই এলাকার দুর্বৃত্তরা।
কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে এই ঘোড়াটি কিনেছিলেন মনু মিয়া।
নিজের কোন সন্তান না থাকায় সন্তানের মতই আদর করতেন এই ঘোড়াটিকে।
কে কবে মারা গিয়েছে সেটাও লিখে রাখতেন তিনি ডাইরীতে।
তার হিসাব মতে প্রায় ৩৫০০ এর কাছাকাছি কবর খুড়েছেন তিনি কোন পারিশ্রমিক ছাড়াই।
অথচ এই মহান মানুষটিকে এই প্রতিদান দিলো তার এলাকার মানুষ?
তথ্য ও ছবি সংগৃহীত 😪