Kowshik Ahmed

Kowshik Ahmed ভালোবাসা নামক গল্পে কোন এক মায়াবতীর কাছে অবহেলিত বালক কৌশিক (অভাগা)

26/05/2024

✍️নিজেরে সুখি দেখানো খুব সহজ। তাই মানুষ তার চোখ-মুখ, কাজ, লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতে স্ট্রং দেখায় এবং দিনশেষে মানুষ এটাই দেখে।
-
দূঃখ দেখানো কঠিন আর জানানো আরোও কঠিন।
দুঃখ কাউকে বলা যায় না আবার মন খারাপের কারন ও কাউকে বলা যায় না।
কেমন আছিস এর জবাবে ভালো নাই এটা বলা তো দূরের কথা লেখাও যায় না__________😥😥😥

08/05/2024

কাম ব্যাক এর অপর নাম Real Madrid C.F.
আর
তার মাস্টারমাইন্ডের নাম Carlo Ancelotti
-
Congratulations Real Madrid C.F.

06/05/2024

✍️যতো কষ্টেই থাকুন
মন খুলে হাসুন
-
হাসিই আপনার সাইনবোর্ড
হাসিই আপনার ব্রান্ডিং_______☘️☘️🌿

✍️সময়টা যখন ২০০০ সালের ১৩ই এপ্রিল সকাল ১০ঃ৫৫ মিনিট, তখন আমার এই পৃথিবীতে আগমন ঘটে তখন থেকে শুরু করে আজকের এখন পর্যন্তযার...
13/04/2024

✍️সময়টা যখন ২০০০ সালের ১৩ই এপ্রিল
সকাল ১০ঃ৫৫ মিনিট,
তখন আমার এই পৃথিবীতে আগমন ঘটে
তখন থেকে শুরু করে আজকের এখন পর্যন্ত
যারা আমার খারাপ সময়ে আমার পাশে ছিলো
তাদের প্রত্যেকের মুখে হাসি না ফুটানো অবধি
আমি যেন ক্লান্ত না হই
সবাই আমার জন্যে মন থেকে দোয়া করবেন
-
এটা আমার লাইফের সবসময়ের সেরা উইস

12/04/2024

✍️পার হয়ে যাওয়া
ঈদের আনন্দগুলোর সাথে
প্রত্যেকটা ভাংগা মনের মাঝে
আবারো সতেজতা ফিরে আসুক_____💚

10/04/2024

✍️দিনশেষে আমরা সবাই কষ্টে থাকি
আবার কষ্ট লুকিয়েও হাসিতেই থাকি
কিন্তু আমরা ঈদ আসলে
ঈদের দিন ঘুমিয়ে কাটাই।
আসলে কি এটা ঠিক মোটেও ঠিক না
আল্লাহ তা'লা একটা দিন দিছে ভাই
আপনারে মন খুলে আনন্দ করার
তাই আনন্দ করেন ভাই।
নিজের পরিবারকে সময় দেন
নিজের পরিবারের মানুষদের খোজ খবর নেন
আত্নীয়দের বারিতে যান
আমাদের ছোটবেলায় স্বার্থহীন অনেক বন্ধু
যাদের সাথে এখন আর দেখায় হয় না
তাদের সাথে সময় কাটান তাদের খোজ নেন
নিজের ছোটবেলার স্যার দের খোজখবর নেন
এসব করার চেষ্টা করেন
ইনশাআল্লাহ মনের কষ্ট দূর হবে
সবকিছু ভুলে একটা দিন মন খুলে
হাসিমুখে থাকার চেষ্টা করি সবাই
সর্বোপরী ইসলামের সংস্কৃতি সবাই বজায় থাকি।
-
কিছু বিষয়ে সবাই খেয়াল রাখবেন
নিজে আনন্দের জন্যে অন্য কারো
কষ্টের কারন হইয়েন না ভাই কেউ

04/04/2024

✍️"মায়াবতী"
আপনি থাইকা গেলে হয়তো
আমার মাঝে থাকা আনন্দগুলাও
থাইকা যাইতো____________💔

24/03/2024

✍️সময় এমন একটা জিনিস
যেটা আজকে আপনার
কালকে সেটা আমার_______💚

21/03/2024

✍️ভালো দিন আসবে ইনশাআল্লাহ
সবর করেন, আল্লাহর সন্তুষ্টি আদায় করেন বা চেষ্টা করেন, তাহলেই
ভালো দিন আসবে ইনশাআল্লাহ

11/03/2024

পোল্ট্রি মুরগি সাদাটা বিক্রি হচ্ছে কেজি ২৩০ টাকা করে। সোনালীর কেজি ৩৪০ টাকা। গরুর মাংসের কেজি ৮৫০ টাকা। জ্বি। আপনি দামাদামি করার কোন সূযোগ-ই পাবেননা। কসাই ব্যাটা আপনার দিকে তাকাবেইনা। ভারী দম্ভ তার।
মাছের গায়ে আগুন। তেলাপিয়ার কেজি ৩০০ টাকা! রুই-কাতল-মৃগেল এইমুহুর্তে আমাদের ধরাছোঁয়ার বাইরে। পাবদা ৫০০ টাকা। ছোট চিংড়ি খুঁজছিলাম লাউ দিয়ে খাবো বলে, দাম শুনে ইজ্জত সহ কেটে পড়েছি।
ছোট একটুকরো কুমড়ো/কধু কিনেছি ৭০ টাকা দিয়ে। কাটার পর সেই কুমড়ো/কধু টুকরোর সাইজ দেখে মন খারাপ হয়ে গেলো। লেবু ছোট সাইজেরটা হালি চল্লিশ টাকা, বড়টা ষাট! এক জায়গায় দেখলাম দোকানী চিৎকার করে টমেটো বিক্রি করছে, তিন কেজি একশ! আগ্রহ নিয়ে তার দোকানে গেলাম। টমেটোর রকম দেখে মন খারাপ হয়ে গেলো, এই জিনিস গরুও খাবেনা। প্রত্যেকটা তরকারীর দাম বাড়তি। শসা আর গাজর পাশাপাশি টুকরিতে বসে অহংকারী দৃষ্টিতে আকাশ দেখছে। যা দাম তাতে এই অহংকারটুকু তাদের মানায়।
খেজুর কিনিনি। দাম জিজ্ঞেস করার সাহস-ই পাইনি। মুড়ি ১৪০ টাকা! আমি চাপাস্বরে বললাম, কম দামেরটা দেখান। ছোলা, বেসন, মশুরির ডাল গাল ফুলিয়ে বসে আছে, আমি পাত্তা দিলামনা। রোজার প্রাথমিক ঝাপটাটা যাক তারপর দেখবো। চিনি কিনছি আধা কেজি।
এরপরেও মানুষ কি কিনছেনা? কিনছে। কিন্তু প্রত্যেকটা জিনিস কেনার পর বাতাসে কান পাতলে তাদের দীর্ঘনি:শ্বাসও শোনা যায়। সেই দীর্ঘনি:শ্বাস বড় ভারী। মুনাফালোভী ব্যবসায়ী আর ক্ষমতাসীন চোরদের কানে সেই দীর্ঘনিঃশ্বাস পৌঁছায়না। আল্লাহ অন্তরের সাথে সাথে তাদের কানেও সিলমোহর মেরে দিয়েছে।
এরা অভিশপ্ত।
কপি পোস্ট

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Kowshik Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kowshik Ahmed:

Share